নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নৈঃশব্দ

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

১.
এখন গভীর,
গভীর রাত,
নেই,
নেই কোন পিছুটান আর;
ন’টা, পাঁচটার-
আরদ্ধ চাকুরিটার।

২.
এখন গভীর,
গভীর রাত,
নেই,
নেই কোন যানজট আর;
পাঁচটা, সাতটার-
ঘরে ফেরার অসীম অপেক্ষার।

৩.
এখন গভীর,
গভীর রাত,
নেই,
নেই জেগে কেউ আর;
সংসার চাকায় পিষ্ট,
অঘোরে সে ঘুমায়।

৪.
এখন গভীর,
গভীর রাত,
নেই,
নেই কোন শব্দ আর;
এই তো সময় কবিতার,
নৈঃশব্দের গানে,
হৃদয় ভরিবার।


নোটঃ খায়রুল আহসান ভাইয়ের অনুরোধে পূর্বে প্রকাশিত এই কবিতাটি এডিট করতে গিয়ে বিপত্তিতে পড়ি। তাই আবারও পোস্ট করছি।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

সুলতানা রহমান বলেছেন: গভীর রাত কি তাহলে অনুভবের? ।
খুব ভাল লাগলো।
নৈঃশব্দ বানানটা ভেতরে ঠিক আছে মনে হয়।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

শামছুল ইসলাম বলেছেন: যান্ত্রিক এ জীবনে অবসর কোথায়?

কবিতা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন। সবসময়।



২| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

সাবলীল মনির বলেছেন: গভীর রাতটাকে একান্ত নিজের করে নেওয়ার চমৎকার প্রয়াস, ভাল লেগেছে ।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মনির ভাই পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

গেম চেঞ্জার বলেছেন: গভীর রাতের কোবতে ভালো হইছে।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

পরিশেষের অপেক্ষায় বলেছেন: গভীর রাতের কবিতা দিনে হলেও ভালো লাগল। ++++

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

শামছুল ইসলাম বলেছেন: চমকপ্রদ মন্তব্য করেছেন পরিশেষের অপেক্ষায়।

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

ভাল থাকুন। সবসময়।

৫| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবি লেখকদের অনেকেই বোধকরি '৪' এ বর্ণিত পরিবেশের জন্য অপেক্ষা করে থাকে। বর্ণনাটা খুব সুন্দর হয়েছে।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

শামছুল ইসলাম বলেছেন: খুব খাঁটি কথা বলেছেন আহসান ভাই।
তবে আজকাল ঘুমের সাথে ঠিক পেরে উঠছিনা।

ধন্যবাদ পাঠ ও সুন্দর মন্তব্যে।

ভাল থাকুন। সবসময়।

৬| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

শতদ্রু একটি নদী... বলেছেন: ৩ নং টা একটূ খাপ্পছাড়া, বাকীগুলো সুন্দর। :)

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শতদ্রু ভাই পাঠ ও গঠন মূলক মন্তব্যের জন্য।

বুঝতে পারছি, ভাবের প্রকাশটা ঠিক মত ফুটিয়ে তুলতে পারিনি।
আসলে আমি বুঝাতে চেয়েছি যে, গৃহের কর্তী সংসারের নানা কাজে সারা দিন এতই ব্যস্ত থাকে যে রাতের বেলা নিদ্রার কোলে ঢলে পড়েঃ

//সংসার চাকায় পিষ্ট,
অঘোরে সে ঘুমায়।//


ভাল থাকুন। সবসময়।

৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: প্রথম দুটো ভাল লেগেছে| তিন পড়িনি, চার খারাপ না

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠ ও গঠন মূলক মন্তব্যের জন্য।

ভাল থাকুন।সবসময়।

৮| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: এখন ভর
ভর দুপুর
আছে
আছে সবাই জেগে আর
কমেন্ট করে বেরায়
খোলে ব্লগের ঘর দুয়ার :-B

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই পাঠ ও চমৎকার কবিতার মাধ্যমে মন্তব্য করার জন্য।

আশা করি, ভর দুপুরের কথা গুলো আরো একটু বাড়িয়ে একটা কবিতা পোস্ট করবেনঃ

//এখন ভর
ভর দুপুর
আছে
আছে সবাই জেগে আর
কমেন্ট করে বেরায়
খোলে ব্লগের ঘর দুয়ার//


ভাল থাকুন। সবসময়।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এখন গভীর,
গভীর রাত,
নেই,
নেই কোন পিছুটান আর;
সময় সবটুকু আজ
ব্লগে ডুব দেবার।


সুন্দর কবিতায় ভালোলাগা রইল...+++

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মানুষ ভাই পাঠ ও ভালোলাগার অনুভুতি প্রকাশের জন্য।

আর আপনার সংযোজনকৃত কবিতাটাও খুব ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

জুন বলেছেন: অনেক অনেক ভালোলাগলো নৈঃশব্দ কবিতা শামসুল ইসলাম।
এখন সন্ধ্যা,
সন্ধ্যা রাত,
নেই,
নেই কোন শব্দ আর;
এখন সময় নেই
আর কাউকে মনে করার।

২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জুন আপা পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।

আপনার কবিতাটা সুন্দর হয়েছে।

ভাল থাকুন।সবসময়।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো লেগেছে ।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শহীদ ভাই।
আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম।

ভাল থাকুন। সবসময়।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪০

বাংলার ফেসবুক বলেছেন: এখন গভীর,
গভীর রাত,
নেই,
নেই কোন পিছুটান আর;
ন’টা, পাঁচটার-
আরদ্ধ চাকুরিটার।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠ ও মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লেখায় চমৎকৃত হলাম

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

শামছুল ইসলাম বলেছেন: মাহবুবুল ভাইয়ের চমৎকার মন্তব্যে আমিও চমৎকৃত হলাম।

ভাল থাকুন। সবসময়।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,



কবিতার একটি অন্যরকম প্রয়াস ।
এখন গভীর,
গভীর রাত,
নেই ......

এটাতেই সব নৈঃশব্দ লেগে আছে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস পাঠে ও সুচিন্তিত মন্তব্যে।

আপনার সুতীক্ষ্ম চোখ নৈঃশব্দটাকে ঠিক বের করে নিয়ে এসেছে।

বিজয়ের শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.