![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ কথা , জটিল চিন্তা ও জটিল জটিল সমস্যাকে সহজ করে ভাবতে থাকি এবং সেভাবে সামনের দিকে এগুতে থাকি।
আজ আমার সিলেট যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না। কি কমু আর দুঃখের কথা...........বন্ধুরা মিলে ঠিক করলাম অনেক বছর আমাদের কারও সাথে দেখা হয়না শুধু ফোনে কথা হয়, তো আমরা এবার সবাই মিলে দেখা করবো দুই বছর পর। আমাকে আমার বন্ধুরা সবাই খুব ভাল বাসে তারা আমাকে বললো জায়গা ঠিক করো কোথায় যাবা অবশেষে সবকিছু ঠিক হলো কিন্তু আমার যাওয়া হলো না। কি কমু আর দুঃখের কথা.................কাল বসকে বললাম আমাকে কি একদিনের ছুটি দেওয়া যায়, বস উত্তরে বললো নো।কথাটা শুনে আমার খুব কুষ্ট হল তারপর সবাইকে ফোন করে বললাম তোমরা চলে যেয়েও আমি যেতে পারবো না। ছুটি নিতে পারি নাই।আজ সকালে সব বন্ধুরা সিলেটের দিকে রওনা দিয়ে দিছে যখন শুনলাম তখন থেকে আমার মোবাইলটা বন্ধ করে রেখেছি। কি কমু আর দুঃখের কথা.............................খুব কষ্ট পাচ্ছি
http://www.goromcha.com
২| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৫
অর্ফিয়াস বলেছেন: শালার বসরা যে কবে মানুষ হবে কে জানে। আমি ঠিক করছি পয়সাপাতি জমানো হইলে বসের ঘরে গিয়ে একটা নাচ দেখামু, তারপর চাকরী ছাইড়া দিমু।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৩
শারমিন সোনালী বলেছেন: আমাদের বস খুব ভাল এর আগে অনেক বার আমি ছুটি পেয়েছি কিন্তু কাল আমাকে ছটি কেন দিল না বুঝলাম না । ছুটি নেয়ার কারনটাও জানতে চাইল না। সবই কপাল বুঝলেন এটা হল কপালের নাম গোপাল।
৩| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৫
সাইদুর রহমান রাজীব বলেছেন: এমন চাকরী কইরেন না ছুটি চাইলে দিবো না কিলেগ্গা
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৩
শারমিন সোনালী বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৮
জহিরুল ইসলাম তাহা বলেছেন: জাহাজী পোলা বলেছেন: আপ্নের বসেরে গদাম
৫| ২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২০
বড় বিলাই বলেছেন: বসগুলা যে এমন ক্যান করে, যেন নিজেরা কোনদিন ছুটি নেয়নাই জীবনে।
৬| ২২ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৮
সোহরাব সুমন বলেছেন: আসলেই দুঃখের কথা কাউকে বোঝানো মুস্কিল ! যাক পরের বার যাবেন এ নিয়ে এখন আর দুঃখ করে কী হবে !
২৫ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:০২
শারমিন সোনালী বলেছেন: আমার দুঃখটা আপনে বুঝতে পেরেছেন সেজন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৪
জাহাজী পোলা বলেছেন: আপ্নের বসেরে গদাম