নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কাকে খোঁজে ?

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০



স্নেহের বৃত্ত, শাসনের বৃত্ত-
বাঁধতে পারেনি কিছুই ওকে,
তাই ও বৃন্তচ্যুত,
আশ্রয় ফুটপাতে।

বাবা গেছে চলে,
নতুন ঘর বেঁধেছে;
ঘর হারা মা,
তারে রেখে নানীর কাছে,
ছেড়েছে স্বদেশ,
বেশী রোজগার করে,
মা ও ছেলেকে দিতে যে হবে অন্ন,
বই-খাতা নিয়ে লেখা-পড়া করে,
ছেলে একদিন করবে যে তাকে ধন্য।

শীতার্ত রাতে বস্তির ঘরে,
অভুক্ত শীর্ণ নানী-
ছিন্ন-মলিন বস্ত্রে,
শীতে ঠক ঠক কাঁপে,
কাশির দমকে দমকে,
শরীর যে তার কাঁপে,
অসহায় নাতির কোমল হাতে,
শীর্ণ হাতখানি রেখে,
কী যেন খোঁজে,
মরণ পথযাত্রী নানীর চাহনী,
নিষ্পাপ-মায়াময়, ভয়-বিহ্বল নাতির চোখে।

তারপর থেকে-
ঠাঁই হয়েছে অবারিত ফুটপাথে,
হাত দু’টোকে বালিশ বানিয়ে,
চেয়ে রয় নীলাকাশে,
খুক-খুক করে কাশে,
আর খোঁজে,
নানী, না মাকে ?

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

গেম চেঞ্জার বলেছেন: আহাঃ কি, দুঃখের কথা। :(

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই।

ভাল থাকুন। সবসময়।

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

নীলসাধু বলেছেন: ভালো লেগেছে কবিতা।
ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নীলসাধু ভাই কবিতা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।
আমার ব্লগে আপনার আগমনে খুশীর প্রকাশটা বর্ণনাতীত।

ভাল থাকুন। সবসময়।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

কিরমানী লিটন বলেছেন: এ বেদনা অনেক গভীরের-নিষ্ঠুর বাস্তবতার-অনেক কষ্ট মনের গভীর ছুঁয়ে গেলো- অসাধারণ ভালোলাগার কবিতা,নির্মম বাস্তবের হাহাকার বেদনাকে উপজীব্য করে,কবিতার উপাখ্যান-সেতো বঞ্চিত স্বদেশের অতলের আর্তনাদ - স্যালুট প্রিয় শামছুল ইসলাম ভাই, সতত শুভকামনা রইলো ...

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

শামছুল ইসলাম বলেছেন: কিরমানী ভাই, আপনি এত সুন্দর করে কবিতাটা বিশ্লেষণ করেছেন যে, আমি মুগ্ধ।

সেদিন সকালে অফিসের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম।
খুক খুক কাশির শব্দে তাকিয়ে দেখি, চাইনিজের গেটে একটা ছেলে মাথার পিছনে দু'হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে।

ভাল থাকুন। সবসময়।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: বেদনা আর কঠিন বাস্তবতার কবিতা ভালো হইছে

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শতদ্রু ভাই কবিতা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

কামরুন নাহার বীথি বলেছেন: এর নাম কি বেচে থাকা!!!!! :( :( :(

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
নিষ্ঠুর হলেও সত্য।

ভাল থাকুন। সবসময়।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

জুন বলেছেন: অনেক কষ্ট হয় এসব ঝরে পরা ছিন্ন মুকুলদের কথা মনে হলে।
অনেক আবেগ নিয়ে লিখেছেন শামসুল ইসলাম। মন ছুয়ে গেল।
+

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জুনপা কবিতা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।

আসলেই ছিন্ন মুকুলদের দেখলে খারাপ লাগে।

ভাল থাকুন। সবসময়।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: শীতার্ত রাতে বস্তির ঘরে,
অভুক্ত শীর্ণ নানী-
ছিন্ন-মলিন বস্ত্রে,
শীতে ঠক ঠক কাঁপে,
কাশির দমকে দমকে,
শরীর যে তার কাঁপে,
অসহায় নাতির কোমল হাতে,
শীর্ণ হাতখানি রেখে,
কী যেন খোঁজে,
মরণ পথযাত্রী নানীর চাহনী,
নিষ্পাপ-মায়াময়, ভয়-বিহ্বল নাতির চোখে।


