নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

করোনার প্রথম শহিদ ডাক্তার

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১২

একটা শহরে থাকতে থাকতে,
সেই শহরটাকেই আপন করেছিল সে;
সিলেট সেই শহরের নাম,
আর মানুষটা ডা. মঈন উদ্দিন,
রোগীদের মাঝে বেশ নাম-যশ তাঁর।
.
মানুষের সেবা করে পেয়েছিল অগাধ ভালোবাসা,
করোনার পিপিই নিজে না নিয়ে,
দিয়েছিল অনুজ ডাক্তারদের-
সেই হলো কাল।
.
নিজের শহরের হাসপাতালে জায়গা হলো না তাঁর,
সহযাত্রীদের কী নির্মম পরিহাস,
তাই সবিনয় অনুরোধ করেছিলেন-
একটি আইসিইউ এয়ার এম্বুলেন্স দেবার,
শ্বাস নিতে যে কষ্ট হচ্ছে বারবার।।
.
লাল ফিতার দৌরাত্ম,
আবেদন হলে প্রত্যাখাত,
নিজেই করেন ব্যবস্থা,
ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আসার।
.
ততক্ষণে তাঁর জীবন প্রদীপ নিভু নিভু,
জাগ্রত হবে কি তাদের বিবেক কভু-
একে একে যারা ঠেলে দিয়েছে তারে,
মৃত্যুর মুখোমুখি ।।
.
ঘুমাও শহিদ ঘুমাও,
ছাতকের মাটিতে,
কত রাত তুমি ঘুমাওনি,
রোগীর শয্যা পাশে থেকে।।
.
তুমি একা নও,
আসিতেছে আরো শহিদ,
জেনে রেখো, তুমি একা নও।।
.
মো. শামছুল ইসলাম
১৬ এপ্রিল ২০২০

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৬

বিজন রয় বলেছেন: মড়ার উপর খাড়ার ঘাঁ!!

আপনি কেমন আছেন?

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৩

শামছুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ । ভালো আছি।

আপনি কেমন আছেন?

২| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: শরীর ভাল মন ভাল না।

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪

শামছুল ইসলাম বলেছেন: কোন দাদা, অসুস্থতা না মানসিক অবসাদ?

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৪

নেওয়াজ আলি বলেছেন: দয়া করে সাহসী থাকুন।
একজন ডাক্তার করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে সংক্রামিত হলেন। তাঁর চিকিৎসায় জরুরী প্রয়োজনে এয়ার এম্বুলেন্স দেয়া হলো না । বলতে গেলে ভালো চিকিৎসাও পায়নি । আর আমরা পাবো ? ! এ কোন প্রহসন ?

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।

ঠিক বলেছেন, একজন ডাক্তারের এই অবস্থা হলে সাধারণ জনগণের কী অবস্থা হবে?

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৩

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: সময় খারাপ ,খুব স্বার্থপর লোকজন!
কি মর্মান্তিক মৃত্যু আল্লাহ্‌ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন ,আমিন!

বীরেরা শহীদ হয়,হার মানতে জানেনা!

মনোবল শক্ত করুন,জয় সন্নিকটে,
আমাদের একটু সচেতনতাই পারে জীবন কে বাচিয়ে রাখতে,
নিজের জন্য না হলেও পরিবারের জন্য !

ভালো থাকুন,সুস্থ থাকুন

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জায়েদ ভাই।

ঠিক বলেছেন, বীরেরা শহীদ হয়,হার মানতে জানেনা!

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: ডাক্তারদের সাবধান থাকতে হবে। আরো বেশি সর্তক থাকতে হবে।

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

ডাক্তাররা অসতর্ক এটা মানতে পারছি না।

এখনো অনেক ডাক্তার তাঁদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছাড়াই রোগীদের দেখছেন।
আর যারা পেয়েছেন, সেগুলোও মানসম্পন্ন নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.