![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
আমি আসাদের রক্তমাখা শার্ট দেখিনি
উনসত্তরে,
আমি দেখেছি কোন এক আসাদের
রক্তমাখা সাদা শার্ট,
একজোড়া রক্তমাখা সাদা কেডস,
একটি রক্তাক্ত হাত,
এই আঠারোতে ।
.
উনসত্তরের আসাদ আবার ফিরে এসেছে
আঠারোতে,
কথাছিল বন্দী থাকবে মুঠোফোনে,
নেটে,
মীম-করিমের রক্তাক্ত লাশ,
আসাদকে জাগিয়ে তুলেছে,
ওদের রক্তের ঋণ শোধরাতে,
অসংখ্য আসাদ আজ রাজপথে ।
.
আসাদদের দাবী মেনে নাও,
ওদের সাদা শার্ট, কেডস-
আর রক্তে রাঙিয়ো না ।
.
আসাদেরা রক্ত চক্ষুকে ভয় পায় না,
রক্ত দিতে ভয় পায় না,
আসাদেরা আপোষ করতে জানে না,
ওরা অপরাজেয় চিরকাল,
মরেও অমর অনাদিকাল ।
.
মো: শামছুল ইসলাম
৩১ জুলাই ২০১৮
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:১৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । সেই কষ্টের কথাটাই শেয়ার করলাম ।
২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
আজকেও কুমিল্লায় দুর্ঘটনা ঘটেছে। ঢাকাতেও ঘটছে।
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০০
শামছুল ইসলাম বলেছেন: নামকা ওয়াস্তে শাস্তির বিধান রেখে যে আইন পরিবহন শ্রমিকরা পাশ করিয়ে নিয়েছে, তাতে দুর্ঘটনা কমার কোন সম্ভবনা নেই ।
৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৫০
blogermassud বলেছেন: ভালো উপস্থাপন।
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই ।
৪| ০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৪
স্রাঞ্জি সে বলেছেন:
যুবারা জেগে উঠুক আবার, এই স্বৈরচারী বিরুদ্ধে।
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
যুবারা জেগে উঠুক আবার, এই স্বৈরচারী বিরুদ্ধে। - স্বৈরাচার নিপাত যাক ।
৫| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:১৪
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা ।
৭| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর, বেশ লিখেছেন ।
০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই - পাঠ ও মন্তব্যে ।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় কষ্টদায়ক দূর্ঘটনা।