নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

শাওন আহমাদ

এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

শাওন আহমাদ › বিস্তারিত পোস্টঃ

আমরা ভুল মানুষে নিজেকে হারাই

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৩৪



আমরা সেই মানুষ টাকেই পাগলের মতো ভেঙেচুরে ভালোবাসি, ভরসা করি, আঁকড়ে ধরি যার কাছে আমাদের মূল্য শূন্যের মানের চেয়েও ঢের কম। এই ভুল মানুষে মজে আমরা আমাদের পুরোটা জীবন বিষাদে বিষিয়ে তুলি, একাকিত্ব বেছে নেই, অন্ধকার খুঁজি, অনাহারে থাকি, নিজেকে কষ্ট দেই, আত্মহত্যা করি।

আমার ফ্রেন্ডের ব্রেকাপ হয়েছে অনেকদিন। সে এখনো ওর সেই হৃদয়হীন ভণ্ড মানুষ টাকে ভুলতে পারেনি। মাঝামধ্যেই ও আমার কাছে তার গল্প করে, মন খারপ করে। আমি ওর এসবে পাত্তা না দিয়ে ওকে বকাঝকা করি। যে মানুষ টা ওকে রেখে অন্য জায়গায় অন্য কাউকে নিয়ে সুখের সাগরে ভাসছে তাকে নিয়ে পড়ে থেকে ওর সমস্ত কিছু নষ্ট করার কোনো মানেই আমি দেখিনা; কিন্তু সে এসবেই পড়ে আছে, এসব থেকে বের হয়ে আসতে পারছেনা।

আজ হঠাৎ ও আমাকে নক করে বললো, ওর কিছুই ভালো লাগছেনা, অফিসের ডেক্সে বসে আছে, মনে হচ্ছে কিছু একটা করে ফেলবে। টেক্সট দেখে তড়িঘড়ি করে ওকে কল দিলাম। ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে! কারণ সেই একটাই। সেই মানুষ, যে ওকে রেখে অন্য শরীরের গন্ধে মজে আছে।


আমি নিজেও ভীষণ ইমোশনাল মানুষ কিছু হলে সহ্য করার ক্ষমতা আমার থাকবেনা বলেই আমি কখনো এসবে জড়াইনি। জীবনে অনেক প্রপোজাল পেয়েছি, কেউ একজন বলেছিলো, আমি নাকি জীবনে এতোগুলো মুড়িও খাইনি যতোগুলো বার সে আমাকে লাভিউ বলেছে। মাস্টার্স পরীক্ষার পর তো এক বান্ধবী সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলো আমি সেটাও গায়ে না মেখে অন্যভাবে স্কিপ করে গিয়েছি। ইভেন যে মানুষ গুলো আমার ক্রাশ ছিলো, তাদের কাছ থেকে ইশারা পেয়েও তাদের হারিয়ে যেতে দিয়েছি;কিন্তু আঁকড়ে ধরিনি। কারণ, মানুষ কে ভুলে যাওয়া গেলেও তার সাথে কাটানো সময় গুলোকে ভুলে যাওয়া যায় না বলেই হয়তো মানুষ গুলো সারাজীবন বিষাদে ভুগে। আমি এই বিষাদে ভুগতে চাইনি আসলে।

দিনশেষে আমাদের এটা মনে রাখা জরুরি, আমরা কেবল আমাদের জন্যই বাঁচিনা, আমরা তাদের জন্যেও বাঁচি যারা আমাদের বেঁচে থাকা দেখে বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। সেই সব মানুষের কোনো জায়গা আমাদের মাঝে রাখা উচিত নয় যাদের কাছে আমরা মূল্যহীন।

তসলিমার এই কবিতাটি আমার ভীষণ পছন্দ, লেখার বিষয়ের সাথে যোগসূত্র আছে বলে শেয়ার করলামঃ

এই শহরেই তুমি বাস করবে, কাজে অকাজে দৌড়োবে এদিক ওদিক
কোথাও আড্ডা দেবে অবসরে, মদ খাবে, তুমুল হৈ চৈ করবে,
রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমোবে না।

