নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কী লিখব ঠিক জানি না

বিজ্ঞানসম্মত জীবন পরিচালনা স্রষ্টাও পছন্দ করেন

শওকত আলী খান হিরণ

নিউট্রন বিনা হাইড্রোজেন প্রোটন আমি।

শওকত আলী খান হিরণ › বিস্তারিত পোস্টঃ

রাজীব হায়দারকে নিয়ে নবজাগরণের সংগীত- ২, রচনা- মোস্তফা আনোয়ার স্বপন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

(৩ ফাল্গুন ১৪১৯ তারিখ শহীদ ব্লগার রাজীব হায়দারের মহান আত্নত্যাগের প্রতি শ্রদ্ধার্ঘ,৪ ফাল্গুন ১৪১৯/১৯ ফেব্রুয়ারি ২০১৩)



।।১২।।

পৃথিবী ঘুমিয়ে পড়ে

শাহবাগ ঘুমায় না।

লাখ শহীদের লোহু ঝড়লেও

রাজীর ফুরায় না।



এক রাজীব লোকান্তরে

লক্ষ রাজীব ঘরে ঘরে

ফাগুণে আগুণ ঝরে

বরষায় জুড়ায় না।।



প্রজন্ম চত্তর জেগে থাকে

সাইবার যুদ্ধের শিল্প আঁকে।।



আলোর মিছিল সারা বাংলাতে

অসুন্দরের ফাঁসির আশায়

কাল বোশেখীর আগাম বায়ে

সংগ্রাম উড়ায় না।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

ত্রিভুবন বলেছেন: মহাউম্মক তো কোন সে ছাড়!যে রাজিবের গীতকে ম্লান করে??,,,??

কিসের খোদা কিসের গড,সব মরিছে ফটাফট,
আন্দোলনের ধারা তাহার রক্ত মা্ংসে বহে,
সে কারণেই অলওয়েজ ধর্ম নিয়ে বিদ্বেষী-স্বাধীন-মুক্তমনা,
তিনি জাহান্নাম পাইলে যেন তৃণসম দহে!!
আমীন।
আল্লাহ উনাকে ক্ষমা করুন!
"۞ وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ ۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ۖ قَالَ وَمِن ذُرِّيَّتِي ۖ قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ [٢:١٢٤]
আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। (Al-Baqara: 124

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.