নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জুতা_অণু_গল্প

৩০ শে মে, ২০২২ সকাল ৯:৫৯


তিন তালায় ওঠে দেখি বাসার বাইরে একজোড়া জুতো নেই। ভাবছি, এতো সকালে লোকটা গেল কোথায়? পরমূহুর্তে নিজের পায়ের দিকে তাকিয়ে বুঝলাম, লোকটা এই মাত্র প্রাতঃভ্রমণ শেষে বাসায় ফিরলো।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২২ দুপুর ১২:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: X((

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৪৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মশিউর ভাই।

২| ৩০ শে মে, ২০২২ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই হইলো গিয়া অনুগল্প

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৪৬

শামছুল ইসলাম বলেছেন: অনুগল্প লেখার কথা মাথায় ছিল না। ভাবনাটা ভাবার পর দেখলাম অনুগল্পের মতো হয়ে গেছে।

৩| ৩০ শে মে, ২০২২ দুপুর ১:১৮

অপু তানভীর বলেছেন: মাত্র একটা !! আরও কয়েকটা যোগ করতেন ! এতো ফেসবুক স্টাটাস হয়ে গেছে !

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৪৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ অপু ভাই।
আমি ফেসবুকের মানুষ।
তাই ফেসবুকের মতোই হয়ে গেছে।

ষ্টকে আর নেই । থাকলে যোগ করতাম।

৪| ৩০ শে মে, ২০২২ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: ভালো জিনিস অল্পই ভালো। ছোট'ই ভালো।

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৫১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

আসলে স্টক সীমিত। তাই একটাই দিলাম।

তা ভালোই বলেছেন, ভালো জিনিস অল্পই ভালো।

৫| ৩০ শে মে, ২০২২ দুপুর ২:৫৭

ফয়সাল রকি বলেছেন: একটা অনুগল্প না দিয়ে, সাথে আরো কয়েকটা দিলে ভালো হতো।

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৫২

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই।

স্টকে একটাই ছিল। তাই..

৬| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশি ছোট হয়ে গেছে।
ফেসবুক টাইপ।

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৫৪

শামছুল ইসলাম বলেছেন: আমি ভাই ফেসবুকের মানুষ ।
তাই ফেসবুকের মতোই হয়ে গেছে।

৭| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৪৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: একেবারে হৃদয় নিংরানো গল্প।

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৫৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হাসানাত ভাই।

কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.