![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য-এই শ্লোগানটি আমি লালন করি
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Shayesta/Shayesta-1477843310-3e748ae_xlarge.jpg
কওমী মাদরাসা অর্থ হলো জাতীয় বিদ্যালয়। এদেশে অনেক কওমী মাদরাসাই "জামিয়া", যার অর্থ বিশ্ববিদ্যালয়। তাহলে কওমী জামিয়াগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা। কিন্তু বাস্তবতা অনেকটা অবাস্তব। কারণ আজকের জামিয়াগুলো নামেই শুধু জামিয়া। এগুলোতে আধুনিক অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কনীতি, সমাজনীতি, সাধারণ ইতিহাস, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, চলমান বিশ্ব পরিস্থিতি ইত্যাদি পড়ানো হয় না বললেই চলে। যাও পড়ানো হয় তা দায়সারা। কওমী মাদরাসাগুলোর কারিকুলাম ও সিলেবাসে এগুলো সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহ অন্তর্ভুক্ত করলে কি কওমীর স্বকীয়তা ও স্বাতন্ত্রিকতা নষ্ট হয়ে যাবে? কুর'আন হাদীসের কোথায় এগুলো শিখতে-শিখাতে নিষেধ করা হয়েছে? আমরা চাই, কওমী জামিয়াগুলো সত্যিকার অর্থে জামিয়া তথা বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক। স্বীকৃতি নিয়ে আরেকদিন লিখবো। তবে কওমের কাণ্ডারিরা যদি কওমী জামিয়াগুলোকে বিদ্যালয় বানিয়ে রেখে বিশ্ববিদ্যালয় ভেবে আত্মতুষ্টির ঢেকুর তোলেন তাহলে হাজারবার স্বীকৃতি দিয়েও কওমী মাদরাসাগুলোকে সত্যিকারের জামিয়ায় উত্তীর্ণ করা যাবে না। আর সিলেবাস-কারিকুলাম আপডেট করে স্বীকৃতি ছাড়াই জামিয়ায় রূপান্তরিত করা সম্ভব। যা "মান" না বাড়ালেও "সম্মান" বাড়াবে নিশ্চয়।
©somewhere in net ltd.