![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
ছবি? তুলেছিল কী দু'একটা?
অনাদরে, অবহেলায়, অভাবে-
হারিয়ে গেছে কোথায়,
কেউ খোঁজ রাখেনি ।
.
আমিও এতোই ছোট ছিলাম,
আঁকতে পারিনি কোন ছবি তাঁর,
ছোট্ট হৃদয়ে আমার ।
.
ছবি নেই, শুধু আছে-
আধো-আধো কিছু স্মৃতি,
তবুও ঝাপসা হয়ে আসে দৃষ্টি,
মা-
তুমি কেমন মায়াময় সৃষ্টি?
.
মো: শামছুল ইসলাম
১৩ মে ২০১৮
১৪ ই মে, ২০১৮ রাত ১২:১৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নিজাম ভাই ।
নিরন্তর শুভ কামনা মায়েদের জন্য ।
২| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা গড়েছেন ভাই, মুগ্ধ আপনার কথামালায়।
মা তুমি নশ্বর নও কভু
অবিনশ্বর মহা'জাগতিক পৃথিবীপৃষ্ঠে
১৪ ই মে, ২০১৮ রাত ১২:২০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই ।
মাকে নিয়ে লেখা আপনার দু'টো চরণ ভালো লেগেছে ।
৩| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:১৯
ওমেরা বলেছেন: আমারও মা নেই তবে বেশী না কয়েটা ছবি আছে ।আমার জন্মের পরপর আম্মুর বুকের উপর আমি একটা ছবি আছে , ছবি যখনই দেখি মনে শুধু আফসোসই লাগে এভাবে আম্মুকে আমি কখনো জরিয়ে ধরতে পারব না ।
আপনার মা আমার আম্মু কে আল্লাহ ভাল রাখুন । আমীন !
১৪ ই মে, ২০১৮ রাত ১২:২৫
শামছুল ইসলাম বলেছেন: আমীন ।
কিছু কিছু ছবি, হাজার ছবির চেয়েও প্রিয়, মূল্যবান ।
দ্য ভিঞ্চির আঁকা ছবির চেয়েও সুন্দর ।
ধন্যবাদ ওমেরা ভাই ।
এমন ছবির স্মৃতি নিয়ে কেটে যাক সারাটা জীবন ।
৪| ১৪ ই মে, ২০১৮ রাত ২:০১
অর্থনীতিবিদ বলেছেন: মা তো মা-ই। মায়ের স্মৃতি কি আর মলিন হয় কখনো? মায়ের জন্য শুধুই ভালোবাসা।
১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৫৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই । সুন্দর বলেছেন, মা তো মা-ই ।
৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর · আল কুরআন।
১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৪২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
৬| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: এই টাই হলো মা। মায়েরা এমন ই হয়।
১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৪৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।
৭| ১৫ ই মে, ২০১৮ সকাল ৯:৩৭
সুমন কর বলেছেন: চমৎকার এবং +।
১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা ।
প্লাসে পেয়ে অনুপ্রাণিত ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৮ রাত ১১:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মায়েদের জন্য শুভকামনা![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)