| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sharifariyan
সবার মধ্যেই ফটোগ্রাফিক মেমোরি থাকে। তবে কারও কারও মাথায় ফিল্ম নেই।
রাত এগিয়ে গভীর হলে
হাওয়া বেতাল হয়
কল্কির গন্ধে দিশেহারা বাউল
দোতারায় এঁকে যায় জীবনের ছবি ।
তার নিজস্ব রমণী প্রেম কামনার
বহিৃশিখা একা বিছানায়
পুড়ে পুড়ে ছাই হয় বিচ্ছেদ দহনে ।
রাত এগিয়ে গভীর হলে
একদল নেশাখোর যুবক
তড়িঘড়ি ঢুকে পড়ে বাউলের ঘরে
তালে তালে তুলে নেয় একতারা দোতারা
বাউলের জীবন নিজস্ব রমণী ।
কামনা কাতর উপবাসী রমণী
ক্ষুধার তাড়নায় কামড়ে দেয় নেশাখোরের কান
ভেসে যায় তার শুকনো চাতাল
প্রেমাক্ত জলে ।
চাতাল জুড়ে পড়ে থাকে ধর্ষিতার শাড়ি
ছিন্নভিন্ন সায়া বাউলের কাংখিত ধন,
এটাই কি বাস্তবতার লক্ষণ?????
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪
Sharifariyan বলেছেন: হ্যা ভাই,,, ধন্যবাদ
২|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬
Sharifariyan বলেছেন: ধন্যবাদ,,,,, যেন এইভাবে থাকে
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: গভীর কবিতা । ভাল লেগেছে ।