নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অ্যামনেস্টি না ন্যাস্টি

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৩

‘অ্যামনেস্টি’ নামটা ছোট করে,
‘ন্যাস্টি’ নামে ডাকতে চাই,
এ আমার ঘৃণার উচ্চারণ;
যখন শুনি,
ওরা বিচার চায়-
আমাদের গৌরব, অহংকার,
একাত্তরের ‘মুক্তিযোদ্ধাদের’;
আর মুক্তি চায়-
ঘৃণিত, কলংকিত,
একাত্তরের ‘মানবতাবিরোধীদের’।

‘অ্যামনেস্টি’ নামটা ছোট করে,
‘ন্যাস্টি’ নামে ডাকতে চাই,
এ আমার ঘৃণার উচ্চারণ;
যখন শুনি,
আজও তোমাদের তথাকথিত সভ্যদেশে বিচারে,
মানুষের মৃত্যুদন্ড হয়,
তখন
তোমাদের মানবিকতা কোথায় লুকায়?
অথচ
বাংলাদেশে ‘মানবতাবিরোধীদের’ মৃত্যু রায়ে,
তোমাদের মানবিকতা উথলে উঠে।

‘অ্যামনেস্টি’ নামটা ছোট করে,
‘ন্যাস্টি’ নামে ডাকতে চাই,
এ আমার ঘৃণার উচ্চারণ;
যখন শুনি,
তোমাদের তথাকথিত সভ্যদেশ কলকাঠি নাড়ে,
ইরাক, আফগানিস্তান, সিরিয়ায়-
শিশু,নারী, মানুষ ছিন্ন-ভিন্ন হয়,
বোমার আঘাতে;
সে আঘাতে টলেনা তোমাদের মানবিকতা।

‘অ্যামনেস্টি’ নামটা ছোট করে,
‘ন্যাস্টি’ নামে ডাকতে চাই,
এ আমার ঘৃণার উচ্চারণ;
যখন সব দেখে, শুনে,
বুঝি
কবি নজরুলের কবিতাটা,
একটু বদলেছ তোমরা-
‘সবার উপরে স্বার্থ সত্য তাহার উপরে নাই’।



মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

দরবেশমুসাফির বলেছেন: ওরা বিচার চায়-
আমাদের গৌরব, অহংকার,
একাত্তরের ‘মুক্তিযোদ্ধাদের

মুক্তিযোদ্ধাদের বিচার চায় মানে?? তারা আসলে কি বলতে চায়?

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।

মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য যাদের হত্যা করেছিল, সাম্প্রতিক এক মন্তব্যে সংস্থাটি তার জন্য মুক্তিযোদ্ধাদের বিচারের মুখোমুখি করতে চাচ্ছে।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ‘সবার উপরে স্বার্থ সত্য তাহার উপরে নাই’।
এভাবেই চলছে বোধ হয় ।

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

শামছুল ইসলাম বলেছেন: কবিকে আমার ব্লগে সুস্বাগতম।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য প্রাণঢালা অভিনন্দন।

ভাল থাকুন। সবসময়।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

কিরমানী লিটন বলেছেন: ডিসি চামচা,ভিসি চামচা
চামচা বিচারপতি
চামচা ঘেরা স্বদেশ আমার
কেমনে থাকি সতি!!!

শুভকামনা রইলো ...

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কিরমানী ভাই।

চমৎকার প্রতিবাদী কবিতা।

ভাল থাকুন। সবসময়।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: কাহিনী কি? এরা আবার নতুন কইরা কি করলো? মানুষজন দেখি স্ট্যাটাস দিতেছে অনেক। আজকাল পেপার পড়িনা তেমন, টিভিও দেখিনা।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শতদ্রু ভাই।

খুব ব্যস্ত মনে হচ্ছে কোন প্রোজেক্ট নিয়ে।

পুরনো কাহিনীর সাথে নতুন উপাদান যোগ হয়েছেঃ
//মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য যাদের হত্যা করেছিল, সাম্প্রতিক এক মন্তব্যে সংস্থাটি তার জন্য মুক্তিযোদ্ধাদের বিচারের মুখোমুখি করতে চাচ্ছে।//

৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:

এরা এনজিও, দানের উপর চলে; কেহ টাকা দিয়েছে।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।

বোধ হয় বেশ মোটা অংকেরই দিয়েছে।

ভাল থাকুন। সবসময়।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ও আচ্ছা। এতে অবাক হওয়ার কিছু নাই। এরা আজীবন স্ববিরোধী কাজ কইরা আসতেছে। যা দেখা উচিত দেখেনা, দেখলেও না দেখার ভান করে। এদের সহ সকল এনজিওকে এইদেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর কইরা দেয়া উচিত। যা বলার দেশের বাইরে থেকে বলুক। বইলা শান্তি পাইলে, পাক

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শতদ্রু ভাই।

// যা বলার দেশের বাইরে থেকে বলুক। বইলা শান্তি পাইলে, পাক//---সহমত ।

ভাল থাকুন। সবসময়।

৭| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: আমিও তাই চাই। ঝাঁঝালো কবিতা। প্রতিবাদ হোক সবখানে। কাগজে-পত্রিকায়-ব্লগে।

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

কি-বোর্ড ছাড়া তো আমাদের আর কোন অস্ত্র নেই।

ভাল থাকুন। সবসময়।

৮| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: সবার উপরে স্বার্থ সত্য তাহার উপরে নাই- পাল্টে এখন এইটাই সত্য । সুন্দর কবিতা ।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

ভাল থাকুন। সবসময়।

৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার প্রতিবাদী কবিতা। অনেক ভাল লাগল। ধন্যবাদ

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকুন। সবসময়।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

জুন বলেছেন: সবার উপরে স্বার্থ সত্য তাহার উপরে নাই’।
যথার্থ ই বলেছেন কবি নজরুলের বদলে দেয়া কবিতায় শামসুল হক।
+

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জুনপা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

অন্ধবিন্দু বলেছেন:
শামছুল ইসলাম,
শব্দে শব্দে মানবিক আঘাতই করেছেন। তোমাদের তথাকথিত সভ্যদেশ কলকাঠি নাড়ে এতো উচিত কথা। যথেষ্ট তথ্য-প্রমাণের দেখা মেলছে। সবার উপরে সত্যটা সত্য হোক। উথলে উঠুক প্রকৃত মানবতা।

আপনাকে ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।

ঠিক বলেছেন,'উথলে উঠুক প্রকৃত মানবতা'।

ভাল থাকুন। সবসময়।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,



চরম সত্যটি বলে গেছেন ।
আমিও আপনার মতো বলতে চাই -
‘অ্যামনেস্টি’ নামটা ছোট করে,
‘ন্যাস্টি’ নামে ডাকতে চাই,
এ আমার ঘৃণার উচ্চারণ;

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই কবিতা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।

কবির পদচারণায় আমি আপ্লুত।

ভাল থাকুন। সবসময়।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

রমিত বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রমিত ভাই কবিতা পাঠ ও মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.