নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতি, ধর্ম, গোত্র, বর্ণ, রাজনৈতিক পরিচয় সকলের জন্য এই কলমবাজি

মুহাম্মাদ শায়েস্তা খান

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য-এই শ্লোগানটি আমি লালন করি

মুহাম্মাদ শায়েস্তা খান › বিস্তারিত পোস্টঃ

যে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম জাতি ও বিশ্বমানবতার মূল শিক্ষায় ভুল ঢোকানো হয়েছে (পর্ব-১)

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১





মাত্র ৫০০ থেকে ৭০০ বছর পূর্বে মুসলিমগণ জীবনের সকল দিকে পৃথিবীর অন্য সকল জাতির চেয়ে শ্রেষ্ঠ ছিল। এর কারণ ছিল আল-কুরআনের জ্ঞান ও আমল। এরপর আল-কুরআনের একটি অক্ষরও পরিবর্তন হয় নি। কিন্তু বর্তমানে মুসলিম জাতি জীবনের প্রায় সকল দিকে অন্য অনেক জাতির চেয়ে অবিশাস্যরকমভাবে পিছিয়ে আছে। Common sense-এর আলোকে সহজে বলা যায় যে, এর একমাত্র কারণ হবে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম জাতিকে কুরআনের মূল জ্ঞান থেকে দূরে সরিয়ে নেয়া হয়েছে। নিম্নের ৫টি বিষয় একসাথে পর্যালোচনা করলে সহজে বুঝা যায় যে ষড়যন্ত্রকারীরা প্রধানত ৯ টি স্তরে কাজ করে মুসলিম জাতি ও বিশ্বমানবতাকে কুরআনের মূল জ্ঞান থেকে দূরে সরিয়েছে।
১.‘Confessions of a British spy’ (http://www.hakikatkitabevi.com) প্রতিবেদনের তথ্য
২. বাংলাদেশের দৈনিক পত্রিকা ইনকিলাবে ০২.০৪.৯৮ তারিখে প্রকাশিত ‘ব্রিটেনের মাটির তলায় খৃষ্টানদের গোপন মাদ্রাসা’ প্রতিবেদনের তথ্য
৩. বর্তমান ফিকাহশাস্ত্র
৪. বর্তমান হাদীসশাস্ত্র
৫. মুসলিমদের বর্তমান অবস্থা। ষড়যন্ত্রকারীদের কাজ করা সেই প্রধান ৯ টি স্তর হলো-
১. ইসলামী জ্ঞানের উৎস এবং নির্ভুল জ্ঞান অর্জনের নীতিমালার মধ্যে ভুল ঢুকিয়ে দেয়া,
২.মুসলিমদের কুরআনের প্রকৃত জ্ঞান থেকে দূরে সরিয়ে নেয়া
৩. সূন্নাহর প্রকৃত জ্ঞার থেকে দূরে সরিয়ে নেয়া
৪. কুরআনের চেয়ে হাদীসকে বেশী গুরুত্ব দেয়া
৫. অভিনব উপায়ে ভুল তথ্য তৈরী করা
৬. ভুল তথ্যগুলো ফিকাহশাস্ত্র ও মাদ্রাসার সিলেবাসে ঢুকিয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা
৭. কুরআন ও হাদীস বাদ দিয়ে ফিকাহশাস্ত্র থেকে ইসলামের জ্ঞান অর্জনকে উৎসাহিত করা
৮. ফিকাহশাস্ত্রে সংস্করণ বন্ধ করে ভুল তথ্যগুলোর সংস্কারের পথ বন্ধ করা
৯. ভুল তথ্যগুলো মুসলিমদের বিনাবাক্য ব্যয়ে মেনে নেয়ার ব্যবস্থা করা।


কুরআন রিসার্চ ফাউন্ডেশ
মগবাজার, ঢাকা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.