নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃএকটু থামবে তোমরা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

একটু থামবে তোমরা,
গোলাগুলি বন্ধ করো,
শুনবে আমার কথা।

কে তুমি?

আমি শান্তির দূত,
তোমরা কি জান-
আয়লানরা আবার আসছে,
লাশ হয়ে,
সাগর বেলায়।

না,না,না-
আমরা কিচ্ছু জানিনা,
জানতে চাই না,
শুধু জিততে চাই,
যে কোন মূল্যে!!

একটু থামবে তোমরা,
বাতাস কেটে,
নিয়ে যাব-
কবরের দেশে,
সারি সারি শুয়ে আছে ওরা,
গভীর ঘুমের দেশে।

ঠিক আছে,
চলো যাই।

এই নাও সাদা গোলাপ,
আর দু’ফোটা অশ্রু-
ওরা কিছু পায়নি,
ওদের দিও।

দূত অবাক হয়,
দিয়ে ছিল দু’ফোটা করে,
হাটু গেঁড়ে,
দুই, চার, ছয়,..... করে-
ঝরছে অশ্রু মালা,
আয়লানদের কবরের পাশে।

চলো,
এবার যাই,
আসাদ ডাকছে,
আইএস ডাকছে।

না,না,না.....
আমরা যাব না,
গুলি চালাবো না,
ভাইয়ের বুকে আর!!!!!!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
শুক্রবার রাতে কোন একটা চ্যানেলে খবরটা স্ক্রল করছিল, "আয়লানদের মত শিশুরা আবার ভেসে উঠছে তুরস্কের সাগর তীরে"।
সারা রাত খুব খারাপ লেগেছিল, তাই সকালে উঠে একটু ল্যাপটপে বসা।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১

জেন রসি বলেছেন: না,না,না.....
আমরা যাব না,
গুলি চালাবো না,
ভাইয়ের বুকে আর!!!!!!

চমৎকার কবিতা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রসি ভাই।
গত দু'দিন একটু জ্বর জ্বর ছিল, তাই আজ সকালে অফিসে এসে আপনার আর হামা ভাইয়ের মন্তব্য দেখে খুব ভাল লাগল।
ভাল থাকুন। সবসময়।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন। সবসময়।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

শায়মা বলেছেন: আয়লান ভালো থাকুক না ফেরার দেশে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন। সবসময়।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

এম রাজু আহমেদ বলেছেন: আয়লানরা এভাবেই মরে পড়ে থাকে সাগর তীরে।
তাতে কারো কিছু যায় আসেনা।
নিজের স্বার্থটা শুধু পূরণ হলেই হলো।
খুব ভাল লিখেছেন কবি।
খুব ভাল লাগলো পড়ে।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি পাঠ ও সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

ভাল থাকুন। সবসময়।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

খায়রুল আহসান বলেছেন: এই নাও সাদা গোলাপ,
আর দু’ফোটা অশ্রু-
ওরা কিছু পায়নি,
ওদের দিও।
-- খুব ভালো লাগলো এ কথাগুলো।
অনেকদিন ধরে আপনাকে পাচ্ছিনা, কবি। ভালো আছেন তো?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই পাঠে ও সুন্দর মন্তব্যে।

নিয়মিতভাবে অনিয়মিত হয়ে গেলাম।

আমি ভালই আছি ।

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.