![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন স্বৈরশাসককে কিংবা কোন কিংবদন্তীকে,এমনকি
কোন অনাকাঙ্ক্ষিত ক্ষুধিত দেবতাকেও নয়
আমি আজ আমাকেই সবচেয়ে বেশি ভয় পাই।
কতো শান্ত,পরিমিত ছিল আমার সেইসব দিনরাত্রি
আমার হৃদয় প্রেমকে ভালবেসেছিল
কিন্তু আজ আমি ক্ষুধিত, চরম পিপাসিত
আমার রাজ্যে আমিই স্বৈরশাসক দেবতা
চিনতে বড্ড কষ্ট হয় নিজেকে
কারো হুঙ্কার কিংবা কারো নিদারুণ বাক্যানল,এমনকি
কোন নির্মম খুনির বিষম রক্তচক্ষুকেও নয়
আমি আজ আমার নিজের চোখ দেখেই আঁতকে উঠি।
কি নির্মল ছিল আমার চোখ,আমার দৃষ্টি
আমার অস্রুজলেরা কতো কোমল ছিল!!
আজ আমার চোখে,আমার দৃষ্টিতে নির্মলতা নেই
আমার চোখ আজ ভিসুভিয়াস
সে চোখে ঝরে অশ্রু অনল।
তোমার অট্টহাসি কিংবা তোমার অশ্রুজল,এমনকি
তোমার অগ্নিপ্রতিমারূপী চরম ঘৃণাকেও নয়
আমি আজ তোমার ভালবাসাকেই বড্ড বেশি ভয় পাই।
০৭।০৯।২০১২,রাত ২টা ১৫ মিনিট
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২
ঘুড্ডির পাইলট বলেছেন: কোন অনাকাঙ্ক্ষিত ক্ষুধিত দেবতাকেও নয়
আমি আজ আমাকেই সবচেয়ে বেশি ভয় পাই।
মন ছুয়ে গেলো।
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:১৭
শারমিন মিষ্টি বলেছেন: ধন্যবাদ/
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
ফারজানা শিরিন বলেছেন: তোমার অট্টহাসি কিংবা তোমার অশ্রুজল,এমনকি
তোমার অগ্নিপ্রতিমারূপী চরম ঘৃণাকেও নয়
আমি আজ তোমার ভালবাসাকেই বড্ড বেশি ভয় পাই।