![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
.
তখন আমি খুব ছোট,
সাল-মাস-দিন,
মনে নেই কিছুই ।
.
শুধু মনে আছে,
জানালার ধারে বসে আছি-
আমি, বাবা, বড় আপা, …
মা হারা সাত ভাই-বোন ।
.
মিরপুর রোড ধরে,
ধানমন্ডি মাঠের পাশ ঘেঁষে,
ঠিক দ্বিপ্রহরের বেলা,
ধূলোয় অন্ধকার করে,
চলেছে শত শত মানুষের মেলা,
কণ্ঠে তাঁদের বজ্র শ্লোগান,
হাতে তাঁদের বাঁশের লাঠি ।
.
বিস্ময়ের ঘোর কাটে না বালকের,
মানুষ আসছে তো আসছেই,
যেন তার শেষ নেই ।
.
.
শেষ নেই, শেষ নেই,
সেদিনের সেই কালজয়ী ভাষণের;
শেষ নেই, শেষ নেই,
সেদিনে বজ্রকণ্ঠ সেই মানুষের;
শেষ নেই, শেষ নেই.
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ।
.
মো: শামছুল ইসলাম
৭ মার্চ ২০১৮
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা ।
২| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৮
ওমেরা বলেছেন: ভাল লাগল।
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।
৪| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: বেশ।
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৩
সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।