নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

শাওন আহমাদ

এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

শাওন আহমাদ › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৮


ভোরবেলা হাঁটতে বেড়িয়েছিলাম,হেঁটে এসে বাসায় ঢুকবো এমন সময় মহল্লার এক কাকার সাথে দেখা।পাশে আমার এক কাকিমা ছিলেন তিনি কাকার হাতের দিকে ইশারা করে বললেন আগরবাতি দিয়ে কি হবে?
জবাবে তিনি বললেন তার বোন মারা গেছেন।

শুনে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। মহিলা খুব ভালো মানুষ ছিলেন।আমি আমার এই ছোট্ট জীবনে এতো ঠাণ্ডা মেজাজের মহিলা মানুষ খুব কম দেখেছি।মাঝেমাঝেই কারণ বসত আমি তাদের বাসায় যেতাম।সম্পর্কে ফুপু হওয়ায় খুব আদর করতেন।ঈদের আগেও তাদের বাসায় গিয়েছিলাম ডেকে নিয়ে কথা বললেন দোয়া করলেন।

মন মানছিলোনা, তাই বাসায় না ঢুকে কাকিমা আর ছোট ভাইকে সাথে নিয়ে গেলাম ফুপুদের বাসায়।
ফুপা একাই কান্না করে আকাশ ভারী করে ফেলছেন।এই প্রথম দেখলাম কোন মানুষ তার স্ত্রীর জন্য এভাবে চিৎকার করে কাঁদছেন। বিলাপ করছেন আর তাদের দীর্ঘ সংসার জীবনের স্মৃতিচারণ করছেন।

প্রেম করে তারা বিয়ে করেছিলেন।এই দীর্ঘ সংসার জীবনে তাদের কোন কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়নি।একজন আরেকজন কে এখান থেকে ওখানে সরে পর্যন্ত বসতে বলেননি।
ফুপু বছরের অধিকাংশ সময় অসুস্থ থাকতেন।ফুপাই ফুপুর সব কাজ করে দিতেন।এমনকি ফুপুর গোসল শেষে তার কাপড় ধুয়ে ফুপা রোদে মেলে দিতেন।

মাগরিবে নামাজে গিয়ে ফুপাকে চোখে পড়ল।হাত তুলে আল্লাহর দরবারে কান্না করছে স্ত্রীর আত্মার শান্তির জন্য।
তিনি যে খুব নামাজি ব্যক্তি এমন নয়।শুধুমাত্র স্ত্রীর আত্মার শান্তি কামনা করতেই তিনি মসজিদে এসেছেন।আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন।
এই হল ভালোবাসা, যে ভালোবাসা আমাদের সমাজের তথাকথিত ভালোবাসার অনেক ঊর্ধ্বে।
পৃথিবীর এমন ভালোবাসা গুলো দীর্ঘজীবী হোক,সেই সাথে কালের স্রোতে ভেসে যাক স্বার্থের খোলসে মোড়া বিষাক্ত ভালোবাসা গুলো

ছবিঃ গুগল

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪০

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন!

এমন করেই জীবন ও মরনে ভালো অটুট থাকুক।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৩

শাওন আহমাদ বলেছেন: আপনি আপনার সুন্দর চিন্তার মাধ্যমে লিখাগুলো দেখেছেন বলেই সুন্দর লেগেছে। ভালোবাসা জানবেন ভাই।

২| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
এটি চিরায়ত নিয়ম। একদিন সব ফেলে চলে যেতে হয়।
আল্লাহ উনাকে বেহেস্ত দান করুন।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬

শাওন আহমাদ বলেছেন: মৃত্যুর মতো সত্য আর কিছুই নেই! ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৫

রানার ব্লগ বলেছেন: মৃত্যু এক মাধ্যম ভালোবাসার পরিক্ষা নেয়ার !!! কিছু লোক মেকি কাঁদে কিছু লোক নিঃশ্বাস ফেলে বলে যাক বাবা বেচে গেলাম আর কিছু লোক বুক ফাটিয়ে কাঁদে কারন সে যা হারিয়েছে তা আর ফিরে পাবে না ।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৮

শাওন আহমাদ বলেছেন: নির্মম সত্য!

৪| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৫

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: শুধু মধুর ভালোবাসা আর সম্পর্ক গুলো বেঁচে থাক, হিংসা ঘৃণা নিন্দা গুলো মরে যাক।

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩

শাওন আহমাদ বলেছেন: জ্বী ভাই শুধু সুন্দর সম্পর্ক গুলোই বেঁচে থাক দীর্ঘ থেকে দীর্ঘ বছর।

৬| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কান্নার মাধ্যমেও ভালোবাসা প্রকাশ পায়।

২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৫

শাওন আহমাদ বলেছেন: আসলে ভালোবাসা প্রকাশের অনেক মাধ্যম আছে। যে যেভাবে প্রকাশ করতে পারে, সেভাবেই শান্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.