|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শামছুল ইসলাম
শামছুল ইসলাম
	পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
"ভাত সেদ্ধ হয়েছে কি-না, তা দু'একটা ভাত টিপলেই বুঝা যায়; সব ভাত টিপা লাগে না।" - কথাটা খুবই সত্য। আমি ভাত যাচাই করার এই পদ্ধতিটা ব্যবহার করছি গতকাল (০৮/০২/২০২০) বইমেলা থেকে কেনা বইগুলোর উপর। এটা করার আর একটা কারণ হচ্ছে, আমি মেলা চলাকালীন সময়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করতে চাই। অন্য সময়ও যে পাঠকরা বই কিনছে না তা নয়। বিষয়টা অনেকটা  ঈদ বা পূজার মতো। এই সময় নতুন জামা কেনার একটা হিড়িক পড়ে যায়। তাই বইমেলার এই উৎসবে সবার হাত ভরে ওঠুক নতুন নতুন বইয়ে। 
.
ছোটদের সবাই যেমন স্নেহের চোখে দেখে, নবীন লেখকদেরও আমি তেমনি একটু বেশী প্রাধান্য দেই। তাঁকে উৎসাহ দিতে চাই, যেন সে আরো ভালো লেখে, এখানেই যেন সে থেমে না যায়।
.
'কেচ্ছা' তানকিউল হাসানের লেখা প্রথম গল্পগ্রন্থ; ২২ টি গল্প আছে। প্রকাশ করেছেন উৎস, স্টল  ৩২ । গল্প বলার সহজাত প্রতিভা তাঁর প্রতিটা গল্পে আছে। আমি অন্তর্জালে তাঁর লেখা গল্পগুলো পড়ে এই কথা বলছি।  আবেগ তাঁর গল্পের একটা প্রধান অস্ত্র, যা পাঠককেও অভিভূত করে। প্রয়াত হুমায়ুন আহমেদের সাথে তাঁর গল্প বলার ধরণে বেশ মিল আছে।
.
প্রথম গল্প 'কুয়াশার আগন্তুক' । পরাবাস্তবতার ছোঁয়া আছে। পরের গল্প 'বৃষ্টি আমি ও এক বিদেশিনী' ।  নিউইয়র্কের স্টারবাকসে বৃষ্টিমুখর এক রাতে এক ৬৫/৭০ বছর বয়সী বিদেশী মহিলার সাথে গল্পের নায়কের দেখা। তারপর লেখকের গল্প বলার সহজাত গুণে দেখি গল্প শেষ। বৃষ্টি স্নাত সেই রাতের মতো আমার অন্তরও অশ্রুস্নাত।
.
'কেচ্ছা' - র বাকিগল্প গুলোও যে হাসানের লেখার গুণে হৃদয় ছুঁয়ে যাবে- এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
.
অন্যান্য যে বইগুলো সংগ্রহ করেছি, সেই সব বই নিয়েও সংক্ষিপ্ত পাঠপ্রতিক্রিয়া লিখতে চাই, যেন মেলা চলাকালীন বইয়ের বিক্রি আশানুরূপ হয়।
.
মো. শামছুল ইসলাম
৯ ফেব্রুয়ারি ২০২০
 
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩৮
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই ।
আমার বিশ্বাস এই গ্রন্থের ২২ টি গল্পই পাঠকের ভালো লাগবে। - আপনার বিশ্বাসটা সত্য হোক ।
২|  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৫
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৫
নেওয়াজ আলি বলেছেন: প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৮
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই ।
আপনাকেও শুভকামনা নিরন্তর ।
৩|  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:১১
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:১১
নীল আকাশ বলেছেন: আমার বইটা পড়ে দেখার আমন্ত্রণ রইলো। রিভিঊ দিলে খুব খুশি হবো।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:২০
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:২০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
আপনার বইটার নাম, প্রকাশনী জানালে কৃতার্থ হতাম।
৪|  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:২৭
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:২৭
এম এ হানিফ বলেছেন: জীবনে প্রথম বলে যা কিছু হয় তার ভাললাগা অন্যরকম। পরবর্তীতে পাওয়া সফলতার সাথেও এটার একটা বিশেষ পার্থক্য থাকে। আর থাকে আবেগ ও স্বপ্ন পূরণের উচ্ছ্বাস। সে আবেগ আর ভালবাসায় উচ্ছ্বাসিত লেখকের জন্য শুভকামনা। গল্পগুলো পাঠকের হৃদয় জুড়ে থাক।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩৪
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৩৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই।
জীবনে প্রথম বলে যা কিছু হয় তার ভাললাগা অন্যরকম। - যথার্থ বলেছেন । 
প্রথমের আবেদন কেউ অস্বীকার করতে পারে না; হোক না তা অপরের কাছে অতি নগণ্য।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩৬
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস এই গ্রন্থের ২২ টি গল্পই পাঠকের ভালো লাগবে।