ফাঁক পেলে কোনও কোনও সন্ধেয় এ বাড়ি ও বাড়ি
খেতে যাবে, খেলতে যাবে,
কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারও শাড়ি
আমার আঙিনা পেরিয়েই কোনও বাড়িতেই হয়তো।

এ পাড়াতেই হয়তো দু’বেলা হাঁটাহাঁটি করবে,
হাতের নাগালেই থাকবে,
হয়তো কখনও জানিয়েও দেবে আমাকে, যে, কাছেই
আছো,
কুঁকড়ে যেতে থাকবো, কুচি কুচি করে নিজেকে কাটতে
থাকবো
দেখা না হওয়ার যণ্ত্রণায়, তবু বলবো না, এসো।

বলবো না,
তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই,
বা ভীষণ ব্যস্ত তুমি ইদানিং
তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি।
তোমার সঙ্গে আমার দেখা হবে না।

বছর পেরোবে, তোমার সঙ্গে দেখা হবে না আমার,
দেখা না হতে না হতে ভুলতে থাকবো তোমার
সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল
কী রঙের সার্ট পরতে তুমি, হাসলে তোমাকে ঠিক
কেমন দেখাতো,
কথা বলার সময় নখ খুঁটতে, চোখের দিকে নাকি অন্য
কোথাও তাকাতে,
পা নাড়তে, ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে, জল খেতে
কিনা, ভুলতে থাকবো।

দেখা না হতে না হতে ভুলতে থাকবো তুমি ঠিক
দেখতে কেমন ছিলে,
তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায় ছিল, অথবা
আদৌ ছিল কিনা।
তোমার চুমু খাওয়াগুলো ঠিক কেমন, জড়িয়ে পেঁচিয়ে
চুলে বা বুকে মুখ গোঁজাগুলো
ঠিক কেমন, ভুলতে থাকবো।

অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার
আর দেখা হবে না।
এক শহরেই, অথচ দেখা হবে না।
পথ ভুলেও কেউ কারও পথের দিকে হাঁটবো না,
আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না।
কোনও রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে
কিংবা মাছের দোকানে, বইমেলায়, রেস্তোরাঁয়,
কোথাও দেখা হবে না।

আরও অনেকগুলো বছর পর, ভেবে রেখেছি, যেদিন হুড়মুড়
করে
এক ঝাঁক আলো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে আমার
নির্জন ঘরে,
যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে
নিতে থাকবে বুনো বৈশাখি
এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে
সারারাত
তোমাকে মনে মনে বলবোই সেদিন, কী এমন হয় দেখা
না হলে,
দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না,
কে বলেছে যায় না, দেখ, দিব্যি যায়!
তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর, তাই
বলে কি আর বেঁচে ছিলাম না?
দিব্যি ছিলাম!

ভেবেছি বলবো,
তুমি তো আসলে একটা কিছুই-না ধরনের কিছু,
আমার আকাংখা দিয়ে এঁকেছিলাম তোমাকে,
আমার আকাংখা দিয়ে তোমাকে প্রেমিক
করেছিলাম,
আমার আকাংখা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি
তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি!
অপ্রেমিককে না ছুঁয়ে, অনন্তকাল।
এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে
দিতে পারে
এতকালের আঁকা সবগুলো ছবি, তোমার নাম ধাম
দ্রুত মুছে দিতে পারে চোখের জল।
তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে।
আমাকে একা বলে ভেবো না কখনো, তোমার অপ্রেম
আমার সঙ্গে সঙ্গে থাকে।

ছবিঃ গুগল

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: তুমি ভুল করেছো আমায় ভুল বুঝে আমি ভুল করেছি তোমায় ভালোবেসে।


গানটা শোনছেন ব্রো ?

