![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
.
সাতক্ষীরার লিকলিকে ছেলেটা,
বাহাতের কাটারে,
কচু কাঁটা করে রে,
হোক সে ভারত, পাকিস্তান, আফগানিস্তান-
নিস্তার নেই কারে, হোক সে ক্রিকেটের যত বড় মাস্তান ।
.
হারতে সে জানে না যে,
আশায় বুক বাঁধে,
হেরে যাওয়া ম্যাচ টা রে,
নিজেদের করে নিতে,
গোলা ছাড়ে অনর্গল,
ব্যাটসম্যান চোখে দেখে সর্ষে ফুল ।
.
উইকেট উড়ে যায়,
গ্যালারিতে শ্লোগান শোনা যায়,
মোস্তাফিজ-মোস্তাফিজ-মোস্তাফিজ,
কেউ আদর করে ডাকে ফিজ-ফিজ ।
.
শেষ কথা বলে যাই,
মরুর দেশ ছাড়িয়ে,
গতকাল রাতে,
যাদু মন্ত্র দিয়ে
বাঙালিকে; মোস্তাফিজ-
করেছে যে ফ্রিজ ।
.
২৪ সেপ্টেম্বর ২০১৮
মো: শামছুল ইসলাম
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই ।
কত্তাগুলা - ১ কেজি, ২ কেজি, না ১ টন, ২ টন । হা..হা.. ভালোবাসা অফুরান ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফিজ বন্দনা ভালই হলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।
ওরা জান প্রাণ দিয়ে খেলে, আমরা একটু বিনে পয়সার বন্দনা না করলে চলে ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০
আতোয়ার রহমান বাংলা বলেছেন: কবিতাটি দারুণ হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে সেই সাথে মোস্তাফিজের জন্য ভালবাসা
প্রতিদিনের খেলার আপডেট জানতে চোখ রাখুন আজকের প্রসঙ্গ তে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বাংলা ভাই । থুক্কু ধন্যবাদ আতোয়ার রহমান বাংলা ভাই ।
কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
আজকের প্রসঙ্গ ঘুরে আসলাম ।
পত্রিকাটির সম্পাদক হিসেবে আপনাকে অভিনন্দন ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
জুন বলেছেন: মোস্তাফিজকে আমিও পছন্দ করি
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জুন আপা ।
আপনার সাথে পছন্দটা মিলে গেছে ।
কেমন বাচ্চা-বাচ্চা নির্মল হাসি!
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: দা ফিজ পেস বোলিঙের বিশ্বের বিস্ময়। আলাদা ক্লাস। তাকে অভিবাদন। তার হাত দিয়ে আরো সাফল্য আসুক সে প্রত্যাশা করি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি ।
আপনার খেলাধূলা নিয়ে লেখা গুলো আমি পড়েছি । চমৎকার । সেই অভিজ্ঞতার আলোকে আপনি ফিজকে বিশ্বের সেরা পেস বোলিং বিস্ময় বলে আখ্যায়িত করেছেন । তাকে আলাদা ক্লাসে রেখেছেন । আপনার এই মূল্যায়নের যথার্থতা যেন ফিজ প্রমাণ করতে পারে, এই কামনা করি ।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগা......
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই ।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
তারেক ফাহিম বলেছেন: ফিজের জন্য ভালোবাসা।
তার সফলতা কামনা করি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ভাই ।
তাঁর জন্য আমিও সাফল্য কামনা করছি ।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: এমন মুস্তাফিজকে দেখতে চাই বারবার। লাইক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তারেক মাহমুদ ভাই ।
হ্যাঁ, সবাই এই ফিজকেই দেখতে চায় ।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
রাকু হাসান বলেছেন:
কালকের জয়ের নায়ক ফিজ কে নিয়ে কবিতা ভালো লাগা দিলো । কবিতাও ভালো হয়েছে । সমসাময়িক বিষয় নিয়ে লেখার জন্য অভিনন্দন কবি
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাকু হাসান ভাই ।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
সমসাময়িক খেলা-ধূলা নিয়ে আমার বেশ আগ্রহ ।
তাই একটু কলম চালাই ।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: এর আগে কি মোস্তাফিজকে নিয়ে আপনার মতো এত সুন্দর করে কেউ লিখেছে??
মনে হয় না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
আমার লেখাটা আপনার বেশ ভালো লেগেছে জেনে আমিও বেশ খুশি ।
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন দা।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
খায়রুল আহসান বলেছেন: একজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারকে এভাবে সুন্দর একটি কবিতা লিখে উৎসাহিত করে গেলেন, আপনার এ খেলোয়াড়বান্ধব উচ্ছ্বাসকে সাধুবাদ জানাচ্ছি।
আশাকরি, ফিজ আরো অনেকটা পথ পাড়ি দেবে সাফল্যের জয়মাল্য পড়ে। ওর জন্য নিরন্তর শুভকামনা, আপনার জন্যেও আন্তরিক শুভেচ্ছা!
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
আশাকরি, ফিজ আরো অনেকটা পথ পাড়ি দেবে সাফল্যের জয়মাল্য পড়ে। - আপনার আশা পূর্ণ হোক।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
মোস্তফা সোহেল বলেছেন: মোস্তাফিজের জন্য এত্তগুলা ভালবাসা।