নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ইচ্ছা তাই লিখি নিজের মতো করে।

world of Tranquility

world of Tranquility › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্ন, আমার দেশ

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

গুগলকে অসংখ্য ধন্যবাদ ২৬ এ মার্চে এই অসামান্য উপহারের জন্য। সত্যি অনেক ভাল লাগছে দেখে। কিন্তু উচ্চাভিলাসী মনের আক্ষেপ , ইস যদি আমাদের গুগলের মত কিছু থাকত। মনে হয় তখন সে আনন্দের সাথে সাথে গর্ব বোধটাও যুক্ত হত।

৪২ বছরের একটু একটু করে জমা প্রাপ্তিগুলো আজ আরও বড় কিছুর আশা জাগাচ্ছে। স্বপ্নবিলাসী মন যেন সেই প্রত্যাশার সাথে কল্পনার রং মিশিয়ে একে চলেছে স্বপ্নের প্রতিচ্ছবি।

চলুন একটু ডানামেলে ঘুরে আসি সেই স্বপ্নের জগৎ থেকে। ধুলাইখালে বানালো লেটেস্ট মডেলের গাড়ী দিয়ে যেখানে মনুষজন চলছে, যেখানে আমাদের বানানো অত্যাধুনিক প্রযুক্তির সব পণ্য ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে আ্যাপল কিংবা স্যামসাং এর সাথে, হাজীর বিরিয়ানী যেখানে ১০০ টিরও বেশি দেশে ফুড চেইন হিসেবে সমাদৃত, যেখানে জ্ঞান পিপাসু মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে আমাদের লাইব্রেরি অফ কংগ্রেস। আমাদের জনতা ব্যাংকের টাকায় যেখানে গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম সেতু। স্বপ্নের সেই ২১ ফেব্রুয়ারিতে পাশ্চাত্যের আধুনিক ললনারা যেন পুরোদস্তূর বা ঙালি সাজ়ে শ্রদ্ধা জানাচ্ছে আমাদের সালাম, বরকত, রফিকদের। একটু বেশীই কল্পনাবিলাসী হয়ে গেল মনে হয় ব্যাপারটা। তাতে কি! জন লেলনের সুরে বলতে চাই- You will say I'm a dreamer। But I'm the not only one.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.