![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
এক দিন কিছু ছিল না,
সের খানেক চাল,
কিছু আলু, বেগুন, পটল,
দু'হাতে করে,
পকেটে গোটা দশেক সস্তা চকলেট,
ছোট্ট গুমোট ভাড়া বাসায়,
ফেরার কি আকুতি !!!
দরজায় কড়া নেড়ে,
চুউউ..প দাড়িয়ে,
খিল খিল স্বর্গীয় হাসি,
তুল তুলে ছোট্ট পায়ের ছুটে আসা,
কি মায়ায় জড়ানো সেই সন্ধ্যা বেলা ।
দরজার ও পারে দাড়িয়ে,
ভাবে -
অনন্ত কাল কেউ যদি না খোলে কপাট,
শ্রুতির মধুরতায়,
কি মধুর, আনন্দময় সেই অপেক্ষা ।।
কিন্তু নিষ্ঠুর সময়, বাস্তবতা,
মানে না কিছু,
বোঝো না মনের আকুতি !!!
আজ সব আছে,
নেই তাড়া সুরম্য অট্টলিকায় ফেরার,
বেল টিপে,
নিষ্প্রাণ দাড়িয়ে,
খিল খিল কল হাস্যে,
মমতাময় দু'হাত বাড়িয়ে,
কেউ আসে না ছুটে !!!
২| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৯
শামছুল ইসলাম বলেছেন: ভাই শতদ্রু, ধন্যবাদ । আপনাকে ছুঁতে পেরে ভাল লাগছে !!!
মেলানো যায় জীবনের সাথে । --- ছোট কিন্তু মন ছুঁয়ে গ্যাছে কথাটা ।
৩| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:২০
শতদ্রু একটি নদী... বলেছেন: উত্তর দেয়ার জন্য সবুজ তীর দেয়া সাইনের উপর ক্লিক করে উত্তর দিয়েন। তাহলে যে কমেন্ট করছে সে নোটিফিকেশন পাবে। শুভকামনা রইলো
২৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ !!!
৪| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:২০
শতদ্রু একটি নদী... বলেছেন: প্রোপিক লাগাইছেন দেখি। ভালো হইছে।
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
কৃতিত্বটা আপনারই !!!
৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আজ সব আছে,
নেই তাড়া সুরম্য অট্টলিকায় ফেরার,
বেল টিপে,
নিষ্প্রাণ দাড়িয়ে,
খিল খিল কল হাস্যে,
মমতাময় দু'হাত বাড়িয়ে,
কেউ আসে না ছুটে !!!
জীবনের ট্র্যাজেডি ফুটে উঠেছে। শুভ কামনা থাকলো।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
এই ট্রাজেডিটা বোধ হয় কম-বেশী সবার জীবনেই আসে -- হাঁটি-হাঁটি পা পা করে ঘরের দরজা পেরিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের দরজা পেরিয়ে.... এই তো জীবন .. থেমে থাকে না !!!!!!
(দুঃখিত, সবুজ তীরটা চাপতে ভুলে গিয়েছিলাম।)
৬| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬
রোদেলা বলেছেন: আজ সব আছে,
নেই তাড়া সুরম্য অট্টলিকায় ফেরার,
বেল টিপে,
নিষ্প্রাণ দাড়িয়ে,
খিল খিল কল হাস্যে,
মমতাময় দু'হাত বাড়িয়ে,
কেউ আসে না ছুটে !!!
--------------------------
ভীষন মায়া মায়া।।
১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পড়া এবং সুন্দর মন্তব্যের জন্য।
আসলেই ভীষন ভীষন মায়ার এই সংসার!!!
৭| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৪
আরজু পনি বলেছেন:
বেশ সুন্দর।
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
আপনার প্রতীকী H O P E 5 টা সবার মাঝে নতুন নতুন আশার সৃষ্টি করুক।
৮| ২৪ শে মে, ২০১৫ রাত ৯:০৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
শুভ ব্লগিং........
২৫ শে মে, ২০১৫ সকাল ৭:১৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন ভাই আমার ব্লগে আসার জন্য।
ভাল থাকুন সব সময়!!!
৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। ভালো লেগেছে।
এসেছি একেলা,
যাবো একেলা,
কেটে যাবে বেলা
সাঙ্গ হলে মেলা।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
আপনার কবিতাটাও ভাল লেগেছে।
ব্যাপার গুলো কতই না সত্যি, তার পরও সব ভুলে কত অবলীলায় জীবন যাপিত !!!!
খুব ইন্টারেস্টিং জীব মানুষ।
ভাল থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:২২
শতদ্রু একটি নদী... বলেছেন: খুব টাচি কবিতা ভাই। ভাল্লাগছে। মেলানো যায় জীবনের সাথে।