![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
বিশ্বকাপ ২০১৮ চলছে রাশিয়ায়,
অনেক নাম-দামী তারকাই খসে পড়েছে,
মেসি নেই, রোনালদো নেই,
তবে একজন নেই এখনো আছে ।
প্রতিপক্ষের নির্মম ফাউলের শিকার হয়ে,
বারবার মাটিতে লুটিয়ে পড়ছে,
আবার উঠে দাঁড়াচ্ছে,
যেন সদ্য হাঁটতে শেখা এক শিশু ।
শত বাঁধা পেরিয়ে,
১৫ জুলাইয়ের মঞ্চে আলো ছড়িয়ে,
মস্কোর আকাশ আলোকিত করে,
পারবে কী নেই বলতে,
“আমি আছি, ভক্তবৃন্দ ।“
মো: শামছুল ইসলাম
০১ জুলাই, ২০১৮
০১ লা জুলাই, ২০১৮ সকাল ৮:৩১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই ।
২| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬
সিগন্যাস বলেছেন: বাহ ভাল বলেছেন।একটা নেই এখনো টিকে আছে
০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:০৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । হাঁ..হাঁ.. একটা নেই এখনো টিকে আছে ।
৩| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: আহা মিলিয়ে মিলিয়ে ভালো লিখেছেন।
বিশ্বকাপ ইতিহাসের আর্জেন্টিনার সবচেয়ে বাজে ডিফেন্স এবং গোলকিপার.. কষ্ট লাগছে না, কারন বাজে একটা দল যা বরাবর বলে আসছিলাম.
০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । আপনার সাথে একমত । রক্ষণের অবস্থা খুব শোচনীয়। গোল দিয়ে সেই গোলটা ধরে রাখতে না পারলে পরাজয় অবশ্যম্ভাবী ।
৪| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:০০
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
সব "নেই" -"নেই" করতে করতে একখানা " নেই" এখনও আছে । দেখা যাক সেখানাও শেষতক থাকে কিনা !
০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:৪৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই । হা... হা.. ঠিক ধরেছেন । ২ জুলাইয়ের পর সব "নেই" হয়ে যায় কি-না সেই চিন্তা করে তড়িঘড়ি করে লেখাটা পোস্ট করলাম ।
৫| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:২৯
রাকু হাসান বলেছেন: সদ্য হাঁঠতে শেখা শিশু কে
০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:৫১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । যাকে ল্যাং মার-তে নেই = নেইমার !!!
৬| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬
সুমন কর বলেছেন: হাহাহাহ..........ভালো লিখেছেন।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা । হা..হা.. জাস্ট হ্যাভ এ ফ্যান ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৮ সকাল ৭:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।