নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতা: একত্রিশটা বছর

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২


'৬৮ তে তুমি,
আর '৯৯ তে বাবা,
চলে গেলেন ।
ভাবতে পারো তুমি,
একত্রিশটা বছর তোমাকে ছাড়া,
মুরগি যেমন আগলে রাখে তার বাচ্চাদের,
তেমনি আগলে রেখেছিল আমাদের,
কাউকে আনেনি সে,
সেই ঘরে,
সেটা তোমারই ছিল।
.
এতোটা বছরের জীবনে,
কিছুই হয়তো পাওনি,
একত্রিশটা বছর সে তোমাকে রেখেছে,
তার হৃদয়ের ভাঙ্গা তাজমহলে,
রাণী করে,
তাঁর দীনহীন সাম্রাজ্যে।
.
আজ দুজনে শুয়ে আজিমপুরে,
আমি আসি মাঝে মাঝে,
তোমাদের কিছুটা যদি নিতে পারি,
জীবনের পাথেয়ের সন্ধানে,
এক ভিখিরী সন্তান আমি।
.
কামনা করি,
ওপারের জীবনে,
বেহেশতে,
সুন্দর পালঙ্কে যেন দেখা হয় তোমাদের,
দীর্ঘ বিচ্ছেদ যেন ভরে যায় খুশিতে ।
.

১ সেপ্টেম্বর ২০১৮

মো: শামছুল ইসলাম

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো বাবা মা'র শূন্যতা অনুভব

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই ।
আসলেই এ এক বিশাল শূন্যতা ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:

মাবাবার বিচ্ছেদ কারো সুখকর নই। ওরা ওপারে ভাল থাক। এই কামনা।

কবিতা ভাল লাগা রেখে গেলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
আপনার ভালো লাগাটুকু সঞ্চিত থাকবে মনের গহীনে ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

চাঙ্কু বলেছেন: একত্রিশটা বছর? বেশ লম্বা সময়!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । হ্যাঁ, বেশ লম্বা সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.