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৩

শাওন আহমাদ বলেছেন: না ব্রো, এখনই শুনছি তাহলে।

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৪

শাওন আহমাদ বলেছেন: বাচ্চু ভাই? ভীষণ মেটাল টাইপ ভাইয়া, আমার বাদ্যযন্ত্রের যন্ত্রণা কম এমন গান শুনতে ভালো লাগে। :|

২| ১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ !! আপনার মনোভাব তো বেশ সুন্দর !!

খুব ভালো করেছেন । এমনটাই আজীবন থাকবেন , বেদনা বাড়িয়ে কী লাভ । আবার আপনি প্রেম ভুলে যখন ঘুরে দাঁড়াবেন তখন আপনার মন বলবে আপনি ভণ্ড ছিলেন এতদিন । তাই না জড়িয়েই ভালো করেছেন ।

আর এদিকে আমার মনে হয় না আপনি আবেগি, আর যদি হোন তো আপনার রিফিউজ করতেও কষ্ট হতো !!

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৮

শাওন আহমাদ বলেছেন: শুধু আবেগী না সেই লেভেলের আবেগী তাই এসব থেকে দূরে ছিলাম এবং স্টিল আছি। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

৩| ১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: বাচ্চু ভাই? ভীষণ মেটাল টাইপ ভাইয়া, আমার বাদ্যযন্ত্রের যন্ত্রণা কম এমন গান শুনতে ভালো লাগে।


গানের লিরিক্স আপনার পোস্টের সাথে মিল তাই শোনতে বলছিলাম ।

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫১

শাওন আহমাদ বলেছেন: জি ভাইয়া বুঝতে পেরেছি, তবে বাচ্চু ভাইয়ের গান যে শুনতাম না তা কিন্তু নয়, তার বেলা শেষে ফিরে এসে, এখন অনেক রাত, সেই তুমি কেনো, তাজমল, আমি কষ্ট পেতে ভালোবাসি, আমি স্বপ্নেও ভাবিনাইরে সহ আরও অনেক গান আমার পছন্দের ঝুলি পূর্ণ করে আছে।

৪| ১৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:২১

দেয়ালিকা বিপাশা বলেছেন: ভালো লিখেছেন। কবিতা পড়িনি শুধু গল্পটুকু পড়েছি কিন্তু ভালো লিখেছেন। শুভকামনা জানবেন।

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩৯

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, আপনার জন্যেও শুভ কামনা রইলো।

৫| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

কামাল১৮ বলেছেন: ভুল ভাবে হারান।

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

শাওন আহমাদ বলেছেন: ঘুরেফিরে একই জায়গায় এসে দাঁড়ায় সব।

৬| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

ঢাবিয়ান বলেছেন: রেগুলার নামাজ পড়লে বিষন্নতা অনেকটাই কমে যায় । দোয়া দরুদের অনেক শক্তি।

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

শাওন আহমাদ বলেছেন: আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি।

৭| ১৮ ই জুন, ২০২৩ রাত ৮:০১

মিরোরডডল বলেছেন:




তসলিমা নাসরিনের কিছু অনবদ্য কবিতা আছে, তার মাঝে এটা একটা।
এক অপ্রেমিকের জন্য
অসাধারণ কবিতা!

থ্যাংকস শাওন।
পোষ্টের ছবিটাও সুন্দর হয়েছে।

১৮ ই জুন, ২০২৩ রাত ১০:৩৬

শাওন আহমাদ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ! আমার পোস্টে মন্তব্য জুড়ে দেওয়ার জন্য।

৮| ১৯ শে জুন, ২০২৩ রাত ১:১৮

জটিল ভাই বলেছেন:
সাধারণ হলো না :)
জটিলবাদ।

১৯ শে জুন, ২০২৩ দুপুর ২:০৫

শাওন আহমাদ বলেছেন: সাধারণ কে জটিল করাই জটিল ভাইয়ের কাজ। ;) ধন্যবাদ মন্তব্যের জন্য। :)

