নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মাটির টান

১৮ ই মে, ২০১৭ বিকাল ৫:২৮


পাকা দালানে থাকি,
ভাবি না-
মিশতে হবে মাটিতে;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।

উর্ধ্বশ্বাসে ছুটি,
ভাবি না-
চেপে ধরতে পারে এই মাটি;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।

ব্যাংকে অঢেল টাকা,
ভাবি না-
গরীবের কথা;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।

হাওরের চাপা কান্নায়,
ভাবি না-
আমার দায়টুকু;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।

প্রশ্ন পেয়ে খুশি,
ভাবি না-
আমিও যে হচ্ছি দোষী;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।

দিনে দিনে লোভ বাড়ে,
সব খাই-
জমি, বাড়ি, টাকা, ...
ভাবি না-
যাবে না সঙ্গে কিছু;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।

ঘুম আসে চোখ জুড়ে,
ভাবি না-
যদি না জাগি;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।

অনেকেই নাই,
ভাবি না-
আমিও থাকবো না;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।

আমি মাটির তৈরি,
ভাবি না-
মিশবো মাটিতে আমি;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

রিয়াদ হোসেন সুভ্র বলেছেন: অসাধারন ছন্দের মিলন দাদা

১৯ শে মে, ২০১৭ সকাল ১১:০৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রিয়াদ ভাই । ছন্দটা আমার অজান্তেই কেমন করে যেন এসে গেছে !!!

২| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:১৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

১৯ শে মে, ২০১৭ সকাল ১১:০৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো ।

৩| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:২১

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৯ শে মে, ২০১৭ সকাল ১১:০৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা ।

৪| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো বেশ।

২৬ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হামা ভাই । আপনার ভালোলাগায় উৎসাহ পেলাম ।

৫| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:১৬

ওমর আল হাসান বলেছেন: ভালো লাগলো

২৬ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ওমর । আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম ।

৬| ০৮ ই জুন, ২০১৭ রাত ১১:২১

খায়রুল আহসান বলেছেন: অনুভবে নাই-
মাটির টানটা তাই ।
-- সুন্দর ভাবনা, সুন্দর ছন্দে সুলিখিত কবিতা।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৬

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর মন্তব্যে অনপ্রাণিত !
ধন্যবাদ খায়রুল ভাই ।

৭| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৫

তারুন্যের দামামা বলেছেন: বাহ,অসাধারন

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তারুন্যের দামামা ।

৮| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "মৃত্যুচিন্তা" মানুষের অগ্রসরতাকে মাঝেমাঝে থামিয়ে দেয় ।

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:১৫

শামছুল ইসলাম বলেছেন: হ্য়তো আপনার কথাই ঠিক । না হয় একটু পিছিয়েই থাকলাম । ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য ।

৯| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ৮:৩১

জুন বলেছেন: কবিতাটি যখন দিয়েছিলেন তখন থেকে প্রায় মাসের উপরে নেট বিপর্যয়ে ছিলাম শামসুল ইসলাম ।
দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে একদিন এটা আমরা খুব কমই ভাবি। সেই খৈয়ামের রুবাইএর ভাষায় বলতে হয়
দাও পিয়ালা প্রিয়া আমার অধরপুটে পুর্ন করে
যাক অতীতের অনুতাপ আর ভবিষ্যতের ভাবনা মরে
কাল কি হবে ভাববো কেন আজ বসে লো তাই
তার আগে সই এখান থেকে চলেই যদি যাই
বিচিত্র নয় তত
ফুরিয়ে যাওয়া অসংখ্য দিন নিরুদিস্ট যত-
তার ভিতরেই কোন অতীতের লুপ্ত স্মৃতির প্রায়
মিশিয়ে যাবো হায়...।

অথবা
সেইতো সখী মাটির কোলে
হবেই শেষে পড়তে ঢলে
তাই বলি আয় হিম অতলে
তলিয়ে যাবার আগে
ভোগ করে যাই প্রানটা হেসে
বুক ভরে নেই ভালোবেসে
এই জীবনের যে কটা দিন সামনে আজও জাগে
মাটির দেহ মাটির গেহে হবেই যেনো লীন
ধুলোর বোঝা মিশবে ধুলোয় এসে
সুর কি সুরা -গায়ক-আলোক সকল শোভাহীন
অন্তহারা অসাড় শীতল দেশে।

