নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তা ধারার মানুষদের মধ্যে একজন। যদিও একাকি চিন্তা এখনও করিনি।

Sharifariyan

সবার মধ্যেই ফটোগ্রাফিক মেমোরি থাকে। তবে কারও কারও মাথায় ফিল্ম নেই।

Sharifariyan › বিস্তারিত পোস্টঃ

আমরা ভালো আছি ""হল এ""

০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:২২

হল এর জীবন।
 হলগুলোতে গণরুম বলে কিছু নেই। অনেক
ছেলে একসঙ্গে থাকে বলে তাকে আমরা যৌথ ঘর
বলতে পারি। এখানে ছাত্ররা নিজের বালিশ, কাঁথা এমনকি
টুথব্রাশ পর্যন্ত শেয়ার করে। এ যেন যৌথ পরিবারের
চমৎকার উদাহরণ।
 হলে অছাত্র বলে কোনো ‘জিনিস’ নেই। এটা
বিরোধী দলের অপপ্রচার। এখানে ভাইয়ের মামা আমারও
মামা—হিসাবটা এমনই। তাই হলের যেকোনো ছাত্রের ভাই,
আমাদের ভাই। তারও অধিকার আছে। আমরা সাম্যবাদে
বিশ্বাসী।
 চাকরি না-পাওয়া প্রাক্তন ছাত্রটি হলে থাকেন আমাদের
মায়ায়। তিনি বেকার, তাই তাঁকে বেকারাশ্রমে জায়গা দেওয়া
হয়। বৃদ্ধাশ্রমে থাকতে পারলে হলে বেকারাশ্রম থাকলে
দোষের কী আছে!
তাই বলতে পারি হলগুলোতে কোনো সমস্যা নেই।
হাসিমুখে বলতে পারি, আমরা ভালো আছি!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫১

বিজন রয় বলেছেন: কোন কোন হল?

০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৩৫

Sharifariyan বলেছেন: বিদ্যালয়, কলেজ এর হল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.