নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতি, ধর্ম, গোত্র, বর্ণ, রাজনৈতিক পরিচয় সকলের জন্য এই কলমবাজি

মুহাম্মাদ শায়েস্তা খান

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য-এই শ্লোগানটি আমি লালন করি

মুহাম্মাদ শায়েস্তা খান › বিস্তারিত পোস্টঃ

আগে কি সুন্দর দিন কাটাইতাম....................।

৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৬

আমাদের এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ একটি ভিন্ন মাত্রিক দেশ। প্রখ্যাত মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। ইবনে বতুতা বলেছিলেন-এই বাংলায় প্রবেশের হাজারো দরজা আছে কিন্তু এখান হতে বের হবার একটি দরজাও নেই। এখানে হিন্দু, মুসলিম, বৈদ্ধ, খ্রিস্টান সকলেই মিলে-মিশে বসবাস করছে হাজার বছর ধরে। কবি কলছেন-
আগে কি সুন্দর দিন কাটাইতাম
প্রাণের নওজোয়ান হিন্দু-মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদী গাইতাম।
............................
আজকের বাংলাদেশে আমরা কি দেখছি। আমাদের পাশার্ববর্তী দেশের মতো এখানে পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ আমাদের সেই পারস্পারি সম্প্রীতি নষ্টের কাজ করছে। ছোট-খাটো বিষয় নিয়ে সংঘাত উস্কে দিচ্ছে। এই অবস্থার জন্য আমাদের রাজনীতিবিদরা অনেকাংশে দায়ী। ধর্মীয় বিষয়ে জ্ঞানের অভাবে অন্যের ধর্মানুভতিতে আঘাত করছে অনেকে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্ত:ধর্মীয় সম্মেলন করা জরুরী বলে আমি মনে করি।
যিনি ধর্মে বিশ্বাস করেন তাকে অন্য ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখা উচিৎ। যিনি বিশ্বাস করেন না তার উপর চাপিয়ে দেয়া কারো কাজও নয়।

মুসলিমদের মাঝে যারা অন্য ধর্মের লোকদের জীবন-সম্পদ ক্ষতি করছে তাদেরকে বলবো-পারলে আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করো। শক্তি দিয়ে কারো মন জয় করতে পারবেনা। তোমার মুসলিম জাতি আজ প্রযুক্তির কাছে অসহয় , যা নিয়ন্ত্রন করছে অমুসলিমরা। আগে নিজের ভিত মজবুত করো। ফাকা বুলি আউড়িয়ে কোনো লাভ নেই। তোমাদের কুরআনকে তোমরা বলছো বিজ্ঞানের গ্রন্থ অথচ তোমার বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ। আসলে তো তোমরা তোমাদের কুরআনের প্রতি মিথ্যা ভালোবাসা প্রদর্শন করছো।
এর জন্য কি তোমাদের স্রষ্টার কাছে জবাব দিতে হবেনা ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.