![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
তার সাথে সপ্তাহে পাঁচ দিন দেখা হতো,
সহাস্য সালাম দিয়ে কথা হতো,
দেশ-রাজনীতি-ধর্ম,
আরও কত কিছু নিয়ে ।
.
হতো কত রসিকতা,
সকালে চা-বিস্কুট খেতে খেতে,
কিংবা দুপুরে খাবার টেবিলে,
হাসি ভরা সকাল-দুপুর-বিকাল ।
.
বাসায় ফিরেও হতো তার কথা,
স্ত্রীর সাথে,
তার বুদ্ধিমান,দুষ্টু ছেলের কথা,
যে মায়ের পায়ের নীচে বেহেশতে আছে কী-না,
দেখতে চেয়েছিল;
ডাক্তার ভাবীর কথাও হয়-
যেন পরিবারেরই আপন কেউ ।
.
যোহরের নামায শেষে,
সবাই একত্র হওয়ার জন্য অপেক্ষা,
কখনো জুতা চুরি হওয়া,
পাশের এপেক্স থেকে সস্তা স্যান্ডেল কিনে,
চোরকে নিয়ে মজার কথা বলতে বলতে অফিসে ফেরা ।
.
পেশায় সে বুয়েট ইঞ্জিনিয়ার,
সিমেন্ট নিয়ে তাঁর যত কারবার,
তবু ক্লান্তি নেই তাঁর,
যখন-তখন সহকর্মীদের প্রেশার মাপবার ।
.
হঠাৎ এক সকালে,
এক সহকর্মী প্রেশার মেপে,
চক্ষু তাঁর চড়ক গাছ;
গাড়িতে রোগীকে নিয়ে দে ছুট,
ভাবে,
ইউনাইটেড হাসপাতাল আর কত দূর?
.
মৃত্যুর কাছ থেকে ফিরে আসার আনন্দে,
সেই সহকর্মী,
এখনো স্মরণ করে তাঁকে,
আমিও ভুলতে পারি না কিছুতেই,
সদাহাস্যময় নিবেদিত প্রাণ তাঁকে ।
.
পিকনিক, টিম বিল্ডিং-
কোথায় নেই সে,
গত বারটি বছরে ।
.
অসংখ্য স্মৃতি,
স্মৃতিভরা পেয়ালার মতো,
আমি তাই পান করি,
আকণ্ঠ।
.
চলে গেলে,
সে যে আরো প্রিয় হয় জানতাম,
কত বেশী প্রিয় হয়,
জানা ছিল না ।
.
পৃথিবীটা গোল,
তাই কোথাও আবার হবে দেখা,
প্রায় নিশ্চিত ।
.
সে আমার সহকর্মী,
তার বেশী নয়,
বিদায় বেলায় বুঝলাম,
সে তার চেয়ে আরো বেশী কিছু,
সে যে হৃদয়ের কাছাকাছি,
একই মতের,
স্পষ্টভাষী এক বন্ধু ।
.
.
মো: শামছুল ইসলাম
২২ মার্চ ২০১৮
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই । ঠিক বলেছেন, এমন হৃদয়ের কাছাকাছি বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার ।
২| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫১
আকিব হাসান জাভেদ বলেছেন: এমন স্পষ্টভাষী রিদয়বান সমকর্মী থাকাটাই অনেক কিছু। স্মৃতি চারনে আমার ও সহকর্মীর কথা মনে পড়লো। অনেক দিন কাছে থেকেও দূরে আছে। আড্ডা খানায় সবাই আছে শুধু নেই।ভালো লাগলো লেখাতে। সুন্দর।
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আকিব ভাই । এমন বন্ধুর স্মৃতিচারণে মন ভালো হয়ে যায় ।
৩| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো কবিতা +
২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই । প্লাস পেয়ে অনুপ্রাণিত ।
৪| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগল কবিতা
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পাঠ ও মন্তব্যে ।
৫| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩
সুমন কর বলেছেন: অন্য রকম ফ্লেভার !! পড়তে দারুণ লাগল।
+। শুভ দুপুর।
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯
শামছুল ইসলাম বলেছেন: শুভ দুপুর । অন্য রকম ফ্লেভার দিতে পেরে ভালো লাগছে । প্লাসে অনুপ্রাণিত ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮
খায়রুল আহসান বলেছেন: হৃদয়ের কাছাকাছি স্পষ্টভাষী বন্ধুকে নিয়ে লেখা এ কবিতাটি পড়ে খুব ভাল লাগলো। এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, জীবনের সম্পদ।
কবিতায় ভাল লাগা + +