![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
সব ঝিনুকেই মুক্তো থাকে না,
অল্প কিছুতেই থাকে;
সব লাইকেই হৃদয়ের ছোঁয়া থাকে না,
অল্প কিছুতেই থাকে;
সব ভালোবাসাতেই ভালোবাসা থাকে না,
অল্প কিছুতেই থাকে;
সব নদীই সাগরে মিশে না,
অল্প কিছুই মিশে;
সব জীবনই পূর্ণতা চায়,
অল্প জীবনই তা পায় ।
মো: শামছুল ইসলাম
তাং: ২৪/০৯/২০১৭
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
রবীন্দ্রনাথের একটা গানের কথা কানে বাজছিল,
"যে নদী মরুপথে হারালো ধারা
জানি হে জানি তাও হয় নি হারা॥" - এটা মনে করেই লেখা ।
যে নদী গুলো সরাসরি সাগরে মিশতে পারেনি, তাদের জন্যই লেখা ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: যেটাতে ভালবাসাই থাকে না তাকে ভালবাসা বলা যায়?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
ভালোবাসা আছে কি নাই তা কি সবাই সব সময় বুঝতে পারে?
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: সব নদী আসলেই সাগরে মেশে না । যেগুলি মিশেনা মধ্যপথে থেমে যায় সেগুলোকে ইন্টারমিটেন্ট রিভার বলে। স্থলভাগের অনেক জায়গা সিলেভেলের চেয়ে নিঁচু। সাধারণ সেসব ক্ষেত্রে অমনটা ঘটে । আমরা হাকালুকি হাওড়ে ক্ষুদ্র এমন নদী দেখেছি। যেগুলো কিছুদূর প্রবাহিত হয়ে থেমে গেছে।
এই কমেন্ট রেখে অন্যটি মুছে দিতে পারেন ।টাইপো আছে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।
সুন্দর একটা তথ্য দিয়েছেন । অশেষ কৃতজ্ঞতা্ ।
(আগেরটা মুছে দিলাম)
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
করুণাধারা বলেছেন: জীবনের কোন প্রাপ্তিই পুরো পাওয়া যায় না। খুব অল্প কথায় চমৎকার বলেছেন। ভাল লাগল।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
যথার্থ বলেছেন, "জীবনের কোন প্রাপ্তিই পুরো পাওয়া যায় না" । মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
সব কবিতাতেই তেমন মন্তব্য করা যায় না
অল্প কিছু কবিতাতেই করা যায় !!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।
কবি জী এস ভাইয়ের দীর্ঘ দিনের অভিজ্ঞতা লব্ধ মন্তব্য কবিতা বিষয়ে, সঠিক না হয়ে পারে না ।
অসম্ভব ভালো লাগায় অন্তর সিক্ত !!!
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,
সব কবিতাতেই মন্তব্য করার কিছু থাকেনা
অল্প কিছু কবিতাতেই থাকে !!!
( আগের মন্তব্যটার চেয়ে এটা মনে হয় , আপনার কবিতার বেশি গা ঘেসা !! )
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।
গোল পোস্টের দশ হাত দূর দিয়ে শট গেলেও আমার আপত্তি নেই । এক পোস্টে আপনার দুটা মন্তব্য পেয়েছি, এটাই আমার কাছে বিশাল পাওয়া ।
অশেষ কৃতজ্ঞতা !!!
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬
সুমন কর বলেছেন: সত্য কথন। +।
কেমন আছেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা ।
আপনার প্লাসে অনুপ্রাণিত ।
ভাল আছি আল্লাহর রহমতে ।
আপনি কেমন আছেন?
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন:
বাস্তব রূপ । ভাল লেগেছে কবিতা ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
আপনার ভালো লাগায় আন্তরিকতার ছোঁয়া পেলাম, অনুপ্রাণিত হলাম ।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৬ নং লাইকে কিন্তু হৃদয়ের ছোঁয়া আছে ভ্রাতা
হা হা হা
অল্পে অধিক কি ইহাকেই বলে???