খৈয়ামের মত এমনটিও ভাবতে পারেন
ঘুটি তো কেউ কয়না কথা
নির্বিচারে নিরুপায়ে
খেলুড়েরই ইচ্ছে মত
ঘুরতে থাকে ডাইনে বায়ে
তোমায় নিয়ে খেলার ছলে
চাল ছেলেছেন আজকে যিনি
তোমার কথা সব জানা তার
সবার কথাই জানেন তিনি।


ইদানীং আপনি এবং ব্লগার খায়রুল আহসান বিভিন্ন লেখায় মৃত্যুকে নিয়ে খুব ভাবছেন দেখলাম । আমিও ইদানীং ঘুরে ফিরে তাই ভাবি।অবশ্য মৃত্যু চিন্তা আমাদের ভালো কাজ করতে সাহায্য করে ।
ভালোলাগা রইলো ।
+

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৪১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বিশদ মন্তব্যে।
ওমর খৈয়ামের কবিতা পড়ে ভালো লাগলে - কী গভীর অনুভব !!!

হ্যা, আপনার কথার সাথে একমত - মৃত্যু চিন্তা মানুষকে (যে ধর্মেরই হোক না কোন) খারাপ কাজ থেকে বিরত রাখে এবং ভালো কাজে উৎসাহ যোগায় ।
জীবনে যে টুকু ভালো কাজ করা যায়, তাই তো আখেরে কাজে লাগবে, বাকী সব তো ফাঁকাই রবে ।

মৃত্যু চিন্তার সাথে বয়সের বোধ হয় একটা যোগ আছে। মেঘে মেঘে বেলা তো অনেক হলে, পাড়ের কড়ি যোগাড়ের এই তো সময় ।

ভালো থাকুন । সুস্হ থাকুন ।

১০| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি !!!
প্লাসে অনুপ্রাণিত !!!

১১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৫

শামছুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!!

১২| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১২

নীলপরি বলেছেন: আমি মাটির তৈরি,
ভাবি না-
মিশবো মাটিতে আমি;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।


খুব ভালো লাগলো । পড়তে দেরী হয়ে গেলো । +++++

শুভকামনা ।

১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫

শামছুল ইসলাম বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

আপনার জন্যও শুভকামনা !!!

১৩| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো লাগল! বেশ ভালো!

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

১৪| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: @জুন,
আপনার তিনটে উদ্ধৃতিই খুব ভাল লেগেছে, গভীর জীবনবোধ থেকে সঞ্চারিত কবিতা।
কাকতালীয়ভাবে, আজই একটা কবিতা লিখে পোস্ট করলাম। এখানে এসে দেখি সেটা আপনার মন্তব্যের সাথে মিলে গেছে।
আমার লেখাগুলোয় আপনার উপস্থিতি সব সময়ের জন্যই একটা আনন্দের ব্যাপার।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১২

শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর কবিতা - পড়ে আসলাম ।
ধন্যবাদ মন্তব্যে !!!

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:



ছন্দে ছন্দে মনে করিয়ে দিলেন আমাদের সত্য আবাসের কথা । যেখানে ফিরতে হবে সুনিশ্চিত ।

ভাল লেগেছে ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

ফেরার চিন্তাটা মাথায় থাকলে, মনটা নিয়ন্ত্রণে থাকে । তাই 'ফেরা' নিয়ে ভাবি অবসরে !

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: ঘুম আসে চোখ জুড়ে,
ভাবি না-
যদি না জাগি;
অনুভবে নাই-
মাটির টানটা তাই ।[/sb
দারুণ :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।

এই একটা বিষয়ে (মৃত্যু) বেশী বলতে ইচ্ছে করে না ।
এড়িয়ে যেতে পারলেই যেন বেঁচে যাওয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.