![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য-এই শ্লোগানটি আমি লালন করি
বর্তমান ধারণ হলো কোন আমলের (কাজ) অনুষ্ঠানটি সঠিকভাবে পালন করতে পারলে সেটি আল্লাহর নিকট কবুল হয়ে যাবে। উদাহরণ স্বরূপ বলা যায় যে, বর্তমান ধারণা হলো সালাতের অনুষ্ঠানটি আরকান-আহকাম (নিয়ম-কানুন) মেনে সঠিকভাবে পালন করতে পারলে সালাত আল্লাহর নিকট কবুল হয়ে যাবে।
কিন্তু সূরা আন’আম/৬ : ১৬২, সোয়াদ/৩৮ : ২৭, বাকারা/২ : ১৭৭, হজ্জ/২২ : ৩৭, বাকারা/২ : ১৪৩, মায়েদা/৫ : ৬, মাউন/১০৭ : ৪-৭, বাকারা/২ : ৮৫, ৮৬ ইত্যাদি, অনেক সহীহ হাদীস এবং Common sense-এর আলোকে নিশ্চিতভাবে জানা যায় যে, আমলের ধরণের উপর ভিত্তি করে আমল কবুলের শর্ত হলো চার থেকে আটটি। শর্তগুলো হলো-
১. আমলটি পালন করার সময় আল্লাহর সন্তুষ্টি সর্বক্ষণ সামনে থাকা
২. আমলটির ব্যাপারে আল্লাহর কাঙ্ক্ষিত উদ্দেশ্য জানা এবং আমলটি পালন করার সময় সে উদ্দেশ্য সাধন হচ্ছে কিনা বা হবে কিনা তা সর্বক্ষণ খেয়াল রাখা
৩. আমলটির ব্যাপারে মহান আল্লাহর জানিয়ে দেয়া পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করে পালন করা
৪. আল্লাহর জানিয়ে দেয়া নিয়ম-কানুন (আরকান-আহকাম) অনুসরণ করে আমলটির অনুষ্ঠানটি করা
৫. আনুষ্ঠানিক আমলের ক্ষেত্রে, প্রতিটি অনুষ্ঠান থেকে আল্লাহর দিতে চাওয়া শিক্ষাগুলো মনে-প্রাণে গ্রহণ করা
৬. আনুষ্ঠানিক আমলের অনুষ্ঠান পালন করে গ্রহণ করা শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা।
৭. ব্যাপক কর্মকাণ্ডমূলক আমলের ক্ষেত্রে আল্লাহর জানিয়ে দেয়া মৌলিক বিষয়ের একটিও বাদ না দেয়া
৮. ব্যাপক কর্মকাণ্ডমূলক আমলে উপস্থিত থাকা বিভিন্ন বিষয়, আল্লাহর জানিয়ে দেয়া গুরুত্ব অনুযায়ী আগে বা পরে পালন করা
©somewhere in net ltd.