নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতা: আমি হায়েনার হাসি দেখিনি

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩১

নদীমাতৃক মায়াময় এই দেশ,
রূপসা নদীর তীরে সুন্দর বন,
সেখানেও নেই কোন হিংস্র হায়েনা -
ওদের দেখতে হলে যেতে হবে আফ্রিকায়,
ঘন জঙ্গলে ।
.
অত টাকা কোথায় মশাই?
কেমনে যাব আফ্রিকায়?
নুন আনতে পান্তা ফুরায়।
.
তবে ঘুরে আসুন বাংলার সড়ক-মহাসড়কে,
দেখা পেয়ে যাবেন হায়েনাদের ।
.
কী বলছেন মশাই?
সড়কে তো থাকে যাহবাহন ।
ওটা যারা চালায়, দেখেছেন তাদের?
.
হুম, পায়েলের কথা মনে আছে?
ওর মৃতদেহে ছিল হায়েনাদের থাবা ।
.
দূর, সে তো ক- বে- কা-র কথা,
এতো কী আর থাকে মনে?
.
হুম, র‍্যাডিসন হোটেলের বিপরীতে,
কুর্মিটোলা হাসপাতালের যাত্রী ছাউনি দেখেছেন?
.
উফ, আর বলবেন না - কী বিভৎস!
.
.
.
না, তাও যাবেন ভুলে,
হায়েনাদের বিশাল থাবায়,
নিত্য নতুন ঘটবে ঘটনা,
হবে সংবাদ সম্মেলন,
হাসবে কোন এক হায়েনা।
.
আমি হায়েনার হাসি দেখিনি,
দেখেছি মানুষ রূপী হায়েনার হাসি,
বুঝে গেছি,
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ।
.
.
মো: শামছুল ইসলাম ।
৩০ জুলাই ২০১৮

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ব্লগ মাস্টার ভাই ।
দেশটার যে কী হচ্ছে?

২| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: ওরে থাবরাইয়া কেউ দাঁত ফালাইয়া দেয় না কেন?

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

শামছুল ইসলাম বলেছেন: থাবড় দেওয়ার মতো কেউ নাই । তাই এতো হাসি ।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২২

সিনথিয়া আফরিন বলেছেন: অব্যক্ত অনুভূতিগুলো কবিতায় রুপ দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে ।।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
চেষ্টা করেছি । হৃদয়ে ক্ষরণ হচ্ছিল, তাই কিছু একটা লেখে বেদনা লাঘবের চেষ্টা ।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

করুণাধারা বলেছেন: শেষ কথাটাই পরম সত্য, না এই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এসব ঘটনা ঘটতেই থাকবে, কোন প্রতিকার হবে না। হায়েনারা বিভৎস হাসি হাসতেই থাকবে।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । অনেক দু:খে শেষের কথাটা লিখেছি । তবে মনে মনে আশা, অত্যাচারির পতন হবে, মানুষ সুবিচার পাবে।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

আরাফআহনাফ বলেছেন: বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।
সঠিক, সঠিক, সঠিক।

বড্ড অসময়ে জন্মগ্রহন করে ফেলেছিলাম! ! ! !

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

বড্ড অসময়ে জন্মগ্রহন করে ফেলেছিলাম! ! ! ! - তাই এতো দুর্ভোগ, প্রাণ নাশ ।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে। :(

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।
কবে পাবো সুবিচার মোরা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.