নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ধাপ

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৫৬

একটা ধাপ পেরেলেই,
পরম অনন্ত সুখ,
কিংবা চরম অনন্ত দুখ।
.
সেই ধাপটা কখন
পেরোবে,
কেউ তা জানে না।
.
একটা মাত্র ধাপ,
তারপর তার কাছেই,
চলে যাওয়া -
কেউ তা জানি না,
দেখা তিনি দেবেন কি-না?
.
একটা মাত্র ধাপ,
অনন্তের পথে যাত্রা,
তারপর সব চূড়ান্ত,
পরম সুখ
কিংবা
চরম দুখ,
কেউ তা জানে না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই একটা মাত্র ধাপ পেরুতেই
কারো কেটে যায় যুগের পরে যুগ।
অন্তহীন ওপারে কি আছে
সুখ না দুঃখ তা কারোরই জানা নাই।
উই আল আর ওয়েটিং ফর গডো!

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নূরু ভাই।

অন্তহীন অপেক্ষা স্রষ্টার দেখা পাওয়ার জন্য।

২| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৪| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো হয়েছে। লেখা চলতে থাক।

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রহমান ভাই।
আপনাদের উৎসাহ পেয়ে ভালো লাগছে।

৫| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৬

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৭ ই জুন, ২০২২ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,




জীবনের শেষ সত্যটি কবিতায় বাঙ্ময়...................

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:২৭

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

সুন্দর মন্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.