নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জানা আপুর জন্মদিনে, একজন অনিয়মিত ব্লগার

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮



আমি সামুর একজন অনিয়মিত ব্লগার । অনিয়মিত ছাত্ররা যেমন অনেক গুরুত্বপূর্ণ ক্লাস মিস করে, আমিও তেমনি ব্লগের অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করি । কাল্পনিক ভালোবাসা ভাইয়ের চমৎকার স্মৃতিচারণ মূলক একটা লেখা একদিন পর আমার গোচরে আসলো । সৈয়দা শুলশান ফেরদৌস জানা আপুর শুভ জন্মদিন উপলক্ষ্যে কাভা ভাই সুন্দর একটা পোস্ট দিয়েছেন ।
.
গল্পের মতো করে লেখা সেই পোস্ট পড়ে ব্যক্তিত্বময়ী এক নারীর অনেক গুণের কথা জানলাম । উনার ছবি দেখে উনাকে চিনলাম । কখনো কোথাও দেখা হলে কী চিনতে পারবো? বোধ হয় পারবো, এমন ব্যক্তিত্বময় চেহারা তো ভোলার নয় । কিংবা যদি কখনো উনার সাথে মোবাইলে কথা হয়, বুঝতে কী পারবো ইনিই জানা আপু? পারবো বোধ করি । কারণ একদিন সামু ব্লগ থেকে আমার মোবাইলে একজন অপরিচিত ভদ্রমহিলা ফোন করে ছিলেন । ধারণা করছি, উনি জানা আপুই ছিলেন । ২০১৬ সালের প্রথম দিকের কথা । খুব মার্জিত ভাষায় মোবাইলের অপর প্রান্ত থেকে একজন জানালেন তিনি সামু ব্লগ থেকে বলছেন, আমার সাথে কথা বলতে চান । আমি তো নার্ভাস বোধ করছি, না জানি কী পোস্ট করে আপুর বিরাগভাজন হয়েছি? উনি খুব মার্জিত ভাষায় বললেন, আপনার “বড় আপা” গল্পটা আমি পড়েছি । খুব সুন্দর গল্প । আপনি একটা প্রতিযোগীতায় গল্পটা পাঠিয়েছেন । সেটা চূড়ান্ত বিবেচনার জন্য মনোনীত হওয়ার সামু ব্লগ খুশি । কিন্তু গল্পটার জন্য ভোট চেয়ে আপনি ব্লগে পোস্ট দেওয়াটা ঠিক হয়নি । আপনি পোস্টটা মুছে ফেলুন ।
আমি হাফ ছেড়ে বাঁচলাম । যাক বাবা, বেশী গুরুতর কোন বিষয় নয় । তৎক্ষণাত পোস্ট মুছে ফেললাম । এর মধ্যে অবশ্য আমার প্রচার কাজটা হয়ে গেছে ।
সামু ব্লগাররা সে সময় স্বতস্ফূর্ত ভাবে আমাকে ভোট দিয়ে ছিলেন । ফিকশন বিডি গল্প প্রতিযোগীতায় আমার গল্পটা প্রথম পুরস্কার পেয়ে ছিল । ব্লগারদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
.
জানা আপু, আপনি যেখানেই থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবি হোন – প্রাণের স্পন্দনে সামু ব্লগটাকে মাতিয়ে রাখুন ।
.
১৭ সেপ্টেম্বর ২০১৮
মো: শামছুল ইসলাম ।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কন্যা রাশির জানা আপুকে আমার তরফ থেকে শুভেচ্ছা।

কিন্তু আপু যে ডুব মারলো। তার কী হবে???

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
হা..হা.. ।
উনি ডুব সাঁতারেও খুব বোধ হয় খুব পটু ।
তাই উনার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

সেলিম আনোয়ার বলেছেন: জানা আপু কোথায় আছে কে জানে? পৃথিবীর সব বোধ হয় কন্যা রাশি হয়ে গেছে । :)

জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।
জানা আপুকে নিয়ে লেখা আপনার কবিতাটা আমার খুব ভালো লেগেছে ।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: জানা আপুর জন্মদিন উপলক্ষে আজ খাবো- স্প্যাগেটি উইথ মিটবল/ স্পাইসি সিচুয়ান নুডলস/ কারি ফ্রাইড নুডলস !!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
সব দেখছি বিদেশী ফুড, জানা আপুর জন্মদিন উপলক্ষ্যে একটা বাঙালি আইটেম খাইয়েন ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানা আপুর জন্মদিনে
ফুলেল শুভেচ্ছা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নূর ভাই ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

সনেট কবি বলেছেন: জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সনেট কবি ভাই ।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গতকাল জানা আপু'র জন্মদিন ছিলো।

উনার প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান ।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

নজসু বলেছেন: শুভ জন্মদিন। উনার প্রত্যাবর্তন কামনা করছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
উনি আপনার মন্তব্যে সাড়া দিবেন আশা করছি ।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

রাকু হাসান বলেছেন: ভাল অভিজ্ঞতা । আমি তো বড় আপনা গল্প মিস করে ফেলেছি । দেওয়া যাবে ? :) জানা আপু কে অাবারও শুভেচ্ছা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাকু হাসান ভাই ।
সত্যি অভিজ্ঞতাটা খুব ভালো ছিল । কাভা ভাইয়ের পোস্টটা দেখে মনে পড়লো আবার ।
হ্যাঁ, রি-পোস্ট হিসেবে গল্পটা দিচ্ছি ।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

অচেনা হৃদি বলেছেন: জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ অচেনা হৃদি ।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

শায়মা বলেছেন: হ্যাপী বার্থ ডে জানা আপুনি!!! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শায়মা আপা ।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: জানাকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা!
একজন গুণী ব্যক্তিকে নিয়ে আলোচনা করলেন এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার লেখার মাধ্যমে ওনার পরিচয়টা আমার কাছে আরো উজ্জ্বল হলো।
পোস্টে ভাল লাগা + +

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই ।

জীবনে এটা-সেটা অনেক কিছু হতে চেয়েছি । কিছু হওয়া হয়নি । তাই যারা কিছু হতে পেরেছেন, তাঁদের প্রশংসা করতে চেষ্টা করি ।
তারই বহি:প্রকাশ ।

পোস্টে প্লাস পেয়ে খুব ভালো লাগছে ।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,



জানাকে জানতে হলে তাঁর সাথে আপনার ফোনালাপ যথেষ্ঠ ।
শ্রীমতি জানা অমনই নিরহংকারী, অমনই খুব আপন একজন ।
তাঁর জন্মদিনে আপনার সাথেই জানাচ্ছি শুভেচ্ছা আর আপনাকেও ধন্যবাদ এমন একটি লেখার জন্যে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।
দুটো শুণই আমার খুব পছন্দ - নিরহংকারী, আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতা ।
তাই জানা আপুর আরো বেশী ফ্যান হয়ে গেলাম ।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
সব দেখছি বিদেশী ফুড, জানা আপুর জন্মদিন উপলক্ষ্যে একটা বাঙালি আইটেম খাইয়েন ।


আচ্ছা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

শামছুল ইসলাম বলেছেন: হা..হা..
একটু মজা করলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.