![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
সাময়িক লকডাউনে অস্থির-
চাল নেই,
ডাল নেই,
নুন নেই-
খালি নেই নেই।।
.
সাময়িক লকডাউনে অস্থির-
চাল আছে,
ডাল আছে,
নুন আছে -
সব আছে,
তবু শুধু নেই নেই।
সিরিয়াল নেই,
পিজা নেই,
আড্ডা নেই,
বন্ধুর সাথে দেখা নেই।।
.
চিরস্থায়ী লকডাউনের কথা ভেবেছো কি?
কেউ নেই,
কিছু নেই,
শুধু অন্ধকার।
সঙ্গী হতে পারে শুধু,
নামায, রোযা, কুরআন,
গরিবদের যা করেছো দান;
আর সব পড়ে রবে,
তারাই সেদিন আলো হবে।।
.
২০ এপ্রিল ২০২০
মো. শামছুল ইসলাম
২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০০
শামছুল ইসলাম বলেছেন: খুবই শংকার কথা।
আপনি এবং পরিবারের সবাই ভালো আছেন আশা করি।
সবকিছু হঠাৎ কেমন পাল্টে যাচ্ছে।
আমরা একটা কঠিন সময় পার করছি।
২| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১১
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, লেখা
২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: চিরস্থায়ী লকডাউনের কথা বেশী করে মনে হচ্ছে। গত বার দিনে তিনজন বন্ধুকে হারিয়েছি।