![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
.
মৃদু আলোয় ভোর নামছে, পুবের আকাশ বেয়ে,
সেই মায়া ভরা আলোয় আমি মুগ্ধ,
হাটছি তো হাটছি...,
কখন পৌঁছাবে ওই আলোকিত বলয়ে?
দিগন্তে বসে দেখবো সূর্যটাকে?
.
বাঁধা হয়ে আসে দালান, ইলেকট্রিক তার,
আড়ালে পড়ে যায় মৃদু আলোর বলয়;
আমি ডানে যেয়ে বড় রাস্তায় পড়ি,
ওই যে দেখা যায়, আলোর হাতছানি,
জোৎস্না ভরা রাতে মানুষ বিবাগী হয়,
মৃদু আলোয় ভরা সকালে বিবাগী হতে মন চাইছে,
মৃদু আলোটা আমায় ডাকছে।
.
অনেক পথ পেরিয়ে এসেছি,
তবু বার বার হারিয়ে যায় মৃদু আলোটা,
দালান আর ইলেকট্টিক তারের আড়ালে।
.
বিরক্ত হই, ঘুরে দাঁড়াই,
হাটা ধরি উল্টো দিকে,পশ্চিমের পথে-
পিছনে পড়ে রয় মৃদু আলোর হাতছানি,
দূরে, সাদা দালানের গায়ে মৃদু আলোর আদরের ছোঁয়া,
আমি ছেড়ে এসেছি ওকে, ও ছাড়েনি আমায়-
থরে থরে মেঘের নীচে, দালানে গায়ে,
ছড়িয়ে আছে কেমন মায়ায়!
.
মনে হয় ফুটপাথ ছেড়ে হাটতে হাটতে ওঠে যাই,
কোন শূন্যের সিঁড়ি বেয়ে, ওই মৃদু আলোর কাছে।
কিংবা ডানা মেলা পাখির মতো,
উড়ে যাই, মেঘের নীচে,
উড়ে উড়ে দেখি,
দালানের গায়ে মৃদু আলোর দোল।
.
হয় না কিছুই,
অফিসের ঘণ্টা-ধ্বনি শুনি মনে,
শিউলি তলায় ফিরি, প্রতি দিনের মতো,
হাতে নেই চারটি শিউলি ফুল,
হাতের মুঠোয় ভরে নাকের কাছে আনি,
একটা মৃদু গন্ধ,
টেনে আনে হাফ প্যান্ট পড়া একটা ছেলের-
ছেলে বেলার শিউলি ফুল তোলার স্মৃতি।
.
.
মো. শামছুল ইসলাম
৩ সেপ্টে.- ২০১৯
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
ইসিয়াক বলেছেন: ভালো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪৫
রাকু হাসান বলেছেন:
প্রথম লাইনটাই আকৃষ্ট করে ফেললো । কাব্যিক ।
কবিতায় শৈশব পেলাম । শেষ দুটি লাইনও চমৎকার ।ভালো লাগছে । আছেন কেমন ভাই ?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৪৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাকু ভাই।
কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আলহামদুলিল্লাহ, ভালো আছি। তবে কাজের চাপে সময় হয়ে ওঠে না।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফেলে আসা দিন।আপনার কবিতায় পেলাম। ভালো লাগলো।
অনেকদিন লেখা পায়নি। ভালো আছেন আপনি ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
হ্যাঁ, ভালো আছি ।
ব্যস্ততার কারণে লেখা হয়ে ওঠো না ।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।