নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের সন্ধানে

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

শরিফ নজমুল

চাইনা আর কোন মায়ের বুক খালি হোক এই নষ্ট রাজনীতিবিদদের ক্ষমতার সিড়ি হবার জন্য।

শরিফ নজমুল › বিস্তারিত পোস্টঃ

তেলের ব্যাবহার শিখতে এই কবিতা (মোসাহেব: কাজী নজরুল ইসলাম) পড়ুন

১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:১৮

মোসাহেব

কাজী নজরুল ইসলাম





সাহেব কহেন, চমতকার, সে চমতকার।

মোসাহেব বলে, চমতকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমত কার?

সাহেব কহেন, কি চমতকার, বলেতেই দাও, আহা হা

মোসাহেব বলে, হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহা হা বাহা হা বাহা হা!

সাহেব কহেন, কথাটি কি জান, সেদিন...

মোসাহেব বলে, জানি না আবার, ঐযে, কি বলে যেদিন...

সাহেব কহেন, সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প,

মোসাহেব বলে, আহা-হা, শুনেছ কিবা অপরুপ গল্প!

সাহেব কহেন, আরে ম’লো, আগে বলতেই দাও গোড়া টা

মোসাহেব বলে, আহাহা গোড়াটা, হুজুরের গোড়া, এই চুপ চুপ ছোড়াটা।

সাহেব কহেন, কি বলছিলাম, গোলমালে গেল গুলায়ে

মোসাহেব বলে, হুজুরের মাথা, গুলাতেই হবে, দিব হস্ত বুলায়ে?

সাহেব কহেন, শোন না সেদিন সূর্য উঠেছে সকালে,

মোসাহেব বলে, সকালে সূর্য? আমরা কিন্তু দেখিনা কাদিলে কোঁকালে।

সাহেব কহেন, ভাবিলাম যাই, আসি খানিক টা বেড়ায়ে

মোসাহেব বলে, অমন সকাল, যাবে কোথা বাবা, হুজুরের চোখ এড়ায়ে?

সাহেব কহেন, হলোনা বেড়ানো, ঘরেই রহিনু বসিয়া

মোসাহেব বলে, আগেই বলেছি, হুজুর কি চাষা, বেড়াবেন হাল চষিয়া?

সাহেব কহেন, বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়ে

মোসাহেব বলে, এই চুপ কর, হুজুর ঝিমায়, পাখা কর, ডাক নিমাই-য়ে।

সাহেব কহেন, ঝিমাইনি, কই এইতো জেগেই রয়েছি

মোসাহেব বলে, হুজুর জেগেই রয়েছেন, তা আগেই সবারে কয়েছি।

সাহেব কহেন, জাগিয়া দেখিনু জুটিয়াছে যত হনুমান আর অপদেব

হুজুরের চোখ, যাবে কোথা বাবা, প্রণমিয়া কয় মোসাহেব।

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:৪০

শরীফ এ. কাফী বলেছেন: কবিতা ঠিক আছে। উপলক্ষ?

২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১৬

শরিফ নজমুল বলেছেন: উপলক্ষ হচ্ছে জীবনে তথা চাকরী কিমবা অন্যখানে ঠিকমত তেল মারতে না পেরে যারা উন্নতি করতে পারছে না তারা যেন এটি থেকে শিক্ষা গ্রহন করে এ ব্যাপারে তাদের মোটিভেট করা।

২| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:৪৩

হোদল রাজা বলেছেন: ধন্যবাদ! অনেক দিন পর পেলাম!

