নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতা: মা

১৩ ই মে, ২০১৮ রাত ১১:৪৩


ছবি? তুলেছিল কী দু'একটা?
অনাদরে, অবহেলায়, অভাবে-
হারিয়ে গেছে কোথায়,
কেউ খোঁজ রাখেনি ।
.
আমিও এতোই ছোট ছিলাম,
আঁকতে পারিনি কোন ছবি তাঁর,
ছোট্ট হৃদয়ে আমার ।
.
ছবি নেই, শুধু আছে-
আধো-আধো কিছু স্মৃতি,
তবুও ঝাপসা হয়ে আসে দৃষ্টি,
মা-
তুমি কেমন মায়াময় সৃষ্টি?
.

মো: শামছুল ইসলাম
১৩ মে ২০১৮

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মায়েদের জন্য শুভকামনা:)

১৪ ই মে, ২০১৮ রাত ১২:১৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নিজাম ভাই ।
নিরন্তর শুভ কামনা মায়েদের জন্য ।

২| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা গড়েছেন ভাই, মুগ্ধ আপনার কথামালায়।

মা তুমি নশ্বর নও কভু
অবিনশ্বর মহা'জাগতিক পৃথিবীপৃষ্ঠে

১৪ ই মে, ২০১৮ রাত ১২:২০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই ।

মাকে নিয়ে লেখা আপনার দু'টো চরণ ভালো লেগেছে ।

৩| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:১৯

ওমেরা বলেছেন: আমারও মা নেই তবে বেশী না কয়েটা ছবি আছে ।আমার জন্মের পরপর আম্মুর বুকের উপর আমি একটা ছবি আছে , ছবি যখনই দেখি মনে শুধু আফসোসই লাগে এভাবে আম্মুকে আমি কখনো জরিয়ে ধরতে পারব না ।

আপনার মা আমার আম্মু কে আল্লাহ ভাল রাখুন । আমীন !

১৪ ই মে, ২০১৮ রাত ১২:২৫

শামছুল ইসলাম বলেছেন: আমীন ।

কিছু কিছু ছবি, হাজার ছবির চেয়েও প্রিয়, মূল্যবান ।
দ্য ভিঞ্চির আঁকা ছবির চেয়েও সুন্দর ।

ধন্যবাদ ওমেরা ভাই ।
এমন ছবির স্মৃতি নিয়ে কেটে যাক সারাটা জীবন ।

৪| ১৪ ই মে, ২০১৮ রাত ২:০১

অর্থনীতিবিদ বলেছেন: মা তো মা-ই। মায়ের স্মৃতি কি আর মলিন হয় কখনো? মায়ের জন্য শুধুই ভালোবাসা।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৫৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই । সুন্দর বলেছেন, মা তো মা-ই ।

৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর · আল কুরআন।

১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৪২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।

৬| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: এই টাই হলো মা। মায়েরা এমন ই হয়।

১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৪৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।

৭| ১৫ ই মে, ২০১৮ সকাল ৯:৩৭

সুমন কর বলেছেন: চমৎকার এবং +।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা ।
প্লাসে পেয়ে অনুপ্রাণিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.