![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
কোন নারীর মেসেজ পড়ে,
যখন তুমি বিরক্ত হও।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
প্রেসারটা হঠাৎ বেড়ে গেলে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
দূরে কোথাও গিয়ে ফোন করতে ভুলে গেলে,
তোমার ফিরতি ফোনে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
গরুর মাংসের বাটিটা,
ক্রমশই আমার কাছ থেকে
দূরে হটছে দেখে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
নানা রকম সবজিতে টেবিলটা
ভরে যায় দেখে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
সম বয়সী কোন বন্ধুর চলে যাওয়ার সংবাদে,
তোমার চোখে শঙ্কার ছবি দেখে।
.
এখনো অনুভূতিগুলো আছে,
বুঝতে পারি,
......
একটা বিশাল তালিকা হবে,
সবাই বিরক্ত হবে,
তবে তুমি খুশি হবে,
আমি
নিশ্চিত,
নিশ্চিত,
.
.
.
নিশ্চিত।
.
মো. শামছুল ইসলাম
৩০ জানুয়ারী ২০১৯
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
ভালো বলেছেন, অনুভূতিগুলো সনাক্তকরণের সুন্দর কিছু উপায়।
প্লাসে ভীষণভাবে অনুপ্রাণিত।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর অনুভূতি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: বাহ, এখনো অনুভূতিগুলো আছে বলে অনুভূতিগুলো সনাক্তকরণের সুন্দর কিছু উপায় বাৎলে দিলেন! আর আপনার নিজের অনুভূতি থেকেও সুন্দর একটা কবিতা বের হয়ে এলো মনের কুঠুরি থেকে!
সুন্দর কবিতা লিখেছেন, কবিতায় প্লাস + +