![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
'আছি' হতে 'ছিল' হতে,
সময় লাগে দু'দন্ড ।
'মুখচ্ছবি ' হতে 'ছবি' হতে,
সময় লাগে দু'দন্ড।
'কথাগুলো', 'পুরনো গল্প' হতে,
সময় লাগে দু'দন্ড।।
.
'আসি' বলে চলে যায়,
দরজা পেরিয়ে,
ফিরে আর আসে না।
.
স্মৃতির দরজায় কড়া নাড়ে,
মনে হয়,
এই তো সে আছে।
.
চলে যাওয়া মানে,
হারিয়ে যাওয়া নয়,
চলে যাওয়া মানে,
আরো বেশি করে মনে পড়া।
.
৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২২
ওমেরা বলেছেন: চলে যাওয়া মানে, হারিয়ে যাওয়া নয়।
চলে যাওয়া মানে আরে বেশী মনে পড়া।
এটুকু খুব ভালো লাগলো ও সত্য মনে হল।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ওমেরা ভাই।
৩| ৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫২
করুণাধারা বলেছেন: তা লিখতে চাচ্ছিলাম সেটা ওমেরা লিখে দিয়েছেন!!
ভালো লাগলো আপনার ভাবনা।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ করুণাধারা আপা।
দুজনের ভাবনা একই হয়ে যাওয়া দারুণ ব্যাপার।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
শামছুল ইসলাম বলেছেন: আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২১
খায়রুল আহসান বলেছেন: প্রকৃতির নিয়ম, স্রষ্টার নিয়ম, অলঙ্ঘনীয়।
কবিতার দ্বিতীয় এবং তৃতীয় স্তবকটা নাড়া দিয়ে গেল।
কবিতায় ভাল লাগা + +।
০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
আপনার ভালো লাগার স্তবক দু'টো আমারও খুব প্রিয়।
+ + দিয়ে উৎসাহিত করার জন্য আবারও ধন্যবাদ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৩
নাসরিন ইসলাম বলেছেন: সত্যি চলে যাওয়া মানে বেশি করে মনে পড়া।
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৯:১১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
সত্যি তাই, চলে যাওয়া মানুষদের বেশি করে মনে পড়ে।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।