নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

লকডাউন

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪

সাময়িক লকডাউনে অস্থির-
চাল নেই,
ডাল নেই,
নুন নেই-
খালি নেই নেই।।
.
সাময়িক লকডাউনে অস্থির-
চাল আছে,
ডাল আছে,
নুন আছে -
সব আছে,
তবু শুধু নেই নেই।
সিরিয়াল নেই,
পিজা নেই,
আড্ডা নেই,
বন্ধুর সাথে দেখা নেই।।
.
চিরস্থায়ী লকডাউনের কথা ভেবেছো কি?
কেউ নেই,
কিছু নেই,
শুধু অন্ধকার।
সঙ্গী হতে পারে শুধু,
নামায, রোযা, কুরআন,
গরিবদের যা করেছো দান;
আর সব পড়ে রবে,
তারাই সেদিন আলো হবে।।
.
২০ এপ্রিল ২০২০
মো. শামছুল ইসলাম

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪১

খায়রুল আহসান বলেছেন: চিরস্থায়ী লকডাউনের কথা বেশী করে মনে হচ্ছে। গত বার দিনে তিনজন বন্ধুকে হারিয়েছি।

২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০০

শামছুল ইসলাম বলেছেন: খুবই শংকার কথা।

আপনি এবং পরিবারের সবাই ভালো আছেন আশা করি।

সবকিছু হঠাৎ কেমন পাল্টে যাচ্ছে।
আমরা একটা কঠিন সময় পার করছি।

২| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১১

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য,   লেখা

২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০৩

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।

ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.