নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।
আমি কোনোদিন কারো প্রিয় হয়ে উঠতে পারিনি! পারিনি কারো কাছের মানুষ হয়ে উঠতেও। জীবনে কখনো কখনো কারো প্রয়োজন হয়েছি কিংবা কারো সময়। কারো মন খারাপের দিনের সঙ্গী হয়েছি কিংবা কারো অট্টহাসির কারণ কিন্তু আমি কোনোদিন ঠিক কারো প্রিয় হয়ে উঠতে পারিনি!
ফোনের ওপাশে কারো একাকীত্ব দূর করতে ঘন্টার পর ঘন্টা ফোনটাকে কানের কাছে লেপ্টে রেখেছি অথচ এদিকে আমার ঘরের দেয়াল জুড়ে থৈ থৈ করেছে আমার একাকীত্ব। পার্কে বা নির্জন জায়গায় বসে কারো বোতলে তুলে রাখা কষ্টের ভাগ নিয়েছি অন্যদিকে সিন্ধুকে সিন্ধুকে ভর্তি করে রাখা আমার কষ্ট গুলোর আর্ত চিৎকার বাতাসে মিশে বিলীন হয়ে গেছে।তবুও আমি ঠিক কোনোদিন কারো প্রিয় হয়ে উঠতে পারিনি।
কাছের মানুষ ভেবে অন্যদের সাধারণ দিনগুলোকে বিশেষ করে তুলেছি।অথচ আমার নামমাত্র বিশেষ দিনগুলো আর দশটা সাধারণ দিনের মতোই সবার আবডালে থেকে গেছে। অন্যকে খুশি দেখার জন্য ঘুম কে ছুটি দিয়েছি অন্যদিকে আমার চাপা কান্না গুলো আমার দিকে তাকি তাচ্চিল্যের হাসি হেসেছে। তারপরও আমি কোনোদিন ঠিক কারো প্রিয় হয়ে উঠতে পারিনি।
প্রচণ্ড শীত আর অসহ্য খড়ায় প্রশান্তির বৃষ্টি হয়ে অন্যের বারান্দায় লুটোপুটি খেয়েছি।শীতে তাদের করেছি উষ্ণ আর খড়ায় দিয়েছি প্রশান্তি। কিন্তু কোনোদিন ঠিক কারো প্রিয় হয়ে উঠতে পারিনি!
অন্যের বাগানের শুকনো গাছে জল ঢেলে তাতে ফুল ফুটিয়েছি, সুভাসে ভরিয়ে তুলেছি তাদের জীবন। অথচ আমার ভালোবসায় একটা একটা করে বপন করা সবুজ গাছ গুলো শুকিয়ে বাদামি বর্ণ ধারন করেছে সুভাসহীনতায় ছেয়ে গেছে আমার শহর।তবুও কেনো যেনো আমি কোনোদিন কারো প্রিয় হয়ে উঠতে পারিনি! প্রিয় হয়ে উঠতে পারিনি।
১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৯
শাওন আহমাদ বলেছেন: তা যা বলেছেন।
২| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
সোনাগাজী বলেছেন:
আলো দিয়ে যান, আলোর শেষ নেই, মহাশুন্যে হাজার বছর থাকার কথা।
১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪২
শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ!
৩| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১০
মিরোরডডল বলেছেন:
অন্যের জন্য যা করা হয়েছে সেটা নিশ্চয়ই কোন প্রত্যাশা নিয়ে করা হয়নি ।
কারো জন্য ভালো কিছু করতে পারলে, মনের মাঝে কিন্তু একটা আত্মতৃপ্তি হয় ।
সেটা কি হয়নি ? যদি হয়ে থাকে তাহলে সেই প্রাপ্তি সেখানেই শেষ । সেগুলো ভাবনার বাইরে রাখা হোক ।
এবার শুনি কি কারনে এরকম মনে হয় ?
