নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তা ধারার মানুষদের মধ্যে একজন। যদিও একাকি চিন্তা এখনও করিনি।

Sharifariyan

সবার মধ্যেই ফটোগ্রাফিক মেমোরি থাকে। তবে কারও কারও মাথায় ফিল্ম নেই।

Sharifariyan › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশিদের মনোভাব বৈজ্ঞানিক অভাবের মূল কারন

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২


#বিদেশি সংস্করণ
লোকটা গোসল করার জন্য বাথটাবে সবে গা
দিয়েছেন, এমন সময় তাঁর মনে হলো, এত দিন যা
ভাবছিলেন সেটার সমাধান পেয়ে গেছেন! তাই
বাথটাব থেকে উঠে খালি গায়ে ‘ইউরেকা!
ইউরেকা!’ বলে রাজপথ দিয়ে দৌড়াতে লাগলেন!
বিজ্ঞানীর নাম আর্কিমিডিস।
(সূত্র: সায়েন্টিফিক আমেরিকান ডটকম)
#বাংলাদেশি সংস্করণ
প্রবীণ গণিত শিক্ষক অনেক দিন ধরে নতুন একটা
সূত্র নিয়ে ভাবছিলেন। একদিন গোসলের জন্য
কাপড়চোপড় খুলতেই তাঁর মনে হলো, সূত্রটা পেয়ে
গেছেন। খুশিতে খালি গায়েই তিনি রাজপথ ধরে
দৌড়াতে দৌড়াতে ‘আমি পেয়ে গেছি!’ বলে
চিৎকার করতে লাগলেন। রাস্তার মানুষজন
পোশাক-আশাক ছাড়া একজন বৃদ্ধকে দৌড়াতে
দেখে পাগল ভেবে নিজের কাজে মন দিল। আর
নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে নিয়ে গেল
থানায়। শেষমেশ তাঁর ঠিকানা হলো পাবনায়।
#বিদেশি সংস্করণ
সাত-আট বছরের ছেলেটা প্রায়ই উদ্ভট উদ্ভট চিন্তা
করত। তারই ধারাবাহিকতায় একদিন সে মুরগির ডিম
নিয়ে স্টোর রুমে বসে ঘণ্টার পর ঘণ্টা সেগুলোতে
বুকের তাপ দিতে লাগল। সে ভেবেছিল, মুরগি যদি
তার ওম দিয়ে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে,
তাহলে তার বেলায়ও বাচ্চা ফুটবে না কেন? এ রকম
উদ্ভট চিন্তা করা ছেলেটা পরে হয়েছিল নামকরা
বিজ্ঞানী টমাস আলভা এডিসন।
(সূত্র: স্টারলিং বায়োগ্রাফিস: টমাস এডিসন, দ্য
ম্যান হু লাইট আপ দ্য ওয়ার্ল্ড, লেখক: মার্টিন
উডসাইট)
#বাংলাদেশি সংস্করণ
ছেলেটার বয়স নয় বছর। নিতান্তই পল্লি গ্রামে
তার বাড়ি। বাড়িতে মায়ের মুরগির খামার আছে,
ডিম বিক্রির টাকা দিয়ে সংসার চলে। ছোটবেলা
থেকেই ছেলেটা উদ্ভট উদ্ভট চিন্তা করত। মুরগির
ওম দিয়ে ডিম থেকে বাচ্চা ফোটানো দেখে
একদিন সে-ও শখ করে তার মায়ের খামার থেকে
কয়েকটা ডিম নিয়ে গোয়ালঘরের এক কোনায়
খড়ের গাদার ওপর বসে পড়ল। ওম পেয়ে বাচ্চা হয়
কি না, সেটাই দেখার ইচ্ছে তার। এদিকে প্রায়ই
মুরগির ডিম চুরি নিয়ে সন্দেহে ভুগতেন ছেলেটির
মা। কিন্তু চোরকে হাতেনাতে ধরতে পারছিলেন
না। একদিন সন্ধ্যায় গোয়ালঘরে ঢুকে ডিমসহ
হাতেনাতে পাকড়াও করেন ছেলেকে। রাতে তার
বাবা বাসায় ফিরে ‘ছেলে ডিম চুরি করে বিড়ি
ফুঁকে’—এ রকম ধারণা করে আচ্ছামতো পিটুনি
দিলেন। সেদিন থেকে ছেলেটির উদ্ভট চিন্তার
বাতিক দূর হলো!

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

দরবেশমুসাফির বলেছেন: বাংলাদেশিদের মনোভাব বৈজ্ঞানিক অভাবের মূল কারন

আপনি কি বলতে চান বৈজ্ঞানিক মাত্রই পাগল কিসিমের?

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০

Sharifariyan বলেছেন: না এটা না,,,বৈজ্ঞানিক দের সাহায্য করে না এটা বলতে চাইছি

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

আহলান বলেছেন: খ্রাপ না .... চাল্লু

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

Sharifariyan বলেছেন: চাল্লু কেমনে হইলাম????

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

Sharifariyan বলেছেন: আপনি আমার কথা বুঝতে পারেন নাই

দরবেশ

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

Sharifariyan বলেছেন: এরা কাওকে স্বাধীন ভাবে কিছু আবিষ্কার করতে দিতে চায় না

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২

দরবেশমুসাফির বলেছেন: এরা কাওকে স্বাধীন ভাবে কিছু আবিষ্কার করতে দিতে চায় না।

কথা ঠিক।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

Sharifariyan বলেছেন: যদি দিতো
আমার সংস্করণ টি এমন হতো না,,,
উল্টো বিজ্ঞানী এ দেশ ভরে যেত
আমরা লাভবান হতাম

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

Sharifariyan বলেছেন: যদি দিতো আমার সংস্করণ টি এমন হতো না,,,
উল্টো বিজ্ঞানী এ দেশ ভরে যেত আমরা লাভবান হতাম

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

সুজন চন্দ্র পাল বলেছেন: আপনিও নিশ্চয়ই পাগল হতে চান।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

Sharifariyan বলেছেন: হ্যা, এইরকম পাগল হলেও দেশ লাভবান হতে পারবে

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

সুজন চন্দ্র পাল বলেছেন: লাভের আশায় রইলাম।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

Sharifariyan বলেছেন: ওকে,,, কিন্তু যদি আবার পাগল বলে পাবনা নিয়ে যান,, এটা তো ভয়

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

আদম_ বলেছেন: ভাল্লাগছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

Sharifariyan বলেছেন: ভালা লাগার কথা,,,,,ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.