![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক একটা সময় পর্যন্ত খুব ভালো ছিল।তখন পর্যন্ত এতে আবাল আসামাজিক পোলাপাইন ছিল না।বর্তমানে আবাল পোলাপাইনে ফেসবুক ভতি।চলেন কিছু আবাল পোলাপাইনের চরিত্র বিশ্লেষনের চেষ্টা করা যাক। ১।কিছু শ্রেনীর ছেলে মেয়ে আছে যারা দেখবেন ফেসবুকে নিজের নামের শেষে নিজের শিহ্মা প্রতিষ্ঠানের নামের নিক নেম জুড়ে দেয় যেমন ওমুক DU ,তমুক BUET, আসাদ NDC, সুষমিতা VNS, রফিক KUET, রহমত DMC ইত্যাদি এদের প্রোফাইলে লিখেও চোখ ভরে না তাই বাধ্য হয়ে বাবা মায়ের দেয়া নাম পাল্টে ঐ নাম দেয়।
২।আবার কিছু শ্রেনীর লোক দেখবেন যারা শুধু একই শ্রেনীর স্ট্যাটাস দিবে যেমন আজ কলেজ/ভার্সিটিতে অমুক করলাম এখন এই করছি কাল কলেজ /ভার্সিটিতে অমুক করলাম ।ভাবটা এমন যেন বাবার জন্মে ঐ কলেজ বা ভার্সিটিতে ও ছাড়া আর কেউ পড়ে নি।
৩।আরো কিছু শ্রেনীর লোক আছে যারা নিজেদের কে নিয়ে শুধু বড়াই করে যেমন আজ প্লেনে করে ঢাকা যাচ্ছি,আজ আমার মার্সিটিজ গাড়িতে করে বসুন্ধরাতে গেলাম এত হাজার মার্কেটিং করলাম।কার বা বাইকের ছবি এরা নিজেদের নামে আপলোড কয়তেই থাকবে।
৪।কিছু আবাল ছেলে আছে যারা মেয়ে দেখলেই মাথা খারাপ ছবিতে কমেন্ট করতেই থাকবে এমন করে হাউ ছুইট ,তুমি এত সুন্দর কেন,তোমাকে খুব হট লাগছে ইত্যাদি ।একবার ও ভাবে না ঐ একাউন্টা ফেক হবার সম্ভবনা ৭০ ভাগ।
৫।আবার কিছু আছে দিনে ১০০ওর বেশী স্ট্যাটাস দিবে যেমন ঘুমাচ্ছি,খাচ্ছি,হাটছি ইত্যাদি আজাইরা কথাবার্তা।মেয়ে হলে আরো ফাউল যেমন মা বকছে কাদছি ছেলেরা এত খারাপ কেন ইত্যাদি ইত্যাদি।
৬।কিছু আছে যারা নিজেদের গার্ল বা বয় ফ্রেন্ডের ছবি সারাদিন আপলোড করে ভাবটা এমন যেন ওনারা ছাড়া আর কেউ প্রেমের সংজ্ঞা জানে না।
৭।কিছু আছে ফেসবুকে খুব মাস্তানি দেখাবে আপনি কিছু বললে এমন ভাব দেখাবে যেন ওরা চাইলে আপনি এক বাতাসে উড়ে যাবেন অথচ বাস্তবে ওরা তার উল্টা।
৮।কিছু আছে যাদের কাম কাজ নাই খালি পেজ গ্রুপ খুলে তার মেম্বার বাড়ানোর জন্য অন্য পেজের কাছে ভিহ্মা কয়বে এরা হলো ডিজিটাল ফকির।
৯।কিছু পোলাপাইন দেখবেন আপনি যাই বলবেন না কেন তারা সব পারে যদি আপনি বলেন আজ বাইকে ৯০ তুললাম তারা পাট নিয়ে বলবে আরে আমি তো ১২৫ তুলেছি অথচ সে কিন্তু বাইক চালাতেই পারে না।
১০।কিছু নাস্তিক ভাদা বা পাদা পাবেন যারা কোনদিন যুক্তি মানবে না আপনি যুক্তি দেখালে ওরা পারবে না এবং আপনাকে ব্লক করবে অথচ তারা নিজেকে যুক্তিবাদী বলে বেড়াবে এবং বড় গলায় বলবে আমরা কাউকে ব্লক করি না।
আমি যে কয়টা পেয়েছি লিখেছি বাকি আপনারা যা জানেন কমেন্টে জানান।ধন্যবাদ।
২| ২৮ শে মার্চ, ২০১২ রাত ১:১০
ওবায়দুর সজল বলেছেন: কি হইসে ব্রো????????????
