![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
সারাদেশে লকডাউন চলছে,
সবাইকে ঘরে থাকতে বলছে,
কেউ মানছে,
কেউ ভাঙ্গছে।।
.
ভালো যদি চাও নিজের-দশের,
ঘরে থাক,
বই পড়,
ঘরের কাজে হাত লাগাও,
ফেসবুকিং করো।
.
খুব বোরিং লাগলে একটু ঝগড়া কর,
এই করোনার দিনে পুরনো অভ্যাসটা ঝালিয়ে নাও,
সময়ের অভাবে কতদিন মনখুলে ঝগড়া করনি।
.
করোনা তোমাকে ঘরে বন্দী করেছে,
এই বন্দী জীবনে ঘরের দিকের তাকিয়ে দেখ,
তাকিয়ে দেখ তার দিকে,
খুব অচেনা লাগছে কি তাকে?
.
তোমার চোখের পর্দা সরে গেছে,
সব কিছু নতুন লাগছে,
করোনাকে একটা ধন্যবাদ কি দেবে না?
.
যখন করোনা দাঁড়িয়ে দরজায়,
তখন ঘর ভরে গেছে ভালোবাসায়।
মো় শামছুল ইসলাম
৩১ মার্চ ২০২০
০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৭
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা।
০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।