কারো প্রিয় হলেও সেটা কি কেউ এসে বলে যায় ।
সেটা একটা অনুভবের বিষয় ।
হয়তো অনেকের পছন্দের একজন মানুষ, কিন্তু সেটা ভাষায় প্রকাশ হয়ে উঠেনি কখনও ।
হয়তোই বা বলছি কেনো, বাবা মায়ের কাছে অবশ্যই সন্তান হিসেবে প্রিয় ।
ভাইবোন বা বন্ধুদের কাছেও তাই ।
শাওনের নিশ্চয়ই অনেক প্রিয় বা পছন্দের মানুষ আছে, তাদের সবাইকে কি বলা হয়েছে যে তারা শাওনের অনেক প্রিয় বা ভালোলাগার । হয়তোবা না । ঠিক একইভাবে শাওনকে হয়তো কেউ বলেনি, তারমানে এই না যে কারো প্রিয় না ।
তবুও কেনো যেনো আমি কোনোদিন কার প্রিয় হয়ে উঠতে পারিনি!
এটা একটা নেগেটিভ ভাবনা । আর কখনও এভাবে ভাববে না ।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩২
শাওন আহমাদ বলেছেন: আপনার এমন অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে আমি সত্যিই অভিভূত!
৪| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪১
কামাল৮০ বলেছেন: কারো অপ্রিয় না হলে সবার প্রিয়।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩৩
শাওন আহমাদ বলেছেন: জ্বী
৫| ১৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৪১
মনিরা সুলতানা বলেছেন: প্রত্যাশা না রেখে ই অন্যের জীবন আলোকিত করছেন সেটুকু ই তো ভালোলাগা। নিজেকে ভালবাসুন কাছের মানুহস্রে ভালোবাসা টের পাবেন।
শুভ সন্ধ্যা !
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪২
শাওন আহমাদ বলেছেন: অন্যের কাছ থেকে প্রত্যাশার পরিমাণ একেবারেই শূণ্যের কোঠায় বরং বিনিময় ছাড়া কোনোকিছু করতে পারলেই আত্মতৃপ্তি বাড়ে।এটা আসলে এলোমেল ভাবনা থেকে লিখা। শুভ সকাল!
৬| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৪
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্গিতভাবে আমি কখনোই কারো প্রিয় হওয়ার চেষ্টা করেছি বলে মনে পড়ে না। তবে জ্ঞান হওয়ার পর থেকে বরাবরই চেষ্টা করেছি আমি আমার "দায়িত্বটুকু" সঠিকভাবে পালন করতে। এরচেয়ে বেশী আমি করতেও চাই না। অন্যের প্রিয় হওয়ার আগে, নিজের কাছে নিজেকে প্রিয় করে গড়ে তোলা সম্ভবত আরো বেশী জরুরী। শুভ কামনা জানবেন।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩৬
শাওন আহমাদ বলেছেন: আমি আপনার সাথে একমত। এটা আসলে এলোমেল ভাবনা থেকে লিখা। শুভ কামনা আপনার জন্যেও।
৭| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা কি সত্য কথন নাকি মুক্ত গদ্য। ভাল হয়েছে লেখাটা।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৩
শাওন আহমাদ বলেছেন: অন্যের কাছ থেকে প্রত্যাশার পরিমাণ একেবারেই শূণ্যের কোঠায় বরং বিনিময় ছাড়া কোনোকিছু করতে পারলেই আত্মতৃপ্তি বাড়ে।এটা আসলে এলোমেল ভাবনা থেকে লিখা। শুভ সকাল!
৮| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩৬
রানার ব্লগ বলেছেন: কারো প্রীয় হবার ব্যাপারটা একটু ঝক্কির ব্যাপার !!! কারন প্রীয় হলে অপ্রীয় হবার একটা সম্ভাবনা থেকে যায় ।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৪
শাওন আহমাদ বলেছেন: অসাধারণ বলেছেন!
৯| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: এযুগের মানুষরা ভালো নয়। তাই দূরে দূরে থাকাই ভালো।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৬
শাওন আহমাদ বলেছেন: দূরে থাকার চেষ্টাই কাছে যাবার আগ্রহ আরো বাড়িয়ে দেয়।
১০| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: মনে হচ্ছে আমার ঘটনাই তুলে ধরেছেন।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৮
শাওন আহমাদ বলেছেন: ঘুরেফিরে আমাদের সবার গল্প গুলো প্রায় একই রকম!
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৩
সোনাগাজী বলেছেন:
মোমবাতি?