৩| ২৮ শে মার্চ, ২০১২ রাত ২:০৮
ইমু ৪৬৮ বলেছেন: সত্যিই না পরলে কঠিন মিস হইত খাড়ান আপনেরে
Click This Link
দিলাম.........
২৮ শে মার্চ, ২০১২ রাত ২:৩৬
ওবায়দুর সজল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ২৮ শে মার্চ, ২০১২ রাত ২:২১
সামাউন খালিদ কলিন্স বলেছেন: apni kon type er???
২৮ শে মার্চ, ২০১২ রাত ২:৩৭
ওবায়দুর সজল বলেছেন: আমি অতি সাধারন গ্রুপের ।এর কোনটাই আমি করি না।
৫| ২৮ শে মার্চ, ২০১২ রাত ২:৪৫
বিরোধী দল বলেছেন:
৬| ২৮ শে মার্চ, ২০১২ রাত ২:৫৩
হিবিজিবি বলেছেন: মজা পাইছি
চিনা নাই জানা নাই...যারে পায় তারেই ফ্রেন্ড লিস্টে ডুকালে এইরকম তো হবেই!!
৭| ২৮ শে মার্চ, ২০১২ ভোর ৪:৩৫
রেজা রাজকুমার বলেছেন: একবার দেশের বাইরে আসেন... দেখবেন ফেসবুকের কী মা'জেজা।ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিরে যখন মিসাইবেন তখন বুঝবেন এর মর্ম জ্বালা।
এখন তো ফেসবুক থেকে ভিডিও কল ও করা যায়।স্কাইপ বা অন্যকিছু ইন্সটলের ঝামেলা নাই।
আর পশ্চিমের অনেক দেশেই ফেসবুক যাচাই করে চাকরী দেয়।অর্থাৎ চুড়ান্ত নিয়োগের আগে আপনার ফেসবুক প্রোফাইল ট্যুর করবে আপনার নিয়োগকর্তা।
এতে নাকি প্রার্থীর চরিত্র সর্ট-আপ করতে সুবিধা।
২৮ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫১
ওবায়দুর সজল বলেছেন: রেজা ভাই কমেন্টের জন্য ধন্যবাদ।নতুন কিছু জানলাম।
৮| ২৮ শে মার্চ, ২০১২ দুপুর ১:০৬
চাঁপাডাঙার চান্দু বলেছেন: বহুদিন পূর্বে ২০০৯এ এক হট মাইয়া রিক পাঠাইছে দেইখা একসেপ্ট করলাম। পরে দেহি সেইরাম সব পিক, আর নিচে সেক্সি, কস্কি কইয়া দেশী বিদেশী লুলেরা লুল ফালাইতাসে। আমি বুঝলাম ফেক, তাই একটা কমেন্ট করলাম 'oww.. these are called booooobs, i want to suck'। পরের দিন দেহি আমারে ব্লক!! পরে হুনি ছেড়ী নাকি আমাগো লগে এইট পাস দিয়া আমেরিকায় গেছে গিয়া। হায়রে না বুইঝা কি দাওডা হারাইলাম
২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৬
ওবায়দুর সজল বলেছেন: আহারে !
৯| ২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৪
গুরুজী বলেছেন: কিচু পুলাপান নাম বদলাইয়া ওয়েস্টারন হইতে চায়, যেমনঃ নাম abul miya রে লিখে: abulusku miyasko
১০| ২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৯
নামহীন আমি বলেছেন: ফেসবুকের ফেক একাউন্ট ট্রেস করা সম্ভব কিনা? খুবই জরুরী দরকার পরিচিত জনের একটা ফেসবুক একাউন্টের ছবি দিয়ে কেউ একজন একটা ভুয়া একাউন্ট খুলেছে। এই একাউন্ট খানা কিভাবে সনাক্ত করা সম্ভব?
১১| ২৯ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৫৪
মামুণ বলেছেন: বাদ দিলেন কারে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১২ রাত ১:০৫
শওকত বলেছেন: প্রতিবাদ জানাই কেন আমার এ পোষ্টটি প্রথম পাতা থেকে সরিয়ে নেয়া হলো...
Click This Link