৯| ১৯ শে জুন, ২০২৩ রাত ২:৩৭

ভুয়া মফিজ বলেছেন: নিজেকে নিয়ে বাচার মধ্যে একটা আনন্দ আছে। এই আনন্দের খোজ সবাই পায় না। একজন জ্ঞানী মানুষ বলেছেন, ''আইছি একা, যাইমু একা। মাঝখানে হুদাই আরেকজনরে জীবনে জড়ায়া নিজের স্বাধীনতারে বিপন্ন করার কোন মানে নাই। নিজের সুখ-দুঃখ আরেকজনের সাথে শেয়ারেরও কোন মানে নাই। এইসব সেই মানুষটা কোনদিনই বুঝবো না, যতোটা আমি নিজে বুঝবো।''

ভালো কথা, মুড়ি স্বাস্থ্যের জন্য অতীব উপকারী। নিয়মিত মুড়ি খাবেন।

আপনার সম্ভবতঃ জানা নাই যে, আমি কবিতা পড়ি না, তাই ওই ব্যাপারে কিছু বলতে পারলাম না। স্যরি!!

১৯ শে জুন, ২০২৩ দুপুর ২:০৭

শাওন আহমাদ বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে এক বাক্স ধন্যবাদ। আমি একাতেই ভালো আছি, জড়িয়েই গেলেই মনে প্যাঁচ লেগে যাবে। :|

১০| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: এইম প্রজন্ম নির্বোধ।
এদের কর্মকান্ডে আমি হতাশ। এরা সকালে রিলেসন করে, বিকালে ব্রেকআপ করে।

১৯ শে জুন, ২০২৩ দুপুর ২:২৬

শাওন আহমাদ বলেছেন: চোখে যারে ভালো লাগে তার সাথে শুরু হয় প্রেম, এরপর বেড শেয়ার তারপর অন্য কারো পিছনে ছুট...
একটা সময় এক ছেলে আরেক ছেলে জিজ্ঞেস করতো দোস্ত কয়টা মেয়ে পটাইলি? আর এখন, আমার এক মেয়ে কাজিন বললো ওরা নাকি এক বান্ধবী আরেক বান্ধবীকে জিজ্ঞেস করে দোস্ত কয়টা পোলা খাইলি এ পর্যন্ত? এই হচ্ছে অবস্থা!

১১| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১:০৮

কাছের-মানুষ বলেছেন: নিজেকে হারান, নিজেকে হারিয়েই নতুন আমিকে খুঁজে পাবেন! প্রতিটি মানুষের ভিতরই বারুধ থাকে, না হারালে সন্ধান পাবেন না! সময় থাকতে হারান, অসময়ে চাইলেও হয়ত পাবেন না, কে জানে কাল হো না হো! পরাজয়ে ডরে না বীর!

১৯ শে জুন, ২০২৩ দুপুর ২:২৯

শাওন আহমাদ বলেছেন: আমি বরং আমাতেই মজে থাকি, আমাকে আমি ভীষণ ভালোবাসি, দিনে বার কয়েকে আমি নিজেই নিজের প্রেমে পড়ি, নিজেকে খুব যত্ন করে গুছিয়ে রাখি। আমি চাইনা কেউ এসে চলে গিয়ে তা এলোমেলো করে দিয়ে যাক। দিনশেষে এই বেশ ভালো আছি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

১২| ১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো লিখেছেন।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪৬

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৩| ১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২১

মোস্তফা সোহেল বলেছেন: ভুল মানুষকে ভালবাসার মধ্যেও হয়তো কোন স্বার্থকতা আছে ;)

১৯ শে জুন, ২০২৩ রাত ১০:০৮

শাওন আহমাদ বলেছেন: ওইতো কেরোসিন, গ্যাস ছাড়াও বিনে পয়সায় জ্বলা যায় এই আর কি। :|

১৪| ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৩

বিজন রয় বলেছেন: পোস্টটি ভাল লেগেছে।

এমন পোস্ট আরো চাই।

ভাল থাকুন।
শুভকামনা।

০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০১

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.