১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫১

শরিফ নজমুল বলেছেন: আসলে অফিসে ইদানিং তেলের চর্চা দেখে কবিতাটির কথা মোনে হলো। নতুন করে ভাবতে শিখলাম যে তেল দেয়া টা যুগ যুগ ধরেই গুরুত্বপুর্ণ।
এটা পড়েছিলাম ক্লাস সেভেন-এ, যতদুর মনে পড়ে। আসলে সে সময়ের উপযোগী এটি নয়। এতি নিয়ে রীতিমত থিসিস হতে পারে।

পড়া ও মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৩| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:৪৫

আইরিন সুলতানা বলেছেন: বার বার পড়লেও একই আমেজের মজা পাই এই কবিতাটা পড়ে।

১৯ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫৬

শরিফ নজমুল বলেছেন: কারন তৈল ব্যাপারটা তো চিরন্তন সত্য।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:৪৭

অবিবর্তিত বলেছেন: সিরাম

১৯ শে জুলাই, ২০১০ দুপুর ২:০৩

শরিফ নজমুল বলেছেন: যা বলেছেন!! তৈল চিরন্তন সত্য।

৫| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫০

অর্ফিয়াস বলেছেন: অনেকদিন পর পড়লাম এবং হাসলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

১৯ শে জুলাই, ২০১০ দুপুর ২:১২

শরিফ নজমুল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ!
তেল দেয়া শিখতে হবে, নইলে উন্নতি হবে না!!

৬| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫০

পানকৌড়ি বলেছেন: চমতকার ।

১৯ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩১

শরিফ নজমুল বলেছেন: চমতকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমত কার?

৭| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ১০:০০

পুংটা বলেছেন: চমতকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমত কার? ;)

১৯ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৩

শরিফ নজমুল বলেছেন: চমতকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমত কার?
খুবই খাটি কথা।

৮| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ১০:০৩

সুপ্ত সবুজ বলেছেন: অনেকদিন পড়ে খুব ভাল লাগলো। মাঝে মাঝে আরো এমন কবিতা দিবেন।

১৯ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩৯

শরিফ নজমুল বলেছেন: এটিও পড়ুন।
Click This Link

৯| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ১০:০৮

অক্টোপাশ বলেছেন: তেল দিবেন ঠিকাছে। কিন্তও খেলায় রাখতে হবে যাতে নাকে মুখে না পড়ে।

১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৩৩

শরিফ নজমুল বলেছেন: আরে ভাই, যে তেল দিবে তার কি এত চিনতা করার সময় আছে? নাকে যাক, মুখে যাক অসুবিধা নাই। শুধু বস তেল খেলেই হলো।

যে খাবে তেল, সে বরং ভাবুক এটি নিয়ে।

১০| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ১০:৪০

বাশিওয়ালা বলেছেন: অনেকদিন পর তেলে তৈলাক্ত হয়ে গেল মনটা

১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৫

শরিফ নজমুল বলেছেন: তেল খাবেন ঠিকাছে। কিন্তও খেয়াল রাখতে হবে যাতে নাকে মুখে না পড়ে।
তেল দিন, উপরে উঠুন!

১১| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ১০:৪০

মুহিব বলেছেন: খুব প্রিয় একটা কবিতা। আমরা কিন্তু দেখিনা কাদিলে কোঁকালে - এই লাইনটি তো প্রায়ই বলি।

১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৪:০১

শরিফ নজমুল বলেছেন: ভালো লাগার মতই কবিতা বটে!
খুবই বাস্তব!!
তেল ছাড়া আমার একটা দিনও কি চলে?

১২| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ১১:৩৩

কুয়াশা বলেছেন: =p~ =p~ =p~

১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৪:০৩

শরিফ নজমুল বলেছেন: তেল ছাড়া একটা দিনও কি চলে?

