নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের মাসে

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯



কিছু ছবি হৃদয় দিয়ে পড়তে হয়, শুধু চোখের দেখায় তার অনেক কিছুই আড়ালে পড়ে থাকে।
পহেলা ডিসেম্বর থেকে সামুর প্রথম পাতায় দেখছি ছবিটা।

যখনই সময় পাই, সামুতে একটু ঢুঁ মেরে ছবিটার দিকে তাকিয়ে থাকি-পৃথিবীটা এত সুন্দর !!!!!!!!!!!!

সামুকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

অতঃপর হৃদয় বলেছেন: হুম।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

মানবী বলেছেন: সহমত :-)

বাংলাদেশের পতাকা দেখলে মন ভালো হয়ে যায়।

ভালো থাকুন সব সময়।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মানবী আপা সহমত পোষণ করার জন্য।

আমার মনের কথাটা বলেছেনঃ

//বাংলাদেশের পতাকা দেখলে মন ভালো হয়ে যায়।//

আপনিও ভাল থাকুন সবসময়।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

মানবী বলেছেন: মানুষ উপরের পদবীধারীকে অথবা বয়ঃজেষ্ঠকে আপা সম্বোধন করে থাকে, আমি আপনার তার কোনটিই নই :-)
আর মানবী যেহেতু আমার নাম নয়, নিক মাত্র তাই মানবী সম্বোধনে কোন অসন্মান হবার সম্ভাবনা নেই :-)

আন্তরিক শুভকামনা রইলো।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

শামছুল ইসলাম বলেছেন: আমার অফিসে ছোট/বড় সবাই সবাইকে ভাই/আপা বলে সম্বোধন করে।
সেই সূত্রেই সম্বোধনটা এসেছে।
যাই হোক, ব্লগে দেখছি নিকটা প্রাধান্য পাচ্ছে।

যেই দেশে, যেই নিয়ম।

আমিও নিক ব্যবহার করে আলাপচারিতা চালিয়ে যাব।

মানবী, ভাল থাকুন। সবসময়।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

আজাদ মোল্লা বলেছেন: কথা সত্যি , কিছু ছবি মনের কথা বলে ।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন। সবসময়।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: ছবি মনের ভাব প্রকাশ করে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

ভাল থাকুন। সবসময়।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

সুলতানা রহমান বলেছেন: আমাদের পতাকা সুন্দর! তাতে দ্বিমত নেই। তবে আপনার প্রো পিক ও সুন্দর!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যে।

বিজয়ের শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এবারের ব্যানারটা সত্যি অন্যরকম সুন্দর হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুন্দরের প্রশংসার জন্য।

ভাল থাকুন। সবসময়।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: ক্যালেন্ডারে ডিসেম্বর মাসটাই আমার সবচেয়ে প্রিয় মাস। বিজয়ের মাস, আনন্দের মাস, উল্লাসের মাস।
আর চুপিচুপি বলে রাখি, এটা আমার জন্মেরও মাস।

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

শামছুল ইসলাম বলেছেন: খুবই আনন্দ এবং ভাল লাগার খবর আহসান ভাই।

ডিসেম্বর মাস চলে গেলেও আমার পক্ষ থেকে আপনার জন্য একরাশ জন্মদিনের শুভেচ্ছা।

ভাল থাকুন। সুস্হ থাকুন । সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.