![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
আমি সামুর একজন অনিয়মিত ব্লগার । অনিয়মিত ছাত্ররা যেমন অনেক গুরুত্বপূর্ণ ক্লাস মিস করে, আমিও তেমনি ব্লগের অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করি । কাল্পনিক ভালোবাসা ভাইয়ের চমৎকার স্মৃতিচারণ মূলক একটা লেখা একদিন পর আমার গোচরে আসলো । সৈয়দা শুলশান ফেরদৌস জানা আপুর শুভ জন্মদিন উপলক্ষ্যে কাভা ভাই সুন্দর একটা পোস্ট দিয়েছেন ।
.
গল্পের মতো করে লেখা সেই পোস্ট পড়ে ব্যক্তিত্বময়ী এক নারীর অনেক গুণের কথা জানলাম । উনার ছবি দেখে উনাকে চিনলাম । কখনো কোথাও দেখা হলে কী চিনতে পারবো? বোধ হয় পারবো, এমন ব্যক্তিত্বময় চেহারা তো ভোলার নয় । কিংবা যদি কখনো উনার সাথে মোবাইলে কথা হয়, বুঝতে কী পারবো ইনিই জানা আপু? পারবো বোধ করি । কারণ একদিন সামু ব্লগ থেকে আমার মোবাইলে একজন অপরিচিত ভদ্রমহিলা ফোন করে ছিলেন । ধারণা করছি, উনি জানা আপুই ছিলেন । ২০১৬ সালের প্রথম দিকের কথা । খুব মার্জিত ভাষায় মোবাইলের অপর প্রান্ত থেকে একজন জানালেন তিনি সামু ব্লগ থেকে বলছেন, আমার সাথে কথা বলতে চান । আমি তো নার্ভাস বোধ করছি, না জানি কী পোস্ট করে আপুর বিরাগভাজন হয়েছি? উনি খুব মার্জিত ভাষায় বললেন, আপনার “বড় আপা” গল্পটা আমি পড়েছি । খুব সুন্দর গল্প । আপনি একটা প্রতিযোগীতায় গল্পটা পাঠিয়েছেন । সেটা চূড়ান্ত বিবেচনার জন্য মনোনীত হওয়ার সামু ব্লগ খুশি । কিন্তু গল্পটার জন্য ভোট চেয়ে আপনি ব্লগে পোস্ট দেওয়াটা ঠিক হয়নি । আপনি পোস্টটা মুছে ফেলুন ।
আমি হাফ ছেড়ে বাঁচলাম । যাক বাবা, বেশী গুরুতর কোন বিষয় নয় । তৎক্ষণাত পোস্ট মুছে ফেললাম । এর মধ্যে অবশ্য আমার প্রচার কাজটা হয়ে গেছে ।
সামু ব্লগাররা সে সময় স্বতস্ফূর্ত ভাবে আমাকে ভোট দিয়ে ছিলেন । ফিকশন বিডি গল্প প্রতিযোগীতায় আমার গল্পটা প্রথম পুরস্কার পেয়ে ছিল । ব্লগারদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
.
জানা আপু, আপনি যেখানেই থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবি হোন – প্রাণের স্পন্দনে সামু ব্লগটাকে মাতিয়ে রাখুন ।
.
১৭ সেপ্টেম্বর ২০১৮
মো: শামছুল ইসলাম ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
হা..হা.. ।
উনি ডুব সাঁতারেও খুব বোধ হয় খুব পটু ।
তাই উনার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: জানা আপু কোথায় আছে কে জানে? পৃথিবীর সব বোধ হয় কন্যা রাশি হয়ে গেছে ।
জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।
জানা আপুকে নিয়ে লেখা আপনার কবিতাটা আমার খুব ভালো লেগেছে ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: জানা আপুর জন্মদিন উপলক্ষে আজ খাবো- স্প্যাগেটি উইথ মিটবল/ স্পাইসি সিচুয়ান নুডলস/ কারি ফ্রাইড নুডলস !!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
সব দেখছি বিদেশী ফুড, জানা আপুর জন্মদিন উপলক্ষ্যে একটা বাঙালি আইটেম খাইয়েন ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানা আপুর জন্মদিনে
ফুলেল শুভেচ্ছা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নূর ভাই ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
সনেট কবি বলেছেন: জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সনেট কবি ভাই ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গতকাল জানা আপু'র জন্মদিন ছিলো।
উনার প্রতি বিনম্র শ্রদ্ধা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান ।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
নজসু বলেছেন: শুভ জন্মদিন। উনার প্রত্যাবর্তন কামনা করছি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
উনি আপনার মন্তব্যে সাড়া দিবেন আশা করছি ।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
রাকু হাসান বলেছেন: ভাল অভিজ্ঞতা । আমি তো বড় আপনা গল্প মিস করে ফেলেছি । দেওয়া যাবে ? জানা আপু কে অাবারও শুভেচ্ছা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাকু হাসান ভাই ।
সত্যি অভিজ্ঞতাটা খুব ভালো ছিল । কাভা ভাইয়ের পোস্টটা দেখে মনে পড়লো আবার ।
হ্যাঁ, রি-পোস্ট হিসেবে গল্পটা দিচ্ছি ।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
অচেনা হৃদি বলেছেন: জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ অচেনা হৃদি ।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬
শায়মা বলেছেন: হ্যাপী বার্থ ডে জানা আপুনি!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শায়মা আপা ।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: জানাকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা!
একজন গুণী ব্যক্তিকে নিয়ে আলোচনা করলেন এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার লেখার মাধ্যমে ওনার পরিচয়টা আমার কাছে আরো উজ্জ্বল হলো।
পোস্টে ভাল লাগা + +
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই ।
জীবনে এটা-সেটা অনেক কিছু হতে চেয়েছি । কিছু হওয়া হয়নি । তাই যারা কিছু হতে পেরেছেন, তাঁদের প্রশংসা করতে চেষ্টা করি ।
তারই বহি:প্রকাশ ।
পোস্টে প্লাস পেয়ে খুব ভালো লাগছে ।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
জানাকে জানতে হলে তাঁর সাথে আপনার ফোনালাপ যথেষ্ঠ ।
শ্রীমতি জানা অমনই নিরহংকারী, অমনই খুব আপন একজন ।
তাঁর জন্মদিনে আপনার সাথেই জানাচ্ছি শুভেচ্ছা আর আপনাকেও ধন্যবাদ এমন একটি লেখার জন্যে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।
দুটো শুণই আমার খুব পছন্দ - নিরহংকারী, আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতা ।
তাই জানা আপুর আরো বেশী ফ্যান হয়ে গেলাম ।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
সব দেখছি বিদেশী ফুড, জানা আপুর জন্মদিন উপলক্ষ্যে একটা বাঙালি আইটেম খাইয়েন ।
আচ্ছা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
শামছুল ইসলাম বলেছেন: হা..হা..
একটু মজা করলাম ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কন্যা রাশির জানা আপুকে আমার তরফ থেকে শুভেচ্ছা।
কিন্তু আপু যে ডুব মারলো। তার কী হবে???