![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
গতকাল থেকেই ভাবছি – একুশ আমার কাছে কী?
হঠাৎ এতো বছর পর এই প্রৌঢ়ত্বে এসে এ কেমন ভাবনা?
বয়স বাড়ার সাথে সাথে ভাবনারা ঘিরে ধরে,
চিন্তারা আরো গভীর হয়,
মনটা জানতে চায় আসল সত্যটা ।
.
আমি ডুব দেই ভাবনার পুকুরে,
দেখি জলের গভীরে শৈশব,
রঙিন মোড়কে উজ্জ্বল,
থরে থরে সাজানো সেই দিন গুলি ।
.
আমি একুশে ফেব্রুয়ারীতে ফিরি,
শুনি, একটি গান বাজছে,
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো...;
দেখি বেদনায় মলিন এক বালককে ।
.
ফিরি কৈশোরে, একুশে, বাজছে সেই গানটা...
দেখি বেদনায় মলিন এক কিশোরকে ।
.
ফিরি যৌবনে, একুশে, বাজছে সেই গানটা...
দেখি বেদনায় মলিন এক যুবককে ।
.
ফিরি প্রৌঢ়ত্বে, বর্তমানে, এই একুশে, বাজছে সেই গানটা...
দেখি বেদনায় মলিন এক প্রৌঢ়কে,
চোখের জলে ভাসছে,
একটা কবিতা লিখছে,
একুশকে ভালোবেসে ।
.
একুশ আমার কাছে,
শত ভাই হারানোর বেদনা,
শত মায়ের কান্না,
গলার কাছে আটকে থাকা,
এক কান্নার অনুভূতি ।
.
.
মো: শামছুল ইসলাম
তারিখ: ২১/০২/২০১৮ ইং
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: একুশ আমার অহংকার। একুশ আমার স্বাধীনতা। একুশ আমার বিশ্বাস। একুশ আমার চেতনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
শামছুল ইসলাম বলেছেন: একুশ নিয়ে যে যে ভাবে ভাবতে পারে । সবার ভাবনা তো এক হবে না । তবে সবার ভাবনাই কিন্তু সুন্দর ।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
অনেকদিনের পরে কান্নার অনুভূতি নিয়ে এলেন , কেন ? সব বয়েসে একুশ একটা ভাবনা নিয়েই আসে --- একুশ আমার মুখের ভাষাকে আমার মুখেই রেখেছে ।
চাঁদগাজী র মতো বলি ---- একুশ হোক পড়ালেখা না-জনা বাংগালীদের জন্য কিছু করার দিন ।
আর সেলিম আনোয়ার এর মতো বলি ---- একুশ আমার স্বাধীনতা ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
শামছুল ইসলাম বলেছেন: সবার অনুভূতি এক হবে তা কী ঠিক? প্রত্যেকেই তাঁর জায়গা থেকে ঠিক - কেউ ভুল নয় ।
যখন থেকে গানটা শুনে আসছি, তার বেদনাময় দিকটাই আমাকে বেশী ভাবিয়েছে । গানটির প্রথম কিছু কথা আজ সকালেও মনটাকে ব্যথিত করেছে:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরা এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ।
আমি কি ভুলিতে পারি।
ধন্যবাদ ।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
প্লাস পেয়ে অনুপ্রাণিত ।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: আহা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
চাঁদগাজী বলেছেন:
একুশ হোক পড়ালেখা না-জনা বাংগালীদের জন্য কিছু করার দিন, বন্ধ হোক শুধু কবিতা লেখার দিন।