নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

#মফিজ_মিঞার_কথা

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬



#রম্য_রচনা

মফিজ মিঞাকে চিনিতে পারিতেছেন? ফেক আইডির এই যুগে উনাকে চেনাটা একটু মুস্কিল । তবে উনার একটা বৈশিষ্ট্যের কথা বলিলে আপনারা সবাই উনাকে বিলক্ষণ চিনিয়া ফেলিবেন । উনি বিবাহিত এবং গিন্নির হালকা-মাঝারি-ভারী খোটা খাইয়া অভ্যস্ত । সেদিন সন্ধ্যায় অফিস হইতে গৃহপালিত দুপেয়ে জীবের মত যথারীতি বাসায় ফিরিয়াছেন । মুখ-হাত ধুইয়া টেবিলে বসিয়াছেন মৃদু বা ভারী খোটাসহ গিন্নির এককাপ চায়ের জন্য । ওমা, মফিজকে অবাক করিয়া দিয়া একগাল হাসিয়া মফিজ গিন্নি চা আগাইয়া দিলেন । মফিজ একটু ভিরমি খাইলো । না জানি গিন্নি আবার কী আব্দার করিয়া বসে । ভয়ে ভয়ে মফিজ মুখে মেকি হাসি ফুটাইয়া তুলিয়া গিন্নির সাথে আলাপ চালাইয়া যায় ।
চা পর্ব শেষে মফিজ সেদিনের দৈনিক ইত্তেফাক নিয়া বসার জন্য উঠিয়া পড়ে । কোথাও পত্রিকাটি না পাইয়া রান্নাঘরে গিন্নির স্মরণাপন্ন হয় । সাথে সাথে গি্ন্নির মুখ ঝামটা, “আমি কী পত্রিকা নিয়া বসিয়া থাকি? আমার আর কোন কাজ নাই ।“
মফিজ বিরস বদনে ঘরে ফিরিয়া আসে । কী আর করা ! কিছু এমবি খরচ করিয়া সে মোবাইলের নেট ঘাটিয়া সেদিনের ইত্তেফাক পঠনে মনোনিবেশ করিল । শেষ পৃষ্ঠায় অন্যরকমে আসিয়া তাহার চক্ষু চড়ক গাছ । খবরের হেড লাইন, “বউয়ের যন্ত্রণায় জঙ্গলে বসবাস” ।
জনৈক ইংল্যান্ডবাসী ম্যালকম বউয়ের খোটার জ্বালায় অতিষ্ঠ হইয়া জঙ্গলকে আপন আবাস বানাইয়া মহাসুখে দিনাতিপাত করিতেছে ।
খবরটি পাঠ করিয়া মফিজ পত্রিকা হঠাত করিয়া নিখোঁজ হইবার এবং খোটা ছাড়া চায়ের যোগসূত্র আবিষ্কার করিয়া নিজের মনেই খানিকক্ষণ হাসিয়া লইলো । বুকের ভিতরে মিউঁ মিউঁ করা বিড়ালটি যেন মুহুর্তের মধ্যেই রয়েল বেঙ্গলের মত গর্জিয়া উঠিল । একবুক সাহস লইয়া মফিজ রান্না ঘরে উঁকি দিল সহাস্য বদনে ।
তাহাকে দেখিয়া গিন্নি বিরক্ত গলায় বলিল,
- এত হাসির কী হইল?
- না কিছু না । অনলাইনে আজকের ইত্তেফাকটি পড়িলাম ।
চোখ গরম করিয়া গিন্নি,
- যেন দেশ উদ্ধার করিয়া ফেলাইয়াছো?
- না, তাহা নয় । তবে ভাবিতেছি সুন্দরবনে যাইয়া বাকী জীবনটা কাটাইয়া দিব ।
মফিজের ধারণা ছিল এই কথার পর গিন্নি তাঁহাকে অনুনয়-বিনয় করিয়া কিছু বলিবে । কিন্তু মফিজ গিন্নি উল্টা ঝাড়ির সুরে বলিল,
- যাও, কিন্তু আর ফিরিতে পারিবা না ।
- হ্যাঁ, আমি তো না ফিরার জন্যই যাইতেছি ।
- রামপাল বিদ্যুৎ কেন্দ্র যে হইবে সে খবর জানো?
- জানি ।
- সুন্দরবন জঙ্গলের আয়ু আর কয় দিন । তারপর কই থাকবা?
মফিজ শুষ্ক মুখে ঘরে ফিরিয়া আসে ।
কিন্তু মফিজ মিঞা দমিবার পাত্র নহে । সে ম্যালকমের সহিত অনলাইনে যোগাযোগ করে । তাঁহাকে বাংলাদেশের সুন্দরবনে এক সপ্তাহ কাটাইয়া যাইবার জন্য অনুরোধ করে । কিন্তু ম্যালকমের কাছে এত আমন্ত্রণ আসিতেছে যে উনি সিডিউল দিতে প্রথমে অপারগতা প্রকাশ করিলেন । তখন বাধ্য হইয়া মফিজ বাঙালি কায়দায় কিছু তৈল মর্দন করিল । অগত্যা ম্যালকম রাজী হইল তবে তাঁহার পিএস বাগড়া দিল - সে ম্যালকমের মনে রয়েল বেঙ্গল টাইগারের ভীতি ঢুঁকাইয়া দিল । মফিজ সাম্প্রতিক বাংলাদেশ-দক্ষিন আফ্রিকার ক্রিকেট খেলার ফলাফল বিস্তারিত জানাইয়া পিএস এবং ম্যালকমকে এই বলিয়া আশ্বস্ত করিল যে, টাইগারের নখ-দন্ত ভোতা হইয়া গিয়াছে । ম্যালকম রাজী হয় তবে একদিনের জন্য । মফিজ মিঞা তাঁহার মফিজীয় বুদ্ধি দিয়া ইহা আগেই বুঝিতে পারিয়া ছিল যে, কামান চাহিলে পিস্তল পাওয়া যায় । আরও একটা মুস্কিল হইয়াছে, ম্যালকম শর্ত জুড়িয়া দিয়াছে কোন নারী সেখানে থাকিতে পারিবে না । মফিজ নিরুপায় হইয়া আমার শরণাপন্ন হয় । আমি তাঁহাকে অভয় দেই যে, আমি Men’z Only গ্রুপের একজন সদস্য । আমি এডমিনকে অনুরোধ করিয়া সকলকে এই আয়োজনে শরীক হইতে বলিব ।
সুতরাং কোন এক লাল শুক্কুর বারে আমরা Men’z Only গ্রুপের সদস্যরা সুন্দরবনে একত্রিত হইয়া ম্যালকমকে সংবর্ধনা দিব । বজ্রকন্ঠে আওয়াজ তুলিব “দুনিয়ার খোটা খাওয়া পুরুষ, এক হও।“

