নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ইচ্ছা তাই লিখি নিজের মতো করে।

world of Tranquility

world of Tranquility › বিস্তারিত পোস্টঃ

কতিপয় আদর্শবাদী কথন ও এর উত্তরঃ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১



>যুদ্ধা্পরাধীদের বিচার( এটা ৪০ বছর আগের ঘটনা। আমাদের এসব ভুলে সামনে তাকানো উচিত)

...৪০ বছর আগে যদি কেউ পঙ্গু করে দেয় , তা হলে কি ৪০ বছর পর নতুন করে পা গজাবে? আর আপনি কি ভুলতে পারবেন যে , আপনি পঙ্গু?

>শাহবাগ আন্দোলন ( এটা নাস্তিকদের আন্দোলন। ইসলামি নিয়ম মতে তাদেরই ত ফাঁসি দেয়া উচিত। যারা সেখানে যায়, তারাও নাস্তিক!

... বুঝলাম। কিন্তু হযরত আবু বকর (রাঃ) ত যাকাত অমান্যকারীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। আপনি নিজে যাকাত দেন ত?

>জামায়েতের ডাকা হরতালে সারা দেশ রণক্ষে্ত্র । বাসে আগুন ২ জন নিহত।( হরতাল গণতান্ত্রিক অধিকার । সরকার তাদের অধিকার হরন করছে)

...মানলাম অধিকার। কিন্তু মানুষ হত্যাও কি গণতান্ত্রিক অধিকার ? তা হলে বিশ্বজিৎ হত্যা নিয়ে গলা ফাটান কেন?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন।

Click This Link


ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link

জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link


ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

চন্দনকন্যা বলেছেন: "ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?" সহমত


৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯

world of Tranquility বলেছেন: ধর্ম ব্যাপারটা হচ্ছে অনেটা ছুরির মত। একজন ডাক্তার তা দিয়ে জীবন রক্ষা করে আর একজন ডাকাত তা অবলম্বন করে মানুষ হত্যা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.