![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
আজ নববর্ষ,
১৪২২-
মা হবার অপার আনন্দে ভাসছে,
ও পাড়ার চপল মেয়েটা।
অথচ এই সেদিন-
১৪১২ তে-
সে ছিল রোগা-পটকা,
এক বালিকা।
মনের আনন্দে,
তেলে ভাসিয়ে,
ভাজছে আজ জাটকা।
আর একটু সময় দিলে,
বৈশাখের বলি,
না হলে,
জাটকা মা হয়ে,
সহস্র জাটকা হয়ে,
সহস্র মা হয়ে;
ভরে উঠতো,
সহস্র বাঙালীর,
পাতে পাতে!!
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ!!!
আপনি যে আমার মত অধমের লেখা কষ্ট করে পড়ছেন, এতেই ভাল লাগছে!
২| ১৫ ই মে, ২০১৫ রাত ১:৪২
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা
১৫ ই মে, ২০১৫ সকাল ১০:৪৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই!!!
আপনার লেখা গুলো আমার বেশ ভাল লাগে। কারণটা বোধ হয় এই, আপনার লেখার সহজ বোধ্যতা।
ভাল থাক
১৫ ই মে, ২০১৫ সকাল ১০:৪৫
শামছুল ইসলাম বলেছেন: ভাল থাকুন!!!
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮
খায়রুল আহসান বলেছেন: একটা সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতায়।
আমি কখনো বাজার থেকে জাটকা কিনিনা, শুধু এই কথাটা ভেবেই।
২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই পাঠ ও ঊৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য্।
আপনার অনুভূতিকে শ্রদ্ধা জানাই।
ভাল থাকুন। সবসময়।
৪| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
আরজু পনি বলেছেন:
কবিতায় খুব ভালো মেসেজ দিয়েছেন ।
ধন্যবাদ, শামছুল ।
২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আরজু আপা পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।
ভাল থাকুন। সবসময়।
৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮
মানবী বলেছেন: চৌখের সামনে বেড়ে ওঠা চপল মেয়েটির মাতৃত্বের আনন্দ আর জাটকা নিধনের অপকারিতা সম্পর্কে সচেতনতা নিয়ে লেখা চমৎকার কবিতা!
ধন্যবাদ শামছুল ইসলাম।
২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মানবী আপা পুরনো এই কবিতাটা পাঠ করার জন্য।
আপনার মন্তব্যে উৎসাহ পেলাম।
ভাল থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০
শতদ্রু একটি নদী... বলেছেন:
ভালোই লিখছেন শামসুল ভাই।