++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯
শামছুল ইসলাম বলেছেন: শুধু ৬ নং নয়, সব নং-য়েই হৃদয়ের ছোঁয়া পেলাম ।
লেখা-লেখির শুরুর দিকে লাইকের খুব পাগল ছিলাম ।
সেটা এখন কেটে গেছে ।
যারা একান্তই আমার লেখা পছন্দ করে, শুধু তাঁদের লাইকের জন্যই আমার লেখা, প্রতীক্ষা - হোক না তা হাতে গোনা কয়েকটা ।
প্লাসে ও মন্তব্যে উৎফুল্ল ও অনুপ্রাণিত ।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৮
মার্কো পোলো বলেছেন:
কবিতা ছোট হলেও অসাধারণ কাব্যিক ছন্দের নিবেশ ঘটেছে। ভাল লেগেছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
সত্যি কথা বলতে কি, আমি লেখার সময় ছন্দের দিকে দৃষ্টি দেই না, ভাবটাই থাকে প্রধান । তবে ছন্দও তাতে অজান্তে যোগ হয়ে গেলে তো সোনায় সোহাগা ।
আপনার ভালো লাগায় অনুপ্রাণিত হলাম ।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় সুন্দর কবিতা লিখেছেন।
সব কথা দিয়ে কবিতা হয় না। আপনার বলা এবং সাজানো কথাগুলো দিয়ে হয়েছে।
কবিতায় ভাল লাগা + +
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
প্লাসে অনুপ্রাণিত ।
১২| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪
জুন বলেছেন:
সব জীবনই পূর্ণতা চায়,
অল্প জীবনই তা পায় ।
একথার পর আর বলার কিছু কি থাকে!
অপুর্নতাই সঙ্গী হয় জীবনের বাঁকে বাঁকে ।
সুন্দর কবিতায় অনেক ভালোলাগা শামসুল ইসলাম
+
০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪
শামছুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ !!!
আপনার এত সুন্দর মন্তব্যের পর আমারও কিছু বলার নাই, "অপুর্নতাই সঙ্গী হয় জীবনের বাঁকে বাঁকে ।"
প্লাসে অনুপ্রাণিত ভীষণ ভাবে ।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকে খুব একটা দেখা যায়না আজকাল।
কেমন আছেন ?
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই ।
আলহামদুলিল্লাহ, ভালো আছি !!!
কোন যেন ছন্দ খুঁজে পাই না । তাই তেমন একটা আসা হয় না ।
আমি গল্পের পোঁকা । এখানে তেমন ভালো গল্পের দেখা পাই না ।
আপনি কেমন আছেন?
১৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭
নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো লাগলো ।
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ !!!
আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি !!!
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: আমি গল্পের পোঁকা । এখানে তেমন ভালো গল্পের দেখা পাই না - "তেমন ভাল নয়" শ্রেণীর গল্পের মাঝে আমারও একটা গল্প গতরাতে যোগ হয়েছে। আশাকরি, তবুও পড়ে দেখবেন গল্পটা।
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪
শামছুল ইসলাম বলেছেন: নোটিফিকেশনের অবস্থা বেশ খারাপ ।
ঠিক মত পাই না । আমার ব্লগে ঢুঁকে তারপর অদেখা মন্তব্যে পেলাম আপনার মন্তব্য । অবশ্য এর আগেই আজ সকালে মন্তব্য করেছি আপনার গল্পে । ধন্যবাদ ।
১৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা লিখলেন না দর্শন চর্চা করলেন বুঝবার পারলাম না!
তয় লেখা খান ভালা লাগছে ব্রো!
+
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬
শামছুল ইসলাম বলেছেন: আমি বিজ্ঞানের ছাত্র । দর্শনের 'দ'ও জানি না ।
তয় যাই লিখছি, আপনার যে ভালো লাগছে, সেটাই পরম পাওয়া ।
ধন্যবাদ ।
১৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
প্রামানিক বলেছেন: সব জীবনই পূর্ণতা চায়, অল্প জীবনই তা পায় । বাস্তব কথা
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।
আপনার বোল্ডকৃত অংশটুকু আমারও প্রিয় ।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৫
হাফিজ হুসাইন বলেছেন: সুন্দর লিখেছেন। তবে সব নদীই কিন্তু সাগরে মেশে। সরাসরি না হলেও অন্য নদীতে মেশার মাধ্যমে