১৩| ২০ শে জুলাই, ২০১০ রাত ১:২১

অবিবর্তিত বলেছেন: পাশ করার পর বিদেশে স্নাতকের জন্য এপ্লাই করেছিলাম।আন্ডারগ্রাড এর স্যারদের রিকমেন্ডেশন লাগে।

সেই সময় তেলের গাজী ট্যাংক নিয়ে স্যারদের রুমে যেতাম। বলতাম স্যার তেল এনেছি স্যার রিকো দেন । স্যার বলতেন অকটেন নম্বর কত? আমি বলতাম স্যার আপনি কত চান? স্যার বলত তোমার বেষ্ট কত দেয়ার ক্ষমতা আছে? আমি ভলতাম স্যার একশ।স্যার বলতেন দেখি।
আমি এক মগ করে তুলি ..স্যার বলে আরও দাও। আমি বালতি নিয়ে আসি স্যার বলেন আরো। পরে একদিন কপিকল টল নিয়া গেলাম।টাংকি উপুড় কইরা ঢাইলা দিলাম।স্যার বললেন ওকে ।


-------------------------------------------------------------------
কাহিনীর সাথে বাস্তবের মিল নাই থাকলেও তা কাকতালীয়

২১ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০২

শরিফ নজমুল বলেছেন: আপনার তো ভাই মহান অভিগ্গতা। এটি কাজে লাগাতে লাগিয়ে কর্মক্ষেত্রে ভাল পজিশনে যেতে পারবেন আশা করি। তখন আপনিও সেই তেল ফেরত পাবেন।
আপনার জন্য সেই শুভাকাংখা রইল।

১৪| ২০ শে জুলাই, ২০১০ রাত ১:৩৪

অবিবর্তিত বলেছেন: স্নাতক নয় স্নাতকোত্তর লেভেলে।

২১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৩৯

শরিফ নজমুল বলেছেন: এই কবিতা টি স্নাতক পর্যায়ের শেষ কোর্স হিসাবে পড়ানো উচিত যাতে কর্মক্ষেত্রে সবাই তেলের সঠিক ব্যাবহার করতে পারে।
রেকো পেতেও সহজ হবে।
তেলেই উন্নতি।

১৫| ২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫১

শ।মসীর বলেছেন: সবাইরে দিয়া হয়নারে ভাই........

২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:০৫

শরিফ নজমুল বলেছেন: জানি এবং মানি যে সবাইকে দিয়ে হয় না।
তারপরও চোখের সামনে দেখা সত্য-তেল দিয়ে উপরে উঠা তড়তড়িয়ে.....

বাচতে হলে জানতে হবে যেমন সত্য, তেমনি উন্নতি করতে হলে শিখতে হবে....

ড্রাম না পারুন, শিশি রাখা শুরু করুন!!!

১৬| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪৬

পলাশ আহমেদ বলেছেন: তেলের বিকল্প তেলেই।

২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৬

শরিফ নজমুল বলেছেন: তেলের বিকল্প তেল.।সুতরাং তেল যোগাড়ে লেগে যান...কখন কি কাজে দেয়!!

১৭| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪৮

পলাশ আহমেদ বলেছেন: তেলের বিকল্প তেলেই।

২৩ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৪

শরিফ নজমুল বলেছেন: যা বলেছেন!!

১৮| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৭

মোসারাফ বলেছেন: প্রথমেই এক ড্রাম তেল। ডুকতেই তো পিচ্ছিল খেলাম। :(( মাইনাস বাটন নাই তো কি হইছে এই পুস্ট রিফুর্টেড। X((

২৩ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৩

শরিফ নজমুল বলেছেন: তেলে পিচ্ছিল খাইলে তো হবে না!

তে দিতে শিকতে হবে...
তেলেই উন্নতি!!

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৪

বিবেকহীন বলেছেন: জট্টিল, খুজতাছিলাম অনেক দিন।

২৩ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৯

শরিফ নজমুল বলেছেন: যাক, তাহলে ধরে নেন এটা আপনাকে তেল হিসাবে দিলাম, আমার গরীবের কথাটা স্মরণ রাইখেন বস!!

২০| ১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৬

শাহনেওয়াজ লতিফ বলেছেন: সাহেব কহেন, চমতকার, সে চমতকার।
মোসাহেব বলে, চমতকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমত কার?

১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৭

শরিফ নজমুল বলেছেন:
ড্রাম না পারুন, শিশি রাখা শুরু করুন!!!
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.