নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

করোনার নাম বাবাজী

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৯

ঠেলার নাম বাবাজী' মানে ঠেলায় পড়লে মানুষ সবকিছুই করে। কথাটা বর্তমান বিশ্ব পরিস্থিতি ও করোনার আক্রমণের পর বেশি করে মনে হচ্ছে। প্রথমদিকে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রনায়কেরা করোনাকে পাত্তাই দিতে চায়নি। বিমানের পাখায় চড়ে মানুষ বহুদিন যাবত পাখির মত দেশ-বিদেশে ঘুরে বেড়িয়েছে। ঘরে আর তার মন বসে না। প্রকৃতির সব কিছু সে গ্রাস করে এগিয়ে চলে। আমরা গর্ব করে বলি, 'নিউইয়র্ক শহর কখনো ঘুমায় না'। করোনার মৃত্যু থাবায় নিউইয়র্ক গভীর ঘুমে অচেতন। বিশ্বের দুই শোর বেশি দেশের মানুষ আজ চিরনিদ্রার ভয়ে ভীত। লকডাউন চলছে দেশে দেশে।
.
আর ঠিক সেই সময়ে প্রকৃতির সন্তানেরা জেগে উঠছে। কক্সবাজার সমুদ্র সৈকতে ডলফিনেরা সাঁতার কাটছে, কুয়াকাটায় লাল কাঁকড়ারা বালুকাবেলায় নিশ্চিন্তে খেলা করছে, নিউইয়র্কের রাজপথ বুকভরে শ্বাস নিচ্ছে, ওজন স্তরের ফাঁক কমে আসছে। প্রকৃতি তার দখলকৃত জায়গা পুনরুদ্ধারে বদ্ধপরিকর।
.
ওই ডলফিন, ওই লাল কাঁকড়া, ওই নিস্তব্ধ নিউইয়র্কের রাজপথ, ওই ওজন স্তর - সবাই যেন সমস্বরে বলছে, 'করোনার নাম বাবাজী'।
.
মো় শামছুল ইসলাম
০১ এপ্রিল ২০২০

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,




হুমমমমমমমমমমম... প্লেগের মতোই ভয়াল মৃত্যুদূত।
হয়তো ধর্ষিত প্রকৃতিরই প্রতিশোধ।

ভালো থাকুন, নিরাপদে থাকুন, থাকুন কোয়ারেন্টাইনে।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:২৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।

আপনার মন্তব্যে ওঠে এসেছে ভয়াবহ পরিস্থিতির আভাস - প্লেগের মতোই ভয়াল মৃত্যুদূত।

ওঠে এসেছে প্রকৃতির প্রতি আমাদের নির্দয় আচরণ - হয়তো ধর্ষিত প্রকৃতিরই প্রতিশোধ।

কোয়ারেন্টাইনেই আছি ।

আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।

২| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: 'নিখিলের বাড়ি নেই, আছে শুধু গ্রাম।
নিখিলের চিঠি নেই, আছে ছেঁড়া খাম'।
নিখিলের আনন্দ নেই, আছে শুধু কষ্ট।
নিখিলের বৃষ্টি নেই, আছে শুধু মেঘ।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:১৪

শামছুল ইসলাম বলেছেন: বাহ!
চমৎকার কবিতা।

৩| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৭

নেওয়াজ আলি বলেছেন: শ্রুতিমধুর  লেখা

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমার পোষ্টে আপনি একটা কমেন্ট করেছেন, আমার কাছে অন্য রকম ভqলো লেগেছে; মনে হচ্ছে, আমি একা নই

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

শামছুল ইসলাম বলেছেন: গাজী ভাই, আপনার সাথে আমার লেখালেখি বা রাজনৈতিক মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকতে পারে; কিন্তু আমি আপনাকে অনুভব করবো না, আপনার বিপদে আমি একটুও উতলা হবো না, তবে এই সমস্ত ছাইপাশ লেখা ছেড়ে দেওয়াই ভালো। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তো আমার কাছে আপনার মর্যাদা অনেক উঁচুতে । এসব কথা কখনো বলা হয়নি। কারণ তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি ।

আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন ।
আল্লাহ আপনাকে হেফাজেতে রাখুন ।
আমিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.