বি: দ্র: - Men’z Only গ্রুপের সদস্যদের প্রত্যেককে অনুরোধ করা যাইতেছে যে, গিন্নির মিষ্টি কথায় গদ গদ হইয়া ভুলেও ম্যালকমকে সম্বর্ধনার প্রোগামটি বলা যাইবে না ।

মো: শামছুল ইসলাম
তাং: ২৫/১০/২০১৭ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭

জোকস বলেছেন: “দুনিয়ার খোটা খাওয়া পুরুষ, এক হও।“

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
আসছেন তো সুন্দর বনে?

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

তারেক ফাহিম বলেছেন: =p~

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

আমি ইমো সম্বন্ধে অতি অজ্ঞ ।
ইমোটি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করিলাম ।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০

প্রামানিক বলেছেন: চমৎকার রম্য। খুব ভালো লাগল।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।

আগে কখনো রম্য লিখিনি ।
আপনার কথায় আরো লেখার প্রেরণা পেলাম ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

করুণাধারা বলেছেন: রম্য লেখার প্রথম প্রচেষ্টায় সফল হয়েছেন বলতে হবে। গল্পটা ভাল লাগল।

তবে খেটে খাওয়া পুরুষেরা সুন্দরবনে সদলবলে চলে গেলে ভালই হয়। খেটে খাওয়া অনেক নারীর হাড়ে বাতাস লাগবে!!

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

মন্তব্যে উৎসাহ পেলাম ।

হা...হা... না সেখানে যেয়েও তো ভরসা নেই । রামপালের কারণে সুন্দরবন হুমকির মুখে আছে ।
হাড়ে বাতাস লাগানোর সুযোগটা বোধ হয় পাচ্ছেন না । ম্যালকমের মত বুকের পাটা বঙ্গ সন্তানদের আছে বলে মনে হয় না । তাঁরা ব্লগ আর ফেস বুকেই শুধু প্রতিবাদের ঝড় বইয়ে দেয়!!!!

৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২১

সুমন কর বলেছেন: রম্য খারাপ লাগেনি। কেমন আছেন?
+।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

শামছুল ইসলাম বলেছেন: রম্য খারাপ লাগেনি জেনে ভালো লাগছে।

আলহামদুলিল্লাহ । আছি ভালোই ।
তবে ম্যালকমের সাহসিকতায় অভিভুত হয়ে একটা কিছু লেখার তাড়না অনুভব করলাম ।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা । খবরটা পড়িয়াছিলাম । তবে তার সাথে রম্য যেমন করিয়া লিখিলেন একদম মুগ্ধ করিয়া দিলেন । বেশ আরাম পেলাম পড়তে ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
খবরটা পড়ার পর থেকেই চিন্তা গুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল ।
অনেক বিষয় নিয়েই এমন ঘূর্ণী হয় মাথার ভিতর । আবার চলেও যায় । কী-বোর্ড হয়ে লেখার মুখ দেখে না । এবার সব অলসতা ত্যাগ করে ভাবলাম লিখেই ফেলি কিছু একটা ।
লেখাটা আপনাকে আরাম দিয়েছে জেনে ভীষণ ভালো লাগছে ।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,




রম্য হলেও আমাদের হতাশার সমসাময়িক ঘটনাগুলোকেও একহাত নিলেন । যে মেসেজ দেবার ছিলো তা পরিষ্কার ।
দেশের অঘটনগুলো আমাদের আসলেই "মফিজ" বানিয়ে রেখেছে ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।

আমি যে মেসেজটা দিতে চেয়ে ছিলাম সেটা আপনার অনুসন্ধানী চোখ এড়িয়ে যেতে পারেনি দেখে পরম আনন্দ হচ্ছে ।
"মফিজ" তো আমাদেরই একজন ।
তাঁকে দিয়ে আমি সেই অঘটনগুলোকে আলোয় আনতে চেয়েছি ।
হাসির আড়ালে যে দু:খ, তাকে আমি চিত্রিত করতে চেষ্টা করেছি ।

আবারও ধন্যবাদ, চমৎকার মন্তব্যে লেখাটাকে আলোকিত করার জন্য ।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!:)

টিপিক্যাল মফিজ মিয়র জন্য গল্পে ++!

জী এস ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করে বলছি, আপনি সবাইকে এক হাত দেখালেন কোথায়??
আপনিতো আসলে দেখিয়েছেন তিন হাত!:):):)

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বিলিয়ার ভাই ।

তিন হাত ক্যামনে নিলাম মাথায় ঢুঁকতাছে না?
একটু যদি ব্যাখ্যা করতেন?

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: আমি আগেই ভাবছিলাম এই জিনিসটা জিগইবেন!!:)

এইটাতো সহজ সবাই একহাত নেয় আফনে মেয়াভাই তাদের তিনগুন নিছেন!

এক গুনন তিন ইকুয়াল তিন!:)

অঙ্কটাতো সহজই ছিলো!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০

শামছুল ইসলাম বলেছেন: হা..হা..।

আমি অঙ্কে কাঁচা!!!!

আপনার মাথায় হরেক রকম বুদ্ধি!!!! হি...হি..।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: আমার মাথায় যে হরেক রকমের বুদ্ধি আপনি এইটাও তাইলে জানতেন না!!!!


আফনেতো দেখছি সাধারন গিয়ানেও কাঁচা মেয়াবাই!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

শামছুল ইসলাম বলেছেন: হ্যাঁ, মেয়াবাই, সাধারন গিয়ানেও আমি কাঁচা!

আসলে মেয়াবাই, আমি সব কিছুতেই কাঁচা!
তাই পাকনাদের সাথে থাইক্কা একটু পাকা হইতে চাই!
মেয়াবাই, আমার দিকে একটু সুনজর দিয়েন!

১২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: সব পুরুষই মনে হয় জীবনের কোন না কোন সময়ে মফিজ-ম্যালকমের মত জঙ্গল খোঁজে!
ভাল লিখেছেন। উপভোগ করলাম।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

শামছুল ইসলাম বলেছেন: হা..হা.. । আপনিও ভালো বলেছেন, "সব পুরুষই মনে হয় জীবনের কোন না কোন সময়ে মফিজ-ম্যালকমের মত জঙ্গল খোঁজে!"
আমিও উপভোগ করেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.