![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।
সাম্নেই আসছে বৈশাখ , সবাই নানান রকম শাড়ি পড়বেন নিশ্চয়ই ।
শুধু পড়লেই হবেনা এর যত্ন আত্তি নিয়ে কিছু জানাবো আজ।
* কোনো প্লাস্টিকের প্যাকেটে সিল্কের শাড়ি স্টোর করতে যাবেন না। এতে শাড়িতে ময়েশ্চার ধরে যাবে।
* পাতলা কাপড়ে মুড়ে সিল্কের শাড়ি রাখুন। স্যাতঁস্যাতে পোকামাকড়ভর্তি জায়গায় শাড়ি রাখবেন না।
*যেকোনো ভারি কাজ, এমব্রয়ডারি ও জারদৌসি কাজ করা থাকলে সিল্কের শাড়ি হ্যাঙ্গারে না ঝুলিয়ে লম্বালম্বিভাবে ভাঁজ করে রাখুন।
*অনেকে ন্যাপ্তহালিন ইউজ করেন, সিল্কের শাড়ির মধ্যে ন্যাপথলিন বল রাখবেন না। এতে শাড়িতে দাগ পড়তে বা নষ্ট হতে পারে। ফ্যাব্রিকে ন্যাপথলিনের গন্ধও রয়ে যাবে।এর পরিবর্তে দারচিনি, লবঙ্গ ব্যবহার করুন।
* কিছুদিন পর পর শাড়ির ভাঁজ বদলে নতুন ভাঁজ করে স্টোর করুন। এতে শাড়িতে ভাঁজ পড়ে ছিঁড়ে যাবে না। বছরে অন্তত একবার শাড়ি খোলা বাতাসে মেলে রাখুন।
*সবচেয়ে ভালো হয় লন্ড্রিতে সিল্কের শাড়ি ইস্ত্রি করতে দিলে । বাড়িতে ইস্ত্রি করতে চাইলে অল্প ভেজা অবস্থা থাকতে থাকতে ইস্ত্রি করুন।
খুব গরম ইস্ত্রি ব্যবহার করবেন না। শাড়ির উল্টো দিকে ইস্ত্রি করুন। শাড়ির পাড় বা আঁচলে এমব্রয়ডারি কাজ করা থাকলে সাদা নরম কাপড় রেখে তার ওপর ইস্ত্রি করুন।
*কখনই সিল্কের শাড়ি পরে মেকআপ না করাই ভালো। হেয়ার স্প্রে, ডিওডরেন্ট, পারফিউম লাগানোর আগে সিল্কের ব্লাউজ, কামিজ বা শাড়ি পরে ফেলুন।
যদি কোনো ভাবে শাড়িতে দাগ লাগে ড্রাই ক্লিন করতে দিন। বাড়িতে দাগ তুলতে চাইলে পানি দিয়ে বা জোরে ঘষবেন না।
দাগ পার্মানেন্ট হয়ে যাবে। ভালো মানের স্টোন রিমুভার বা ড্রাই ক্লিনিং সলভেন্ট বা হোয়াইট পেট্রল ব্যবহার করতে পারেন। তারপর সঙ্গে সঙ্গে ইস্ত্রি করুন। এতে দাগের চারদিকের অংশ নষ্ট হবে না।
*যেকোন তেল-মসলা বা গ্রেভি দাগের ক্ষেত্রে দাগের ওপর ট্যালকম পাউডার ছড়িয়ে দিন।
তারপর ব্রাশ দিয়ে অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলে ঠাণ্ডা বা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করুন। দাগ ওঠানোর জন্য গরম পানি ব্যবহার করবেন না। এতে দাগ আরো বসে যাবে। তারপর তোয়ালে দিয়ে আস্তে আস্তে সিল্কের শাড়ি মুছে নিন।
*কখনোই কড়া রোদে সিল্কের কাপড় শুকাতে দেবেন না। রং হালকা হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: বউকে মেলই করে দিলাম, দামী শাড়ি গুলো অন্তত রক্ষা হোক।