![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
'৬৮ তে তুমি,
আর '৯৯ তে বাবা,
চলে গেলেন ।
ভাবতে পারো তুমি,
একত্রিশটা বছর তোমাকে ছাড়া,
মুরগি যেমন আগলে রাখে তার বাচ্চাদের,
তেমনি আগলে রেখেছিল আমাদের,
কাউকে আনেনি সে,
সেই ঘরে,
সেটা তোমারই ছিল।
.
এতোটা বছরের জীবনে,
কিছুই হয়তো পাওনি,
একত্রিশটা বছর সে তোমাকে রেখেছে,
তার হৃদয়ের ভাঙ্গা তাজমহলে,
রাণী করে,
তাঁর দীনহীন সাম্রাজ্যে।
.
আজ দুজনে শুয়ে আজিমপুরে,
আমি আসি মাঝে মাঝে,
তোমাদের কিছুটা যদি নিতে পারি,
জীবনের পাথেয়ের সন্ধানে,
এক ভিখিরী সন্তান আমি।
.
কামনা করি,
ওপারের জীবনে,
বেহেশতে,
সুন্দর পালঙ্কে যেন দেখা হয় তোমাদের,
দীর্ঘ বিচ্ছেদ যেন ভরে যায় খুশিতে ।
.
১ সেপ্টেম্বর ২০১৮
মো: শামছুল ইসলাম
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই ।
আসলেই এ এক বিশাল শূন্যতা ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
স্রাঞ্জি সে বলেছেন:
মাবাবার বিচ্ছেদ কারো সুখকর নই। ওরা ওপারে ভাল থাক। এই কামনা।
কবিতা ভাল লাগা রেখে গেলাম।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
আপনার ভালো লাগাটুকু সঞ্চিত থাকবে মনের গহীনে ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই ।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
চাঙ্কু বলেছেন: একত্রিশটা বছর? বেশ লম্বা সময়!
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । হ্যাঁ, বেশ লম্বা সময় ।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো বাবা মা'র শূন্যতা অনুভব