![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
একটা ধাপ পেরেলেই,
পরম অনন্ত সুখ,
কিংবা চরম অনন্ত দুখ।
.
সেই ধাপটা কখন
পেরোবে,
কেউ তা জানে না।
.
একটা মাত্র ধাপ,
তারপর তার কাছেই,
চলে যাওয়া -
কেউ তা জানি না,
দেখা তিনি দেবেন কি-না?
.
একটা মাত্র ধাপ,
অনন্তের পথে যাত্রা,
তারপর সব চূড়ান্ত,
পরম সুখ
কিংবা
চরম দুখ,
কেউ তা জানে না।
০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নূরু ভাই।
অন্তহীন অপেক্ষা স্রষ্টার দেখা পাওয়ার জন্য।
২| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:০৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৪
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৪| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো হয়েছে। লেখা চলতে থাক।
০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রহমান ভাই।
আপনাদের উৎসাহ পেয়ে ভালো লাগছে।
৫| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
৬| ০৭ ই জুন, ২০২২ রাত ৮:৩০
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,
জীবনের শেষ সত্যটি কবিতায় বাঙ্ময়...................
০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
সুন্দর মন্তব্য।
৭| ২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: "সেই ধাপটা কখন পেরোবে, কেউ তা জানে না" - চিরন্তন সত্য কথাটি সহজভাবে কবিতায় বলে গেলেন! নশ্বর এ পৃথিবী এবং তার সকল সৃষ্ট জীব। সবাই পেরোবে, কিন্তু কখন, তা সবারই অজানা!
ভাই শামছুল ইসলাম, বহু বছর ধরে ব্লগে আপনার দেখা পাই না। ভালো আছেন তো? ভালো থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে- এটাই কামনা।
৮| ২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৮
খায়রুল আহসান বলেছেন: এই পোস্টে প্রথম মন্তব্যকারী নূর মোহাম্মদ নূরু ইতোমধ্যে সে ধাপটি পার হয়ে গেছেন। তিনি যখন এ মন্তব্যটি করেছিলেন, তখনও তিনি জানতেন না, এ ধাপ তিনি কবে পার হবেন। তার মন্তব্যটি পড়ে তাই হৃদয় ভারাক্রান্ত হলো। তার মাগফিরাত কামনা করছি।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই একটা মাত্র ধাপ পেরুতেই
কারো কেটে যায় যুগের পরে যুগ।
অন্তহীন ওপারে কি আছে
সুখ না দুঃখ তা কারোরই জানা নাই।
উই আল আর ওয়েটিং ফর গডো!