নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাতকাহন

মমিনুল ইসলা মমিন

উম্মুক্তভাবে লেখালেখি পছন্দ করি তবে অপর কে আঘাত করে নয়।

মমিনুল ইসলা মমিন › বিস্তারিত পোস্টঃ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি নির্বাচন সম্পন্ন

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০

যাকারিয়া সভাপতি, ইমরান সাধারণ সম্পাদক

ঐতিহ্যবাহী ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে ২০১৪-১৫ অর্থ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন যাকারিয়া ইবনে ইউসুফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল ইমরান হোসাইন। যাকারিয়া ইবনে ইউসুফ দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক এবং আল ইমরান হোসাইন দৈনিক আজকের প্রভাতের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

২রা ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১২ টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির সকল সদস্যের উপস্থিতিতে সকাল ১০ টায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনে সাবেক কমিটির সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুণরায় সভাপতি এবং সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি আল ইমরান হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময় ডটকমের স্টাফ রিপোর্টার এম এ আহাদ শাহীন, সিনিয়র সহ-সভাপতি আমাদের অর্থনীতির স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসাইন, প্রচার সম্পাদক পরিবর্তন ডটকমের সহ-সম্পাদক আসিফ আদনান এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্যাম্পাস লাইভ ২৪-এর রিপোর্টার রাফসান জানি।

প্রথমবারের মতো ঢাকা কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা হয়েছেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক সালমান তারেক শাকিল। এছাড়াও পদাধিকার বলে উপদেষ্টারা হচ্ছেন কলেজ অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সমিতির উপদেষ্টা শিক্ষক।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন। কলেজ অধ্যক্ষ ড. আয়েশা বলেন, আমি বিশ্বাস করি ঢাকা কলেজের গৌরব রক্ষায় সাংবাদিক সমিতি তাদের পোশাগত কাজ করে যাবে। সেই সঙ্গে কলেজের ভাবমূর্তি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিক সমিতিকে কলেজ প্রশাসন সবধরনের সহযোগিতা করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.