![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
বিকেলের স্নিগ্ধ বাতাসে পাখির কিচির মিচির,
আনন্দে করছে ওরা,
শিশুদের মত।
রাস্তায় সুখী মানুষের পদচারণা,
সেই পথের পাশেই একপা ওয়ালা বৃদ্ধা ভিক্ষুক হিসাব মিলায়,
আজ ঈদের সারাদিনে কত পেল।
.
সবাই আনন্দের হিসেব করে, কত টুকু পেল?
বৃদ্ধাও হিসেব করে, কত পেল - টাকার অংকে।
.
ইচ্ছে হয়ে সবটুকু সুখ বোতল বন্দী করি,
তারপর কোন এক দুখের দিনে,
বোতলের ছিপি খুলি,
দৈত্যের মত সুখের ঢেউ,
ভাসিয়ে নিয়ে যাক সব কিছু,
খড়কুটোর মতো।
০৫ ই মে, ২০২২ সকাল ১১:২৮
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তাসনিম ভাই।
২| ০৫ ই মে, ২০২২ সকাল ১১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০৫ ই মে, ২০২২ দুপুর ১:৫৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৫ ই মে, ২০২২ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: কেমন আছেন সামছুল ভাই।
ঈদের খুশিতে ঈদের কবিতা।
ঈদ মোবারক।
০৫ ই মে, ২০২২ বিকাল ৩:৫০
শামছুল ইসলাম বলেছেন: হ্যাঁ বিজন দা, ঈদের খুশিতে এবং কিছুটা দু:খেই এই কবিতা।
বিকেলে অতিথিদের বিদায় করে বারান্দায় এসে মনটা ভালো হয়ে গেল। সামনের রাস্তা দিয়ে যারা যাচ্ছে, সবাইকে খুব খুশি লাগছে। পাখিদের দেখা যাচছে না কিন্তু কিচির-মিচির শুনতে পাচ্ছি। মনে হলো, এই চমৎকার ঈদের দিনটা কিছুক্ষণ পরেই হারিয়ে যাবে। যদি এর সবটুকু আনন্দ বোতলে ভরতে পারতাম। এই চিন্তা থেকেই মোবাইলে টিপাটিপি। তারপর ভিখারী মহিলাটাকে দেখে খুব খারাপ লাগলো। মিনিট পাচেকের মধ্যে লিখে ফেললাম। এদিকে স্ত্রী আমাকে খুঁজছে, কাকে যেন ফোন করবে আমার মোবাইল দিয়ে। আমি তখন সৃষ্টি সুখের উল্লাসে মেতে আছি। ওকে ইংগিতে না করি। তারপর ফেসবুকে পোস্ট, তারপর মহা প্রশান্তি।
৪| ০৫ ই মে, ২০২২ বিকাল ৪:৫৪
রেজাউল৯৬ বলেছেন: চমৎকার লেগেছে।
০৭ ই মে, ২০২২ দুপুর ২:০০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রেজাউল ভাই।
৫| ০৫ ই মে, ২০২২ রাত ১১:২৪
শায়মা বলেছেন: আমি ঈদের বিকেলে ছাদে উঠে ছবি তুলাতুলিতে ব্যাস্ত ছিলাম।
ঈদ মুবারাক আর অনেক ভালোবাসা ভাইয়ামনি!
০৭ ই মে, ২০২২ দুপুর ২:০৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।
ছবি তোলার মতো চমৎকার একটা বিকেল ছিল সেটা।
তাই তো সবটুকু ভালোলাগা বোতল বন্দী করার ইচ্ছে জেগেছিল।
৬| ০৮ ই মে, ২০২২ সকাল ৭:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৮ ই মে, ২০২২ সকাল ১০:২৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২২ সকাল ১০:৩৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আজ সুখের পরিমাণ নির্ধারিত হচ্ছে কতো টাকা পকেটে আছে তার উপর ভিত্তি করে। সুখ নামক পরশপাথরের সন্ধানে যারা নেমেছেন কাল সাক্ষী তাদের মধ্যে তারাই সন্ধান পেয়েছেন যারা মনে করেছেন প্রকৃত সুখ হলো অন্যকে সুখি দেখা।
অল্প কথনে সুখের জন্য মর্মান্তিক হাহাকার ফুটিয়ে তুলেছেন কবিতায়। চমৎকার লাগলো পড়তে।