নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বালিকা-মা-জাটকা

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৮

আজ নববর্ষ,

১৪২২-

মা হবার অপার আনন্দে ভাসছে,

ও পাড়ার চপল মেয়েটা।



অথচ এই সেদিন-

১৪১২ তে-

সে ছিল রোগা-পটকা,

এক বালিকা।

মনের আনন্দে,

তেলে ভাসিয়ে,

ভাজছে আজ জাটকা।



আর একটু সময় দিলে,

বৈশাখের বলি,

না হলে,

জাটকা মা হয়ে,

সহস্র জাটকা হয়ে,

সহস্র মা হয়ে;

ভরে উঠতো,

সহস্র বাঙালীর,

পাতে পাতে!!

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভালোই লিখছেন শামসুল ভাই। :)

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ!!!
আপনি যে আমার মত অধমের লেখা কষ্ট করে পড়ছেন, এতেই ভাল লাগছে!

২| ১৫ ই মে, ২০১৫ রাত ১:৪২

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা

১৫ ই মে, ২০১৫ সকাল ১০:৪৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই!!!
আপনার লেখা গুলো আমার বেশ ভাল লাগে। কারণটা বোধ হয় এই, আপনার লেখার সহজ বোধ্যতা।
ভাল থাক

১৫ ই মে, ২০১৫ সকাল ১০:৪৫

শামছুল ইসলাম বলেছেন: ভাল থাকুন!!!

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: একটা সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতায়।
আমি কখনো বাজার থেকে জাটকা কিনিনা, শুধু এই কথাটা ভেবেই।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই পাঠ ও ঊৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য্‌।

আপনার অনুভূতিকে শ্রদ্ধা জানাই।

ভাল থাকুন। সবসময়।

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

আরজু পনি বলেছেন:

কবিতায় খুব ভালো মেসেজ দিয়েছেন ।
ধন্যবাদ, শামছুল ।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আরজু আপা পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

মানবী বলেছেন: চৌখের সামনে বেড়ে ওঠা চপল মেয়েটির মাতৃত্বের আনন্দ ‌আর জাটকা নিধনের অপকারিতা সম্পর্কে সচেতনতা নিয়ে লেখা চমৎকার কবিতা!
ধন্যবাদ শামছুল ইসলাম।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মানবী আপা পুরনো এই কবিতাটা পাঠ করার জন্য।

আপনার মন্তব্যে উৎসাহ পেলাম।

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.