কবিতায় একটি কষ্ট কাহিনী তুলে এনেছেন। ভাল লাগল কাব্য কথামালা। ধন্যবাদ

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬

শামছুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবিতা পাঠ ও সুন্দর উৎসাহ ব্যঞ্ছক মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা। শেষ স্তবকটি বিষাদের রেশ রেখে গেলো।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই কবিতা পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।
আবারও ধন্যবাদ বুলস আইতে হিট করার জন্য।

ভাল থাকুন। সবসময়।

৯| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: আমরা শুধু দেখেই গেলাম।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

শামছুল ইসলাম বলেছেন: ব্যাপারটা কি শুধুই তাই?
আমার মনে হয়, এর প্রতিক্রিয়ায় আমি হয়ত ম্যানি ব্যাগের প্রতি আগের চেয়ে একটু দিল খোলা হবো ওরা হাত বাড়ালে।
হয়ত বাসায় আনতে পারব না, তবে একটা অপরাধ বোধ কাজ করবে।

ভাল থাকুন। সবসময়।

১০| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

সাবলীল মনির বলেছেন: দরদী মনের কথা, ভাল লাগল ।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মনির ভাই কবিতা পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

১১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

মানবী বলেছেন: কারো জীবন এতো ভীষণ কষ্টের যে অসহনীয় মনে হয়।

মানবিক কবিতার জন্য ধন্যবাদ শামছুল ইসলাম, ভালো লেগেছে পড়ে।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মানবী আপা কবিতা পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।

কারো কারো জীবনের এই করুন অধ্যায়ের জন্য অনেক সময়ই কিন্তু সে দায়ী নয়, নিষ্ঠুর নিয়তি তাকে অসহায় বানিয়ে ফেলে।

ভাল থাকুন। সবসময়।

১২| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর কবিতা , যদিও কষ্টের তবে আপনার বলার ভঙ্গিতে মুগ্ধ হলাম । ভালো থাকবেন ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।
আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

ভাল থাকুন। সবসময়।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

কঠিন বাস্তবতা !

মন খারাপ করা লেখা :(

+++++

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আরজু আপা কবিতা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।

দু'টো শব্দে পুরো কবিতাটা তুলে ধরেছেনঃ
//কঠিন বাস্তবতা !//

ভাল থাকুন। সবসময়।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখ গাঁথা কবিতা ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

মাহমুদ০০৭ বলেছেন: কঠিন বাস্তবতায় চোখ ।
মাহবুবুল আজাদ বলেছেন: আমরা শুধু দেখেই গেলাম।
আমার কথাও তাই ।
অল্পতেই আপনি পুরো চিত্র তুলে ধরেছেন ।
কবিতায় ভাল লাগা রইল ।
ভাল থাকবেন ভাই ।

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই কবিতা পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।
মাহবুবুল ভাইয়ের মত আপনার অনুভূতিতে নাড়া দিয়েছে জেনে ভাল লাগছে।

আশা করি, মাহবুবুল/মাহমুদ ভাইয়ের মত তরুণেরা অচিরেই এগিয়ে আসবে, পথ শিশুরা একটা ঠিকানা খুঁজে পাবে।

চেষ্টা করেছি পথ শিশুদের নিয়ে কিছু বলতে, এক দিন এই বঞ্চনার যাতনা হয়ত ওকে বিপথগামী করবে।

ভাল থাকবেন। সবসময়।

১৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৯

রুদ্র জাহেদ বলেছেন: একটি দুঃখ গাঁথা।কবিতা ভালো লেগেছে+

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই।

আপনি সময় নিয়ে আমার কবিতা কটা পাঠ করেছেন।
এবং উৎসাহ ব্যঞ্জক মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করেছেন, তাই আবারও ধন্যবাদ।

ভাল থাকুন। সবসময়।

১৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
+

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই কবিতা পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

১৮| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আবেগী কবিতায়...
অধিকারহীনদের কথা।

ভালো লাগলো :)

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই পাঠ এবং ছোট কিন্তু কার্যকরী মন্তব্যের জন্য।

ভাল থাকুন।সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.